নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে তিন সংস্থার কার্যক্রম নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সভায় তিন সংস্থার প্রতিনিধিদের থেকে কাজের সবশেষ অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তাঁদের উত্তর মন্ত্রীকে সন্তুষ্ট করতে পারেনি।
আজ শনিবার দুপুর ৩টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়ন কার্যক্রম নিয়ে এ সমন্বয় সভা হয়।
সভায় চট্টগ্রামে তিন সংস্থার প্রতিনিধির কাছে চলমান কাজের অগ্রগতি জানতে চান মন্ত্রী তাজুল ইসলাম। তখন কোনো প্রতিনিধি বলেন, কাজের অগ্রগতি নিয়ে বৈঠক হয়েছে। আবার কোনো প্রতিনিধি বলেন, কমিটি হয়েছে।
এই ধরনের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন তাজুল ইসলাম বলেন, ‘এর আগেও অনেকবার সমন্বয় সভায় একই ধরনের কথা শুনেছি। এই ধরনের কথা আর শুনতে চাই না। কাজ কতটুকু হয়েছে, শেষ হয়েছে কি-না তাই বলুন।’
সভায় আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম এবং তিন সংস্থার প্রতিনিধিরা।
চট্টগ্রামের জলাবদ্ধতার প্রকল্পের অগ্রগতি বিষয়ে মন্ত্রী জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, এই প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিভাগীয় তিন সংস্থার মধ্যে সভা আয়োজন করা হয়েছে।
এ সময় মন্ত্রী প্রশ্ন করেন, ‘প্রতি মাসে সভার আয়োজন করতে বলা হয়েছে। নির্দিষ্ট করে বলেন, আপনারা কয়টি সভা আয়োজন করেছেন।’ উত্তরে সংস্থার প্রতিনিধিরা বলেন, ‘এই পর্যন্ত নয়টি সভা আয়োজন করা হয়েছে।’
সমন্বয় সভায় প্রতিনিধিরা বলেন, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দুটি, সিটি করপোরেশনের একটি ও পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প চলমান রয়েছে।
মন্ত্রী সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের অগ্রগতি জানতে চাইলে, প্রকল্পগুলো এখনো আগের অবস্থায় রয়েছে বলে জানান প্রতিনিধিরা।
সেনাবাহিনীর অধীনে থাকা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়ে মন্ত্রী বলেন, ‘আপনাদের প্রতি অনেক অভিযোগ রয়েছে। সেনাবাহিনীর অধীনের প্রকল্পগুলো কাজের নাকি অগ্রগতি নেই। আপনারা নাকি কাজ করেন না।’
এ সময় সেনাবাহিনীর প্রতিনিধিরা বলেন, ‘প্রায় ৩৩টি খালের মধ্যে ১৭টির খনন কাজ শেষ হয়েছে। বাকিগুলোরও কাজ এক বছরের মধ্যে শেষ হবে।’
মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে দোকান ভাড়ার বিষয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। এ সময় মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন দেশের অন্যান্য সিটি করপোরেশনের মতো নয়। তাদের আয়বর্ধক প্রকল্প থেকে আয় আসে। আমাদের তা নেই। সে জন্য দোকান ভাড়া দিয়ে আয় করার চেষ্টা করে চট্টগ্রাম সিটি করপোরেশন।’

চট্টগ্রামে তিন সংস্থার কার্যক্রম নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সভায় তিন সংস্থার প্রতিনিধিদের থেকে কাজের সবশেষ অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তাঁদের উত্তর মন্ত্রীকে সন্তুষ্ট করতে পারেনি।
আজ শনিবার দুপুর ৩টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়ন কার্যক্রম নিয়ে এ সমন্বয় সভা হয়।
সভায় চট্টগ্রামে তিন সংস্থার প্রতিনিধির কাছে চলমান কাজের অগ্রগতি জানতে চান মন্ত্রী তাজুল ইসলাম। তখন কোনো প্রতিনিধি বলেন, কাজের অগ্রগতি নিয়ে বৈঠক হয়েছে। আবার কোনো প্রতিনিধি বলেন, কমিটি হয়েছে।
এই ধরনের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন তাজুল ইসলাম বলেন, ‘এর আগেও অনেকবার সমন্বয় সভায় একই ধরনের কথা শুনেছি। এই ধরনের কথা আর শুনতে চাই না। কাজ কতটুকু হয়েছে, শেষ হয়েছে কি-না তাই বলুন।’
সভায় আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম এবং তিন সংস্থার প্রতিনিধিরা।
চট্টগ্রামের জলাবদ্ধতার প্রকল্পের অগ্রগতি বিষয়ে মন্ত্রী জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, এই প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিভাগীয় তিন সংস্থার মধ্যে সভা আয়োজন করা হয়েছে।
এ সময় মন্ত্রী প্রশ্ন করেন, ‘প্রতি মাসে সভার আয়োজন করতে বলা হয়েছে। নির্দিষ্ট করে বলেন, আপনারা কয়টি সভা আয়োজন করেছেন।’ উত্তরে সংস্থার প্রতিনিধিরা বলেন, ‘এই পর্যন্ত নয়টি সভা আয়োজন করা হয়েছে।’
সমন্বয় সভায় প্রতিনিধিরা বলেন, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দুটি, সিটি করপোরেশনের একটি ও পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প চলমান রয়েছে।
মন্ত্রী সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের অগ্রগতি জানতে চাইলে, প্রকল্পগুলো এখনো আগের অবস্থায় রয়েছে বলে জানান প্রতিনিধিরা।
সেনাবাহিনীর অধীনে থাকা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়ে মন্ত্রী বলেন, ‘আপনাদের প্রতি অনেক অভিযোগ রয়েছে। সেনাবাহিনীর অধীনের প্রকল্পগুলো কাজের নাকি অগ্রগতি নেই। আপনারা নাকি কাজ করেন না।’
এ সময় সেনাবাহিনীর প্রতিনিধিরা বলেন, ‘প্রায় ৩৩টি খালের মধ্যে ১৭টির খনন কাজ শেষ হয়েছে। বাকিগুলোরও কাজ এক বছরের মধ্যে শেষ হবে।’
মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে দোকান ভাড়ার বিষয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। এ সময় মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন দেশের অন্যান্য সিটি করপোরেশনের মতো নয়। তাদের আয়বর্ধক প্রকল্প থেকে আয় আসে। আমাদের তা নেই। সে জন্য দোকান ভাড়া দিয়ে আয় করার চেষ্টা করে চট্টগ্রাম সিটি করপোরেশন।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে