Ajker Patrika

সেগুন গাছ কাটায় যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার মামলা

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)
সেগুন গাছ কাটায় যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার মামলা

কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এস এম ফরিদের বাগান থেকে রাতের অন্ধকারে ১৩টি সেগুন কাঠ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৩ জানুয়ারি সোমবার বিকেলে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানায় তিনি একটি মামলা দায়ের করেছেন। মামলায় চিৎমরম মুসলিম পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলমসহ আরও অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়েছে। 

এস এম ফরিদ বলেন, চিৎমরম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া পাহাড় এলাকায় সাড়ে ৩ একর জমিতে তাঁর সেগুন বাগান রয়েছে। স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন চিৎমরম ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান ইউনিয়ন বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম গত ৩১ ডিসেম্বর তাঁর দলবল নিয়ে রাতের অন্ধকারে তাঁর সেগুন বাগানে ঢুকে ১৩টি সেগুন গাছ কেটে নিয়ে গেছে। এ গাছের মূল্য আনুমানিক ৫ লাখ টাকা হবে। পারিবারিক কাজে চট্টগ্রামে থাকায় গত ২ জানুয়ারি তিনি ঘটনাটি জানতে পারেন বলেও উল্লেখ করেন। 

এই বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম দাবি করেন, ওই বাগানের গাছ গুলো তাঁর কেনা। এবং কেনার বিষয়ে তিনি স্ট্যাম্প দেখাতে পারবেন। তিনি আরও জানান, রাতের অন্ধকারে তিনি গাছ কাটেন নাই। দিনের বেলায় লোকজন নিয়ে তিনি গাছ কেটেছেন। 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত