নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া শহরের দারিয়াপুর এলাকায় অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে যাওয়া রেললাইনের ১২৬ ফুট পরপর আটটি স্থানে কাটা হচ্ছে। আজ বুধবার ক্ষতিগ্রস্ত অংশে রেললাইন কাটার কাজ শুরু করেন রেলকর্মীরা। এই কাজ শেষ হতে পাঁচ-সাতদিন সময় লাগবে বলে জানায় কর্তৃপক্ষ।
দারিয়াপুর এলাকায় রেললাইনের আটটি স্থানে কাটা শেষে কাঠের স্লিপার সরিয়ে পিসি স্লিপার (সিমেন্টের) বসানো হবে। এদিকে আপ লাইনে ক্ষতিগ্রস্ত এলাকায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
আখাউড়া রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মনিরুল ইসলাম বলেন, ‘দারিয়াপুর এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ৬২৫টি স্লিপার ভেঙে গেছে। আপলাইনে দুই কিলোমিটার ২০০ মিটার পরপর রেললাইনে জয়েন্ট রয়েছে। এটিকে বাফার বলা হয়। অতিরিক্ত তাপমাত্রার কারণে রেললাইন লম্বা হয়ে যায়। তাই বেকে যাওয়া প্রতিরোধে দারিয়াপুর এলাকায় ১২৬ ফুট পরপর আটটি পয়েন্টে রেললাইন কাটা হবে। এখন রেল লাইন কাটার কাজ চলছে।’
এদিকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান তারেক। তিনি বলেন, ‘আপলাইন দিয়ে ট্রেন এলে লাল নিশানা উড়িয়ে কাজ বন্ধ রেখে ট্রেন যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ট্রেন চলে গেলে আবার কাজ শুরু করা হয়। এই কাজ শেষ হতে পাঁচ-সাত দিন সময় লাগবে।’
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনমাস্টার রফিকুল ইসলাম বলেন, ‘আপলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শুধু গোকর্ণ লেভেল ক্রসিং এলাকা থেকে দুর্ঘটনাকবলিত দারিয়াপুর পর্যন্ত আপলাইনের সব ট্রেন ১০ কিলোমিটার গতিতে চলাচল করছে।’
অতিরিক্ত তাপমাত্রায় রেল লাইন বেকে যাওয়ায় গত বৃহস্পতিবার বেলা ১টা থেকে শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত আপ লাইনে রেল চলাচল বন্ধ থাকে। এর পরদিন শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত বন্ধ থাকে রেল চলাচল।

ব্রাহ্মণবাড়িয়া শহরের দারিয়াপুর এলাকায় অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে যাওয়া রেললাইনের ১২৬ ফুট পরপর আটটি স্থানে কাটা হচ্ছে। আজ বুধবার ক্ষতিগ্রস্ত অংশে রেললাইন কাটার কাজ শুরু করেন রেলকর্মীরা। এই কাজ শেষ হতে পাঁচ-সাতদিন সময় লাগবে বলে জানায় কর্তৃপক্ষ।
দারিয়াপুর এলাকায় রেললাইনের আটটি স্থানে কাটা শেষে কাঠের স্লিপার সরিয়ে পিসি স্লিপার (সিমেন্টের) বসানো হবে। এদিকে আপ লাইনে ক্ষতিগ্রস্ত এলাকায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
আখাউড়া রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মনিরুল ইসলাম বলেন, ‘দারিয়াপুর এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ৬২৫টি স্লিপার ভেঙে গেছে। আপলাইনে দুই কিলোমিটার ২০০ মিটার পরপর রেললাইনে জয়েন্ট রয়েছে। এটিকে বাফার বলা হয়। অতিরিক্ত তাপমাত্রার কারণে রেললাইন লম্বা হয়ে যায়। তাই বেকে যাওয়া প্রতিরোধে দারিয়াপুর এলাকায় ১২৬ ফুট পরপর আটটি পয়েন্টে রেললাইন কাটা হবে। এখন রেল লাইন কাটার কাজ চলছে।’
এদিকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান তারেক। তিনি বলেন, ‘আপলাইন দিয়ে ট্রেন এলে লাল নিশানা উড়িয়ে কাজ বন্ধ রেখে ট্রেন যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ট্রেন চলে গেলে আবার কাজ শুরু করা হয়। এই কাজ শেষ হতে পাঁচ-সাত দিন সময় লাগবে।’
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনমাস্টার রফিকুল ইসলাম বলেন, ‘আপলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শুধু গোকর্ণ লেভেল ক্রসিং এলাকা থেকে দুর্ঘটনাকবলিত দারিয়াপুর পর্যন্ত আপলাইনের সব ট্রেন ১০ কিলোমিটার গতিতে চলাচল করছে।’
অতিরিক্ত তাপমাত্রায় রেল লাইন বেকে যাওয়ায় গত বৃহস্পতিবার বেলা ১টা থেকে শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত আপ লাইনে রেল চলাচল বন্ধ থাকে। এর পরদিন শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত বন্ধ থাকে রেল চলাচল।

সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে