Ajker Patrika

কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট করার ঘোষণা

 কুমিল্লা প্রতিনিধি 
কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিস। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিস। ছবি: আজকের পত্রিকা

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বিক্ষুব্ধ ছাত্র-জনতা কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও আসবাবপত্র লুট করে নেয়। এরপর কয়েক দফায় ৯ তলাবিশিষ্ট ওই ভবনের মালপত্র লুট করে নিয়ে যায়।

বর্তমানে ওই ভবনের কাঠামো ছাড়া আর কিছুই নেই। এবার সেই ভবনকে পাবলিক টয়লেট করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার নেতা-কর্মীরা।

গতকাল বৃহস্পতিবার রাতে ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন শেষে এমন ঘোষণা দেন সংগঠনের মহানগর শাখার আহ্বায়ক মো. আবু রায়হান। এ ছাড়াও ওই ভবনের সামনের খালি স্থানটি সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড হিসেবে ঘোষণা দেন।

মহানগর শাখার আহ্বায়ক মো. আবু রায়হান বলেন, ‘অফিসের সামনের খালি স্থানটি সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড এবং মহানগর আওয়ামী লীগ অফিসটি পাবলিক টয়লেট হিসেবে আমরা তৈরি করে দেব।’

সমাবেশ শেষে আবু রায়হান বলেন, ‘আওয়ামী লীগের কোনো নাম-নিশানা কুমিল্লার মানুষ আর দেখতে চায় না। তাই এ সংগঠনের অফিস আর কুমিল্লায় থাকবে না। জনগণের জন্য এই অফিস “পাবলিক টয়লেট” হিসেবে আমরা আগামী সপ্তাহে তৈরি করে দেব।’

এ সময় সংগঠনের সদস্যসচিব রাশেদুল হাসানসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষ হওয়ার পর অফিসের সামনে খালি স্থানে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে দেখা যায়।

জানা গেছে, ২০২১ সালের ২১ অক্টোবর গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মহানগর আওয়ামী লীগের নতুন অফিস হিসেবে এ ভবনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘দলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যরা পলাতক। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত