নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুইটি ব্যাংকের পাওনা ৫৩ কোটি ৫৩ লাখ টাকা আদায়ে বাগদাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও তাঁর মায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে পৃথক মামলায় দুজনকে ১০ মাসের দেওয়ানি আটকাদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।
চট্টগ্রামের অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবাদীরা হচ্ছেন–বাগদাদ গ্রুপের এমডি মো. ফেরদৌস খান আলমগীর ও তাঁর মা মোছাম্মৎ মনোয়ারা বেগম।
মামলার তথ্যমতে, দুই বিবাদী ব্যবসায় বিনিয়োগের অংশ হিসেবে নগরীর ইপিজেড থানা এলাকার এবি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। দীর্ঘদিন খেলাপি থাকার পর দুই বিবাদীর বিরুদ্ধে ২০১০ সালে অর্থঋণ মামলা দায়ের করা হয় ব্যাংকের তরফে। এরপর ২০১৫ সালে করা হয় অর্থঋণ জারি মামলা। মামলার পরিচালনার দীর্ঘ পরিক্রমায় বিবাদীদের কাছে ব্যাংকের পাওনা ৩১ কোটি ৭৯ লাখ ২৪ হাজার ৯৬১ টাকা ৯৪ পয়সা আদায়ে আজ অর্থঋণ আদালতের বিচারক পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
একই আদালতে ব্যাংক এশিয়া, আগ্রাবাদ শাখা থেকে গ্রহণ করা ঋণ আদায়ে দুই বিবাদীর বিরুদ্ধে ২০১০ সালে অর্থঋণ মামলা দায়ের করা হয়। আর অর্থঋণ জারি মামলা দায়ের করা হয় ২০১৭ সালের ২৩ নভেম্বর। মামলা পরিচালনার দীর্ঘ প্রক্রিয়ায় ব্যাংকের পাওনা ২১ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৫১৭ টাকা ১৩ পয়সা আদায়ে বিবাদীদের পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশ প্রদান করেন বিচারক। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

দুইটি ব্যাংকের পাওনা ৫৩ কোটি ৫৩ লাখ টাকা আদায়ে বাগদাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও তাঁর মায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে পৃথক মামলায় দুজনকে ১০ মাসের দেওয়ানি আটকাদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।
চট্টগ্রামের অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবাদীরা হচ্ছেন–বাগদাদ গ্রুপের এমডি মো. ফেরদৌস খান আলমগীর ও তাঁর মা মোছাম্মৎ মনোয়ারা বেগম।
মামলার তথ্যমতে, দুই বিবাদী ব্যবসায় বিনিয়োগের অংশ হিসেবে নগরীর ইপিজেড থানা এলাকার এবি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। দীর্ঘদিন খেলাপি থাকার পর দুই বিবাদীর বিরুদ্ধে ২০১০ সালে অর্থঋণ মামলা দায়ের করা হয় ব্যাংকের তরফে। এরপর ২০১৫ সালে করা হয় অর্থঋণ জারি মামলা। মামলার পরিচালনার দীর্ঘ পরিক্রমায় বিবাদীদের কাছে ব্যাংকের পাওনা ৩১ কোটি ৭৯ লাখ ২৪ হাজার ৯৬১ টাকা ৯৪ পয়সা আদায়ে আজ অর্থঋণ আদালতের বিচারক পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
একই আদালতে ব্যাংক এশিয়া, আগ্রাবাদ শাখা থেকে গ্রহণ করা ঋণ আদায়ে দুই বিবাদীর বিরুদ্ধে ২০১০ সালে অর্থঋণ মামলা দায়ের করা হয়। আর অর্থঋণ জারি মামলা দায়ের করা হয় ২০১৭ সালের ২৩ নভেম্বর। মামলা পরিচালনার দীর্ঘ প্রক্রিয়ায় ব্যাংকের পাওনা ২১ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৫১৭ টাকা ১৩ পয়সা আদায়ে বিবাদীদের পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশ প্রদান করেন বিচারক। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
৪১ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।
৪৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ। তিনি রোববার রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে এই ভিডিও বার্তা দেন।
১ ঘণ্টা আগে
খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে