মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও মহাজোটের অন্যতম নেতা দিলীপ বড়ুয়া বলেছেন, বিএনপি যদি নির্বাচনে অংশ নেয়, তাহলে তাদের শীর্ষ নেতাদের ছেড়ে দেওয়া উচিত।
আজ চট্টগ্রামের মিরসরাইয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
দিলীপ বড়ুয়া বলেন, বিএনপির শীর্ষ নেতাদের জেল থেকে মুক্তি দেওয়া তো সরকারের সিদ্ধান্তের ব্যাপার। এটা অসম্ভব কিছু না। তবে প্রধানমন্ত্রীর অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে। শর্ত দিয়ে কিছু হবে না।
সাম্যবাদী দলের এই নেতা বলেন, ‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিজেই ডিক্লেয়ার করে দিয়েছেন তিনি আর নির্বাচন করবেন না। উনার পরে অন্য যারা সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী রয়েছেন মিরসরাইতে সিনিয়র ও যোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব আমি। আশা করি ১৪ দলের প্রধান শেখ হাসিনা আমাকে চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে মনোনয়ন দেবেন।
সভায় দলটির মিরসরাই উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
দিলীপ বড়ুয়া বলেন, ‘সরকারকে উৎখাত করার মতো যে শক্তি বা সামর্থ্য দরকার বিএনপির তা নেই।’
তিনি বলেন, ‘মান থাকতে কিত্তন ক্ষান্ত দেন। নির্বাচনে অংশ নিন। উন্নয়নের যে ধারা সৃষ্টি হয়েছে তাকে অব্যাহত রাখুন। রাজনীতি যার যার দেশ সবার। দেশের উন্নয়ন অস্বীকার করার কোনো উপায় নেই। কেউ চোখ বন্ধ রাখলে প্রলয় বন্ধ থাকবে না। পদ্মা সেতু, শিল্প অঞ্চল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ডিজিটাল বাংলাদেশ এ সরকারের অবদান।
তিনি বিএনপির আন্দোলন সংগ্রাম সম্পর্কে বলেন, ‘এই যে বিএনপি ২৮ অক্টোবর এত লোকের সমাগম করলো কিন্তু দিন শেষে ফসল তাদের ঘরে তুলতে পারেনি। তারা যদি আন্দোলন এমন অবস্থায় নিতে পারত সবকিছু অচল হয়ে গেছে, সরকার দেশ চালাতে অক্ষম তখন সরকার পদত্যাগ করতে বাধ্য হতো। শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করার ক্ষমতা বিএনপির নেই।’
দিলীপ বড়ুয়া বলেন, তফসিল ঘোষণা হলে অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। তখন বিএনপি না এলে ট্রেন চলে যাবে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, সে হিসেবে ‘নির্বাচনের পূর্বে দাবি দাওয়া নিয়ে মাঠে আন্দোলনে থাকবে এটা স্বাভাবিক। কিন্তু দিন শেষে এমন জায়গায় গিয়ে আন্দোলনে ক্ষান্ত হওয়া উচিত, সাপও না মরে লাঠিও না ভাঙে। তাদের উচিত নির্বাচনে অংশগ্রহণ করা। আর যদি বিএনপি নির্বাচনে না আসে এটি হবে তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য অ্যাডভোকেট দীর্ঘতম বডুয়া ও মিরসরাই উপজেলা সাম্যবাদী দলের যুগ্ম আহ্বায়ক রণজিত বডুয়া প্রমুখ।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও মহাজোটের অন্যতম নেতা দিলীপ বড়ুয়া বলেছেন, বিএনপি যদি নির্বাচনে অংশ নেয়, তাহলে তাদের শীর্ষ নেতাদের ছেড়ে দেওয়া উচিত।
আজ চট্টগ্রামের মিরসরাইয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
দিলীপ বড়ুয়া বলেন, বিএনপির শীর্ষ নেতাদের জেল থেকে মুক্তি দেওয়া তো সরকারের সিদ্ধান্তের ব্যাপার। এটা অসম্ভব কিছু না। তবে প্রধানমন্ত্রীর অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে। শর্ত দিয়ে কিছু হবে না।
সাম্যবাদী দলের এই নেতা বলেন, ‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিজেই ডিক্লেয়ার করে দিয়েছেন তিনি আর নির্বাচন করবেন না। উনার পরে অন্য যারা সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী রয়েছেন মিরসরাইতে সিনিয়র ও যোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব আমি। আশা করি ১৪ দলের প্রধান শেখ হাসিনা আমাকে চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে মনোনয়ন দেবেন।
সভায় দলটির মিরসরাই উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
দিলীপ বড়ুয়া বলেন, ‘সরকারকে উৎখাত করার মতো যে শক্তি বা সামর্থ্য দরকার বিএনপির তা নেই।’
তিনি বলেন, ‘মান থাকতে কিত্তন ক্ষান্ত দেন। নির্বাচনে অংশ নিন। উন্নয়নের যে ধারা সৃষ্টি হয়েছে তাকে অব্যাহত রাখুন। রাজনীতি যার যার দেশ সবার। দেশের উন্নয়ন অস্বীকার করার কোনো উপায় নেই। কেউ চোখ বন্ধ রাখলে প্রলয় বন্ধ থাকবে না। পদ্মা সেতু, শিল্প অঞ্চল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ডিজিটাল বাংলাদেশ এ সরকারের অবদান।
তিনি বিএনপির আন্দোলন সংগ্রাম সম্পর্কে বলেন, ‘এই যে বিএনপি ২৮ অক্টোবর এত লোকের সমাগম করলো কিন্তু দিন শেষে ফসল তাদের ঘরে তুলতে পারেনি। তারা যদি আন্দোলন এমন অবস্থায় নিতে পারত সবকিছু অচল হয়ে গেছে, সরকার দেশ চালাতে অক্ষম তখন সরকার পদত্যাগ করতে বাধ্য হতো। শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করার ক্ষমতা বিএনপির নেই।’
দিলীপ বড়ুয়া বলেন, তফসিল ঘোষণা হলে অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। তখন বিএনপি না এলে ট্রেন চলে যাবে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, সে হিসেবে ‘নির্বাচনের পূর্বে দাবি দাওয়া নিয়ে মাঠে আন্দোলনে থাকবে এটা স্বাভাবিক। কিন্তু দিন শেষে এমন জায়গায় গিয়ে আন্দোলনে ক্ষান্ত হওয়া উচিত, সাপও না মরে লাঠিও না ভাঙে। তাদের উচিত নির্বাচনে অংশগ্রহণ করা। আর যদি বিএনপি নির্বাচনে না আসে এটি হবে তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য অ্যাডভোকেট দীর্ঘতম বডুয়া ও মিরসরাই উপজেলা সাম্যবাদী দলের যুগ্ম আহ্বায়ক রণজিত বডুয়া প্রমুখ।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
২ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৩ ঘণ্টা আগে