নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চার আসামিকে চার ও পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে এক আসামিকে পুনরায় রিমান্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
আসামিরা হলেন রিপন দাস, আমান দাস, বিশাল দাস ও রাজীব ভট্টাচার্য। এর আগে একই মামলায় ৬ ডিসেম্বর আদালত আসামি রিপন দাসকে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন আদালত।
আদালতের সহকারী কৌঁসুলি রিয়াদ উদ্দীন বলেন, মঙ্গলবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রিপন দাস, রাজীব ভট্টাচার্য, আমান দাস ও বিশাল দাসের সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় আদালত শুনানি শেষে আসামি রাজিব ভট্টাচার্য, আমান দাস ও বিশাল দাসের চার দিনের এবং আসামি রিপন দাসকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ সময় আসামিকে প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়ার সময় তাঁর অনুসারীরা পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি স্থাপনা। এই সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় এই পর্যন্ত ৬টি মামলা হয়েছে। এর মধ্যে গত ২৯ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫ মিনিটে নগরের কোতোয়ালি থানায় আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের স্বজন জামাল উদ্দিন।
মামলার আসামিরা হলেন চন্দন দাস, আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস ও রাজীব ভট্টাচার্য। আসামিরা বেশির ভাগই চসিকের পরিচ্ছন্নতাকর্মী। তাঁরা নগরের কোতোয়ালি থানার বান্ডেল রোড মেথরপট্টি সেবক কলোনি এলাকার বাসিন্দা। পুলিশ এই হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহারনামীয় এক নম্বর আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে পুলিশের রিমান্ড শেষে ৯ ডিসেম্বর আদালতে এজাহারনামীয় প্রধান আসামি চন্দন দাস আইনজীবী আলিফ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চার আসামিকে চার ও পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে এক আসামিকে পুনরায় রিমান্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
আসামিরা হলেন রিপন দাস, আমান দাস, বিশাল দাস ও রাজীব ভট্টাচার্য। এর আগে একই মামলায় ৬ ডিসেম্বর আদালত আসামি রিপন দাসকে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন আদালত।
আদালতের সহকারী কৌঁসুলি রিয়াদ উদ্দীন বলেন, মঙ্গলবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রিপন দাস, রাজীব ভট্টাচার্য, আমান দাস ও বিশাল দাসের সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় আদালত শুনানি শেষে আসামি রাজিব ভট্টাচার্য, আমান দাস ও বিশাল দাসের চার দিনের এবং আসামি রিপন দাসকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ সময় আসামিকে প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়ার সময় তাঁর অনুসারীরা পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি স্থাপনা। এই সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় এই পর্যন্ত ৬টি মামলা হয়েছে। এর মধ্যে গত ২৯ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫ মিনিটে নগরের কোতোয়ালি থানায় আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের স্বজন জামাল উদ্দিন।
মামলার আসামিরা হলেন চন্দন দাস, আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস ও রাজীব ভট্টাচার্য। আসামিরা বেশির ভাগই চসিকের পরিচ্ছন্নতাকর্মী। তাঁরা নগরের কোতোয়ালি থানার বান্ডেল রোড মেথরপট্টি সেবক কলোনি এলাকার বাসিন্দা। পুলিশ এই হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহারনামীয় এক নম্বর আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে পুলিশের রিমান্ড শেষে ৯ ডিসেম্বর আদালতে এজাহারনামীয় প্রধান আসামি চন্দন দাস আইনজীবী আলিফ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১৫ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১৮ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে