নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুইটি ব্যাংকের পাওনা ৫৩ কোটি ৫৩ লাখ টাকা আদায়ে বাগদাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও তাঁর মায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে পৃথক মামলায় দুজনকে ১০ মাসের দেওয়ানি আটকাদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।
চট্টগ্রামের অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবাদীরা হচ্ছেন–বাগদাদ গ্রুপের এমডি মো. ফেরদৌস খান আলমগীর ও তাঁর মা মোছাম্মৎ মনোয়ারা বেগম।
মামলার তথ্যমতে, দুই বিবাদী ব্যবসায় বিনিয়োগের অংশ হিসেবে নগরীর ইপিজেড থানা এলাকার এবি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। দীর্ঘদিন খেলাপি থাকার পর দুই বিবাদীর বিরুদ্ধে ২০১০ সালে অর্থঋণ মামলা দায়ের করা হয় ব্যাংকের তরফে। এরপর ২০১৫ সালে করা হয় অর্থঋণ জারি মামলা। মামলার পরিচালনার দীর্ঘ পরিক্রমায় বিবাদীদের কাছে ব্যাংকের পাওনা ৩১ কোটি ৭৯ লাখ ২৪ হাজার ৯৬১ টাকা ৯৪ পয়সা আদায়ে আজ অর্থঋণ আদালতের বিচারক পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
একই আদালতে ব্যাংক এশিয়া, আগ্রাবাদ শাখা থেকে গ্রহণ করা ঋণ আদায়ে দুই বিবাদীর বিরুদ্ধে ২০১০ সালে অর্থঋণ মামলা দায়ের করা হয়। আর অর্থঋণ জারি মামলা দায়ের করা হয় ২০১৭ সালের ২৩ নভেম্বর। মামলা পরিচালনার দীর্ঘ প্রক্রিয়ায় ব্যাংকের পাওনা ২১ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৫১৭ টাকা ১৩ পয়সা আদায়ে বিবাদীদের পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশ প্রদান করেন বিচারক। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

দুইটি ব্যাংকের পাওনা ৫৩ কোটি ৫৩ লাখ টাকা আদায়ে বাগদাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও তাঁর মায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে পৃথক মামলায় দুজনকে ১০ মাসের দেওয়ানি আটকাদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।
চট্টগ্রামের অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবাদীরা হচ্ছেন–বাগদাদ গ্রুপের এমডি মো. ফেরদৌস খান আলমগীর ও তাঁর মা মোছাম্মৎ মনোয়ারা বেগম।
মামলার তথ্যমতে, দুই বিবাদী ব্যবসায় বিনিয়োগের অংশ হিসেবে নগরীর ইপিজেড থানা এলাকার এবি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। দীর্ঘদিন খেলাপি থাকার পর দুই বিবাদীর বিরুদ্ধে ২০১০ সালে অর্থঋণ মামলা দায়ের করা হয় ব্যাংকের তরফে। এরপর ২০১৫ সালে করা হয় অর্থঋণ জারি মামলা। মামলার পরিচালনার দীর্ঘ পরিক্রমায় বিবাদীদের কাছে ব্যাংকের পাওনা ৩১ কোটি ৭৯ লাখ ২৪ হাজার ৯৬১ টাকা ৯৪ পয়সা আদায়ে আজ অর্থঋণ আদালতের বিচারক পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
একই আদালতে ব্যাংক এশিয়া, আগ্রাবাদ শাখা থেকে গ্রহণ করা ঋণ আদায়ে দুই বিবাদীর বিরুদ্ধে ২০১০ সালে অর্থঋণ মামলা দায়ের করা হয়। আর অর্থঋণ জারি মামলা দায়ের করা হয় ২০১৭ সালের ২৩ নভেম্বর। মামলা পরিচালনার দীর্ঘ প্রক্রিয়ায় ব্যাংকের পাওনা ২১ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৫১৭ টাকা ১৩ পয়সা আদায়ে বিবাদীদের পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশ প্রদান করেন বিচারক। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদসহ দুজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
৯ মিনিট আগে
ঢাকার সাভারে আমিনবাজারের বড়দেশি গ্রামে দেলোয়ার হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরের পর নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর দুই চোখ উপড়ে ও যৌনাঙ্গ কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৩ মিনিট আগে
কুমিল্লা-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এই অভিযোগকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান উভয়
২৮ মিনিট আগে
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে অংশ নেওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১ ঘণ্টা আগে