নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার কারখানার পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত তাঁকে জামিন দেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ১৯ মার্চ আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আদালত তাঁকে জামিন দিয়েছেন।
১৪ মার্চ সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় নগরীর মুরাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ।
এর আগে ৪ মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে সাতজনের প্রাণহানি ও ২৫ জন আহত হন। এ ঘটনায় ৬ মার্চ রাতে আব্দুল কাদের নামে নিহত শ্রমিকের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে–সীমা অক্সিজেন লিমিটেডের এমডি মো. মামুন উদ্দিন (৫৫), পরিচালক পারভেজ হোসেন সান্টু (৪৮), আশরাফ উদ্দিন বাপ্পি (৪২), কারখানার ম্যানেজার আব্দুল আলীম (৪৫), প্ল্যান্ট অপারেটর ইনচার্জ সামসুজ্জামান শিকদার (৬২), প্ল্যান্ট অপারেটর খুরশিদ আলম (৫০), সেলিম জাহান (৫৮), নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন, প্রশাসনিক অফিসার গোলাম কিবরিয়া, অফিসার শান্তনু রায়, সামিউল, সুপারভাইজার ইদ্রিস আলী, সানা উল্লাহ, সিরাজ উদ-দৌলা, রাকিবুল ও রাজীবকে। এদের মধ্যে মামুন উদ্দিন, পারভেজ হোসেন সান্টু ও আশরাফ উদ্দিন বাপ্পি তাঁরা আপন তিন ভাই।

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার কারখানার পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত তাঁকে জামিন দেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ১৯ মার্চ আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আদালত তাঁকে জামিন দিয়েছেন।
১৪ মার্চ সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় নগরীর মুরাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ।
এর আগে ৪ মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে সাতজনের প্রাণহানি ও ২৫ জন আহত হন। এ ঘটনায় ৬ মার্চ রাতে আব্দুল কাদের নামে নিহত শ্রমিকের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে–সীমা অক্সিজেন লিমিটেডের এমডি মো. মামুন উদ্দিন (৫৫), পরিচালক পারভেজ হোসেন সান্টু (৪৮), আশরাফ উদ্দিন বাপ্পি (৪২), কারখানার ম্যানেজার আব্দুল আলীম (৪৫), প্ল্যান্ট অপারেটর ইনচার্জ সামসুজ্জামান শিকদার (৬২), প্ল্যান্ট অপারেটর খুরশিদ আলম (৫০), সেলিম জাহান (৫৮), নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন, প্রশাসনিক অফিসার গোলাম কিবরিয়া, অফিসার শান্তনু রায়, সামিউল, সুপারভাইজার ইদ্রিস আলী, সানা উল্লাহ, সিরাজ উদ-দৌলা, রাকিবুল ও রাজীবকে। এদের মধ্যে মামুন উদ্দিন, পারভেজ হোসেন সান্টু ও আশরাফ উদ্দিন বাপ্পি তাঁরা আপন তিন ভাই।

বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এর ফলে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১০ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
৩৪ মিনিট আগে