কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাশে গহিন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সশস্ত্র ট্রেনিং সেন্টারের সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পাহাড়ের এই আস্তানায় অভিযান চালিয়ে র্যাব আরসার কমান্ডারসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় ২২টি আগ্নেয়াস্ত্র, শতাধিক রাউন্ড গুলি, চারটি মাইন ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। তারা বিভিন্ন সময় রোহিঙ্গা আশ্রয়শিবিরে নাশকতা ও সন্ত্রাসী হামলা চালায়।
আজ বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত জেলার উখিয়া উপজেলার কুতুপালং ২০ নম্বর ক্যাম্পের অদূরে লাল পাহাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাবের দাবি, গহিন পাহাড়ে আস্তানা গড়ে আরসার সন্ত্রাসীরা সশস্ত্র ট্রেনিং নেয়। এরপর পার্শ্ববর্তী রোহিঙ্গা আশ্রয়শিবিরে নাশকতা ও সন্ত্রাসী হামলা চালায়। ক্যাম্পে আবারও বড় ধরনের নাশকতার পরিকল্পনা থেকে আরসা এই ঘাঁটি গড়ে তুলেছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন আরসার গান কমান্ডার মো. ওসমান, ইমাম হোসেন ও নেছার হোসেন। তারা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘উখিয়ার ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের অদূরে মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র গোষ্ঠী আরসার একটি আস্তানা গড়ে তোলার খবর পায় র্যাবের গোয়েন্দা টিম। সেখানে বসেই আরসার সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের নাশকতা ও সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করে আসছে। এর সূত্র ধরেই র্যাবের একাধিক টিম গতকাল বুধবার গভীর রাত থেকে ওই আস্তানার খোঁজে পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে।’
সাজ্জাদ হোসেন আরও বলেন, ‘আজ বৃহস্পতিবার ভোরে র্যাবের একাধিক টিম লাল পাহাড়ের আরসার আস্তানা নিশ্চিত হয়ে ঘিরে ফেলে এবং তল্লাশি শুরু করে। দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এই আস্তানা থেকে ২২টি আগ্নেয়াস্ত্র, শতাধিক রাউন্ড গুলি, চারটি মাইন ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। এ সময় মো. ওসমান নামে আরসার এক কমান্ডারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।’
র্যাবের অধিনায়ক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে আরসার কমান্ডার ওসমান জানিয়েছে, দীর্ঘদিন ধরে সে মিয়ানমার সেনাবাহিনীর সোর্স হিসেবে কাজ করেছে। পরে ২০১৭ সালে আরসায় যোগ দেন। বেশকিছু দিন ধরে লাল পাহাড়ে আস্তানা গড়ে তুলে। এখানেই তারা তাদের আর্মস গ্রুপের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হতো বলে জানিয়েছে।
র্যাবের এই অধিনায়ক বলেন, আরসা প্রধান আতাউল্লাহ জুনুনীর নির্দেশে ক্যাম্পে গড়ে তোলে ১২টি সশস্ত্র গ্রুপ। এই গ্রুপগুলো ক্যাম্পে খুনখারাবি ও নাশকতা চালিয়ে আসছে। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা হয়েছে।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাশে গহিন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সশস্ত্র ট্রেনিং সেন্টারের সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পাহাড়ের এই আস্তানায় অভিযান চালিয়ে র্যাব আরসার কমান্ডারসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় ২২টি আগ্নেয়াস্ত্র, শতাধিক রাউন্ড গুলি, চারটি মাইন ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। তারা বিভিন্ন সময় রোহিঙ্গা আশ্রয়শিবিরে নাশকতা ও সন্ত্রাসী হামলা চালায়।
আজ বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত জেলার উখিয়া উপজেলার কুতুপালং ২০ নম্বর ক্যাম্পের অদূরে লাল পাহাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাবের দাবি, গহিন পাহাড়ে আস্তানা গড়ে আরসার সন্ত্রাসীরা সশস্ত্র ট্রেনিং নেয়। এরপর পার্শ্ববর্তী রোহিঙ্গা আশ্রয়শিবিরে নাশকতা ও সন্ত্রাসী হামলা চালায়। ক্যাম্পে আবারও বড় ধরনের নাশকতার পরিকল্পনা থেকে আরসা এই ঘাঁটি গড়ে তুলেছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন আরসার গান কমান্ডার মো. ওসমান, ইমাম হোসেন ও নেছার হোসেন। তারা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘উখিয়ার ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের অদূরে মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র গোষ্ঠী আরসার একটি আস্তানা গড়ে তোলার খবর পায় র্যাবের গোয়েন্দা টিম। সেখানে বসেই আরসার সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের নাশকতা ও সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করে আসছে। এর সূত্র ধরেই র্যাবের একাধিক টিম গতকাল বুধবার গভীর রাত থেকে ওই আস্তানার খোঁজে পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে।’
সাজ্জাদ হোসেন আরও বলেন, ‘আজ বৃহস্পতিবার ভোরে র্যাবের একাধিক টিম লাল পাহাড়ের আরসার আস্তানা নিশ্চিত হয়ে ঘিরে ফেলে এবং তল্লাশি শুরু করে। দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এই আস্তানা থেকে ২২টি আগ্নেয়াস্ত্র, শতাধিক রাউন্ড গুলি, চারটি মাইন ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। এ সময় মো. ওসমান নামে আরসার এক কমান্ডারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।’
র্যাবের অধিনায়ক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে আরসার কমান্ডার ওসমান জানিয়েছে, দীর্ঘদিন ধরে সে মিয়ানমার সেনাবাহিনীর সোর্স হিসেবে কাজ করেছে। পরে ২০১৭ সালে আরসায় যোগ দেন। বেশকিছু দিন ধরে লাল পাহাড়ে আস্তানা গড়ে তুলে। এখানেই তারা তাদের আর্মস গ্রুপের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হতো বলে জানিয়েছে।
র্যাবের এই অধিনায়ক বলেন, আরসা প্রধান আতাউল্লাহ জুনুনীর নির্দেশে ক্যাম্পে গড়ে তোলে ১২টি সশস্ত্র গ্রুপ। এই গ্রুপগুলো ক্যাম্পে খুনখারাবি ও নাশকতা চালিয়ে আসছে। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের দুই দিন পার হলেও গতকাল শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে তদন্তে নতুন অগ্রগতি হিসেবে হত্যাকাণ্ডের আরেকটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে, যাতে গুলি করা ব্যক্তিদের চেহারা তুলনামূলকভাবে অনেক...
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদী সীমান্তে মাছ ও কাঁকড়া শিকারের সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ আলমগীর (৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকার সৈয়দ আহমদের ছেলে।
৪৪ মিনিট আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মঞ্চ দখল এবং দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সংঘটিত এই ঘটনায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা হতভম্ব হয়ে পড়েন।
১ ঘণ্টা আগে
বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেছেন, সাংবাদিকেরা নির্বাচনের স্টেকহোল্ডার। যে কারণে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না।
২ ঘণ্টা আগে