Ajker Patrika

কক্সবাজার সৈকতে কুমিল্লার কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সৈকতে কুমিল্লার কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে এসে মোহাম্মদ আরিফ (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে শহরের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে। 

সমুদ্র সৈকতের জেলা প্রশাসনের কর্মী বেলাল হোছাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আরিফ কুমিল্লার মুরাদনগর কাজী রোমান আহমেদ ডিগ্রি কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি মুরাদ নগরের পালাসুতা এলাকার বাবুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে হাঁটু পানিতে হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান মোহাম্মদ আরিফ। এরপর সৈকতের লাইফগার্ড কর্মীরা উদ্ধার করে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরিফের বন্ধু আসিফ খান জানান, তাঁরা দুই বন্ধু বুধবার কক্সবাজার আসেন। হোটেল-মোটেল জোনের কলাতলীর সি সান হোটেলে উঠেছিলেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, সৈকত থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুম বিল্লাহ বলেন, সৈকতে নেমে আরিফ নামের পর্যটক অজ্ঞান হয়ে পড়ে মারা যান। তাঁর মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত