চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা সদরে ২০২৪ সালের ১ জানুয়ারি বই উৎসব করার লক্ষে মাধ্যমিক স্তরের নতুন বই আসতে শুরু করেছে। আজ মঙ্গলবার সকাল থেকে শহরের সরকারি টেকনিক্যাল স্কুল সংলগ্ন সংরক্ষণাগার থেকে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে বই বিতরণ করা শুরু হয়েছে। এসব বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
জেলার আট উপজেলায় সরকারি-বেসরকারি মাধ্যমিক, মাদ্রাসা, ভকেশনাল ও ইবতেদায়িসহ মোট ৫১৭ শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক স্তরে ৩৭ লাখ ৯৭ হাজার ২২২ কপি বই বরাদ্দ হয়েছে।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মো. ইসমাইল জানান, এ বছর চাঁদপুর সদর উপজেলায় মাধ্যমিক স্তরের ৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষা বর্ষের বই বিতরণ করা হবে। আজকেই প্রথম বিতরণ করা শুরু হলো। সদরে ৫৩টি মাধ্যমিক স্কুল ও ৩০টি মাদ্রাসা। বইয়ের চাহিদা রয়েছে প্রায় সোয়া ৬ লাখ। ২০২৩ সালে বিতরণ করা হয় ৭ লাখ বই।
শহরের আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাধিক শিক্ষক বই নিতে এসেছেন। এক শিক্ষক বলেন, ‘আমরা ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির সব বই পেয়েছি। অষ্টম শ্রেণির সাতটি বই পেয়েছি। বাকি বই এখনো আসেনি।’
চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, ‘জেলার ২৮৪টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার জন্য ৬ষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত নতুন কারিকুলামের জন্য নতুন বই আসতে শুরু করেছে। এসব বই স্ব স্ব উপজেলা সংরক্ষণাগারে আসতে শুরু করেছে এবং নির্ধারিত সময় পৌঁছাবে। ১ জানুয়ারি বই উৎসব করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত।’

চাঁদপুর জেলা সদরে ২০২৪ সালের ১ জানুয়ারি বই উৎসব করার লক্ষে মাধ্যমিক স্তরের নতুন বই আসতে শুরু করেছে। আজ মঙ্গলবার সকাল থেকে শহরের সরকারি টেকনিক্যাল স্কুল সংলগ্ন সংরক্ষণাগার থেকে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে বই বিতরণ করা শুরু হয়েছে। এসব বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
জেলার আট উপজেলায় সরকারি-বেসরকারি মাধ্যমিক, মাদ্রাসা, ভকেশনাল ও ইবতেদায়িসহ মোট ৫১৭ শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক স্তরে ৩৭ লাখ ৯৭ হাজার ২২২ কপি বই বরাদ্দ হয়েছে।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মো. ইসমাইল জানান, এ বছর চাঁদপুর সদর উপজেলায় মাধ্যমিক স্তরের ৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষা বর্ষের বই বিতরণ করা হবে। আজকেই প্রথম বিতরণ করা শুরু হলো। সদরে ৫৩টি মাধ্যমিক স্কুল ও ৩০টি মাদ্রাসা। বইয়ের চাহিদা রয়েছে প্রায় সোয়া ৬ লাখ। ২০২৩ সালে বিতরণ করা হয় ৭ লাখ বই।
শহরের আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাধিক শিক্ষক বই নিতে এসেছেন। এক শিক্ষক বলেন, ‘আমরা ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির সব বই পেয়েছি। অষ্টম শ্রেণির সাতটি বই পেয়েছি। বাকি বই এখনো আসেনি।’
চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, ‘জেলার ২৮৪টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার জন্য ৬ষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত নতুন কারিকুলামের জন্য নতুন বই আসতে শুরু করেছে। এসব বই স্ব স্ব উপজেলা সংরক্ষণাগারে আসতে শুরু করেছে এবং নির্ধারিত সময় পৌঁছাবে। ১ জানুয়ারি বই উৎসব করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত।’

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৪ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
১৬ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
৩০ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
৩৬ মিনিট আগে