কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রচণ্ড ঢেউয়ে বঙ্গোপসাগরের কয়লাবোঝায় নাভিমার-৩ কার্গো ও মারমেইড-৩ লাইটার নামে দুটি জাহাজ তীরে আটকে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রবল জোয়ারে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাট এলাকায় ওই দুটি জাহাজটি কূলে এসে আটকে যায়।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম কোস্ট গার্ড সাঙ্গু স্টেশনের সদস্যরা জাহাজ দুটির নিয়ন্ত্রণ নেন বলে জানিয়েছে জাহাজের ওয়াচম্যান মিসকাতুর রহমান। সকাল থেকে বালু চরে আটকে থাকা জাহাজগুলো দেখতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। এর আগে ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে পারকি সমুদ্রসৈকতে ক্রিস্টাল গোল্ড নামে একটি জাহাজ আটকে থাকার ঘটনা ঘটেছিল। পরবর্তীকালে ক্রিস্টাল গোল্ড কর্তৃপক্ষ জাহাজটি কেটে সরিয়ে নেন।
স্থানীয়রা জানান, গতকাল সকাল থেকে টানা বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে জোয়ারের পানি বৃদ্ধি পায়। রাত গভীর হতেই দমকা হাওয়া ও বৃষ্টির গতি আরও বাড়তে থাকে। জোয়ারের পানির ধাক্কায় জাহাজ দুটি চরে এসে আটকে যায়।
আজ সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাট এলাকায় সরেজমিন গিয়ে ও জাহাজে থাকা ওয়াচম্যান মিসকাতুর রহমানের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঁশখালীর গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রে কয়লা খালাস করে ফেরার রাতে ঝড়ের কবলে পড়ে। তীব্র বাতাস ও ঝড়ে জাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাঁরা। সাগরের পানির ধাক্কায় চরে এসে আটকে যায় জাহাজ।
স্থানীয় উঠানমাঝির ঘাট জামে মসজিদের খতিব রেজাউল করিম ফারুকী বলেন, রাত ২টার দিকে জাহাজটি আটকে পড়ে। এটি সরিয়ে না নিলে সাগরের ঢেউয়ের আঘাত মসজিদ ও কবরস্থান ক্ষতিগ্রস্ত হবে।
কোস্ট গার্ড সাঙ্গু স্টেশনের সিসি অনিমেষ রায় জানিয়েছেন, আজ সকালে জাহাজের নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়েছে।
আটকে যাওয়া জাহাজের ওয়াচম্যান মিসকাতুর রহমান বলেন, ‘আমাদের কয়লাবোঝায় জাহাজটি দুবাই মালিকানাধীন কোম্পানির। বৃহস্পতিবার বাঁশখালী গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে ফেরার পথে ঝড়ের কবলে পড়ি। চরে আটককে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

প্রচণ্ড ঢেউয়ে বঙ্গোপসাগরের কয়লাবোঝায় নাভিমার-৩ কার্গো ও মারমেইড-৩ লাইটার নামে দুটি জাহাজ তীরে আটকে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রবল জোয়ারে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাট এলাকায় ওই দুটি জাহাজটি কূলে এসে আটকে যায়।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম কোস্ট গার্ড সাঙ্গু স্টেশনের সদস্যরা জাহাজ দুটির নিয়ন্ত্রণ নেন বলে জানিয়েছে জাহাজের ওয়াচম্যান মিসকাতুর রহমান। সকাল থেকে বালু চরে আটকে থাকা জাহাজগুলো দেখতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। এর আগে ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে পারকি সমুদ্রসৈকতে ক্রিস্টাল গোল্ড নামে একটি জাহাজ আটকে থাকার ঘটনা ঘটেছিল। পরবর্তীকালে ক্রিস্টাল গোল্ড কর্তৃপক্ষ জাহাজটি কেটে সরিয়ে নেন।
স্থানীয়রা জানান, গতকাল সকাল থেকে টানা বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে জোয়ারের পানি বৃদ্ধি পায়। রাত গভীর হতেই দমকা হাওয়া ও বৃষ্টির গতি আরও বাড়তে থাকে। জোয়ারের পানির ধাক্কায় জাহাজ দুটি চরে এসে আটকে যায়।
আজ সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাট এলাকায় সরেজমিন গিয়ে ও জাহাজে থাকা ওয়াচম্যান মিসকাতুর রহমানের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঁশখালীর গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রে কয়লা খালাস করে ফেরার রাতে ঝড়ের কবলে পড়ে। তীব্র বাতাস ও ঝড়ে জাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাঁরা। সাগরের পানির ধাক্কায় চরে এসে আটকে যায় জাহাজ।
স্থানীয় উঠানমাঝির ঘাট জামে মসজিদের খতিব রেজাউল করিম ফারুকী বলেন, রাত ২টার দিকে জাহাজটি আটকে পড়ে। এটি সরিয়ে না নিলে সাগরের ঢেউয়ের আঘাত মসজিদ ও কবরস্থান ক্ষতিগ্রস্ত হবে।
কোস্ট গার্ড সাঙ্গু স্টেশনের সিসি অনিমেষ রায় জানিয়েছেন, আজ সকালে জাহাজের নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়েছে।
আটকে যাওয়া জাহাজের ওয়াচম্যান মিসকাতুর রহমান বলেন, ‘আমাদের কয়লাবোঝায় জাহাজটি দুবাই মালিকানাধীন কোম্পানির। বৃহস্পতিবার বাঁশখালী গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে ফেরার পথে ঝড়ের কবলে পড়ি। চরে আটককে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৬ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৭ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৭ ঘণ্টা আগে