নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে ৭৭০ জন চিকিৎসক করোনা হয়েছেন। এর মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এদেরমধ্যে ১০ ভাগ ছাড়া, বাকিরা সবাই রোগীর সেবাই নিয়োজিত। এমনও অনেক চিকিৎসক আছেন, যারা কয়েকবার আক্রান্ত হয়েও আবারও কাজে ফিরেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের করোনা ইউনিটের একজন চিকিৎসক ডা. প্রত্যাশা মল্লিক। এপ্রিলে যখন করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউ চলছে তখন সরাসরি করোনা রোগীদের সেবা দিয়েছেন তিনি। করোনার থাবা থেকে রেহাই পাননি, মল্লিক ৪ এপ্রিল করোনা আক্রান্ত হন করোনায়। সুস্থ হয়ে আবারও কাজে ফিরেছেন। সেবা দিচ্ছেন করোনা রোগীদের।
শুধু কি প্রত্যাশা মল্লিক নয় চমেকের সার্জারি ওয়ার্ডের রেজিস্ট্রার ডা. মইনুর হোসাইন, সহকারী অধ্যাপক ডা. মো. ইউনুস হারুন চৌধুরীর মতো চট্টগ্রামে এই পর্যন্ত ৭৭০ চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে আবারও কাজে ফিরেছেন। এর মধ্যে-তো ২৮ জন চিকিৎসক মারা গিয়েছেন। তবে আক্রান্ত ও মারা যাওয়া মধ্যে ১০ ভাগ অবসরে যাওয়া চিকিৎসক ছাড়া অন্যরা সবাই রোগীদের সেবা দিচ্ছেন।
চট্টগ্রামে করোনা যুদ্ধের অন্যতম সম্মুখযোদ্ধা হলেন মা ও শিশু হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডা. মাহমুদা সুলতানা আফরোজা। গত বছর ফেব্রুয়ারিতে সাড়ে ৭ মাসের সন্তান জন্ম হয় তাঁর। তাঁর ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ থাকার কারণে শারীরিক অবস্থার অবনতি হলে, যেতে হয় আইসিইউতে। চার দিন আইসিইউতেও ছিলেন।
চমেকের সার্জারি ওয়ার্ডের সহকারী অধ্যাপক ডা. মো. ইউনুস হারুন চৌধুরী বলেন, এপ্রিলে করোনা আক্রান্ত হই। সুস্থ হওয়ার পরপরই আবারও রোগীর সেবায় নেমে যাই। বর্তমানে ভয়াবহ মহামারির মধ্যেও প্রতিদিন রোগীদের সেবা দিচ্ছি।
চমেকের সার্জারি ওয়ার্ডের রেজিস্ট্রার ডা. মইনুর হোসাইন গত বছর করোনা আক্রান্ত হয়ে ১০ দিনের বেশি ছুটি কাটাননি। করোনা নেগেটিভ আসার পরপরই কাজে নেমে পড়েন তিনি।
বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী। করোনা শুরুর পর থেকে তিনি রাঙ্গুনিয়ায় নিজ গ্রামে রোগীর সেবা দিয়ে আসছেন। পাশাপাশি নগরেও সেবা দিচ্ছেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে ৭৭০ জন চিকিৎসক করোনা হয়েছেন। এর মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এদেরমধ্যে ১০ ভাগ ছাড়া, বাকিরা সবাই রোগীর সেবাই নিয়োজিত। এমনও অনেক চিকিৎসক আছেন, যারা কয়েকবার আক্রান্ত হয়েও আবারও কাজে ফিরেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের করোনা ইউনিটের একজন চিকিৎসক ডা. প্রত্যাশা মল্লিক। এপ্রিলে যখন করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউ চলছে তখন সরাসরি করোনা রোগীদের সেবা দিয়েছেন তিনি। করোনার থাবা থেকে রেহাই পাননি, মল্লিক ৪ এপ্রিল করোনা আক্রান্ত হন করোনায়। সুস্থ হয়ে আবারও কাজে ফিরেছেন। সেবা দিচ্ছেন করোনা রোগীদের।
শুধু কি প্রত্যাশা মল্লিক নয় চমেকের সার্জারি ওয়ার্ডের রেজিস্ট্রার ডা. মইনুর হোসাইন, সহকারী অধ্যাপক ডা. মো. ইউনুস হারুন চৌধুরীর মতো চট্টগ্রামে এই পর্যন্ত ৭৭০ চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে আবারও কাজে ফিরেছেন। এর মধ্যে-তো ২৮ জন চিকিৎসক মারা গিয়েছেন। তবে আক্রান্ত ও মারা যাওয়া মধ্যে ১০ ভাগ অবসরে যাওয়া চিকিৎসক ছাড়া অন্যরা সবাই রোগীদের সেবা দিচ্ছেন।
চট্টগ্রামে করোনা যুদ্ধের অন্যতম সম্মুখযোদ্ধা হলেন মা ও শিশু হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডা. মাহমুদা সুলতানা আফরোজা। গত বছর ফেব্রুয়ারিতে সাড়ে ৭ মাসের সন্তান জন্ম হয় তাঁর। তাঁর ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ থাকার কারণে শারীরিক অবস্থার অবনতি হলে, যেতে হয় আইসিইউতে। চার দিন আইসিইউতেও ছিলেন।
চমেকের সার্জারি ওয়ার্ডের সহকারী অধ্যাপক ডা. মো. ইউনুস হারুন চৌধুরী বলেন, এপ্রিলে করোনা আক্রান্ত হই। সুস্থ হওয়ার পরপরই আবারও রোগীর সেবায় নেমে যাই। বর্তমানে ভয়াবহ মহামারির মধ্যেও প্রতিদিন রোগীদের সেবা দিচ্ছি।
চমেকের সার্জারি ওয়ার্ডের রেজিস্ট্রার ডা. মইনুর হোসাইন গত বছর করোনা আক্রান্ত হয়ে ১০ দিনের বেশি ছুটি কাটাননি। করোনা নেগেটিভ আসার পরপরই কাজে নেমে পড়েন তিনি।
বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী। করোনা শুরুর পর থেকে তিনি রাঙ্গুনিয়ায় নিজ গ্রামে রোগীর সেবা দিয়ে আসছেন। পাশাপাশি নগরেও সেবা দিচ্ছেন তিনি।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ট্রাকের চালকের সহকারী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ট্রাকের চালক ওবায়দুর রহমান। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এই ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে