নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘আমাদের অনেক ডিগ্রিধারী দুকলম লিখতে পারেন না। দুকলম লিখতে দিলে কলম ভেঙে যায়। প্রায়োগিক দক্ষতার ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি আছে। সেটাই হচ্ছে বাস্তবতা।’ আজ রোববার বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বায়েজিদের আরেফিন নগরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘চাকরি আমাদের কাছে আসবে না। আমাদের কর্মদক্ষতার পরিচয় দিয়েই চাকরি নিতে হবে। তাই বিভিন্ন বিষয়ে নিজেকে দক্ষ করে তুলতে হবে।’
শিক্ষা উপমন্ত্রী শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিংয়ের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন। তিনি বলেন, ‘ফ্রিল্যান্সিংয়ে অপার সম্ভবনা রয়েছে। তাই এ সেক্টরে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে হবে। ভাষাগত দক্ষতার পাশাপশি প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে যোগ্যতার প্রমাণ দিয়ে কাঙ্খিত লক্ষ্য পৌঁছাতে পারলেই তবেই সাফল্য আসবে।’
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন কম্পিউটার বিজ্ঞানী, লেখক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমাবর্তন বক্তা অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ স্নাতক শেষ করা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘কর্মমুখর পৃথিবী তোমাদের ডাকছে, সামনে অনেক কাজ। এই ঘনবসতিপূর্ণ দেশের উন্নয়নে সামান্য প্রাকৃতিক সম্পদ হলো আমাদের পুঁজি। কিন্তু আমাদের রয়েছে ১৬ কোটি অসামান্য সম্পদ—মস্তিষ্ক। মানব সম্পদের থেকে মূল্যবান কোনো সম্পদ নেই।’
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের অর্জিত জ্ঞান আপনাদের সর্বাত্মক কাজে লাগবে। আজ আপনার জীবনে একটি অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে এবং আরও একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। যে সুন্দর আগামীর স্বপ্ন আপনারা আজ এখানে বুনে গেলেন, সে স্বপ্ন আপনাদের হাতে একদিন ধরা দেবে।’
দ্বিতীয় সমাবর্তনে ভালো ফলাফলের জন্য চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন ১০ জন, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ৩৯ জন, ডিন অ্যাওয়ার্ড ৩৮ জন এবং গ্রাজুয়েট একাডেমিক এক্সিলেন্স অর্জন করেন ৯ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি আবদুল হামিদের অনুমোদনক্রমে সমাবর্তন অধিবেশনে সভাপতিত্ব ও আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মোট ৭ হাজার ৮৫৩ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘আমাদের অনেক ডিগ্রিধারী দুকলম লিখতে পারেন না। দুকলম লিখতে দিলে কলম ভেঙে যায়। প্রায়োগিক দক্ষতার ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি আছে। সেটাই হচ্ছে বাস্তবতা।’ আজ রোববার বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বায়েজিদের আরেফিন নগরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘চাকরি আমাদের কাছে আসবে না। আমাদের কর্মদক্ষতার পরিচয় দিয়েই চাকরি নিতে হবে। তাই বিভিন্ন বিষয়ে নিজেকে দক্ষ করে তুলতে হবে।’
শিক্ষা উপমন্ত্রী শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিংয়ের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন। তিনি বলেন, ‘ফ্রিল্যান্সিংয়ে অপার সম্ভবনা রয়েছে। তাই এ সেক্টরে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে হবে। ভাষাগত দক্ষতার পাশাপশি প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে যোগ্যতার প্রমাণ দিয়ে কাঙ্খিত লক্ষ্য পৌঁছাতে পারলেই তবেই সাফল্য আসবে।’
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন কম্পিউটার বিজ্ঞানী, লেখক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমাবর্তন বক্তা অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ স্নাতক শেষ করা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘কর্মমুখর পৃথিবী তোমাদের ডাকছে, সামনে অনেক কাজ। এই ঘনবসতিপূর্ণ দেশের উন্নয়নে সামান্য প্রাকৃতিক সম্পদ হলো আমাদের পুঁজি। কিন্তু আমাদের রয়েছে ১৬ কোটি অসামান্য সম্পদ—মস্তিষ্ক। মানব সম্পদের থেকে মূল্যবান কোনো সম্পদ নেই।’
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের অর্জিত জ্ঞান আপনাদের সর্বাত্মক কাজে লাগবে। আজ আপনার জীবনে একটি অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে এবং আরও একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। যে সুন্দর আগামীর স্বপ্ন আপনারা আজ এখানে বুনে গেলেন, সে স্বপ্ন আপনাদের হাতে একদিন ধরা দেবে।’
দ্বিতীয় সমাবর্তনে ভালো ফলাফলের জন্য চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন ১০ জন, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ৩৯ জন, ডিন অ্যাওয়ার্ড ৩৮ জন এবং গ্রাজুয়েট একাডেমিক এক্সিলেন্স অর্জন করেন ৯ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি আবদুল হামিদের অনুমোদনক্রমে সমাবর্তন অধিবেশনে সভাপতিত্ব ও আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মোট ৭ হাজার ৮৫৩ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে