নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে তিন দফা আবেদন শেষে কলেজ পায়নি ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী। এই নিয়ে উৎকণ্ঠা দেখা দিলেও কোনো শিক্ষার্থীর পড়াশোনার ব্যাঘাত হবে না বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা। এ ব্যাপারে আন্তবোর্ড সমন্বয় কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্যমতে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন দফায় মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৭৭। আর ভর্তির জন্য মনোনীত হয়েছে ১ লাখ ১৩ হাজার ৭৫ জন। এখনো ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তি হতে পারেনি। আর এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন। এর মধ্যে ১ লাখ ২০ হাজার ৮৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
কলেজ না পাওয়া শিক্ষার্থী মোহাম্মদ তাহজিবের অভিভাবক মো. রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘এসএসসি পাস করার পর একাদশে ভর্তির জন্য আমার সন্তান বিভিন্ন কলেজে আবেদন করে। এখনো কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি। এ নিয়ে চিন্তায় আছি।’
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত না হলেও সমস্যা নেই। তাদের ব্যাপারে আন্তবোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে। কেউ পড়াশোনার বাইরে থাকবে না। চিন্তার কারণ নেই।’
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা দশটি কলেজের জায়গায় হয়তো কম কলেজ পছন্দক্রম হিসেবে দিয়েছে। মেধাতালিকা অনুযায়ী এসব শিক্ষার্থী যেসব কলেজ পাবে না, তারা সেসব কলেজই পছন্দক্রম হিসেবে দিয়েছে হয়তো। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

চট্টগ্রামে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে তিন দফা আবেদন শেষে কলেজ পায়নি ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী। এই নিয়ে উৎকণ্ঠা দেখা দিলেও কোনো শিক্ষার্থীর পড়াশোনার ব্যাঘাত হবে না বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা। এ ব্যাপারে আন্তবোর্ড সমন্বয় কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্যমতে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন দফায় মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৭৭। আর ভর্তির জন্য মনোনীত হয়েছে ১ লাখ ১৩ হাজার ৭৫ জন। এখনো ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তি হতে পারেনি। আর এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন। এর মধ্যে ১ লাখ ২০ হাজার ৮৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
কলেজ না পাওয়া শিক্ষার্থী মোহাম্মদ তাহজিবের অভিভাবক মো. রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘এসএসসি পাস করার পর একাদশে ভর্তির জন্য আমার সন্তান বিভিন্ন কলেজে আবেদন করে। এখনো কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি। এ নিয়ে চিন্তায় আছি।’
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত না হলেও সমস্যা নেই। তাদের ব্যাপারে আন্তবোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে। কেউ পড়াশোনার বাইরে থাকবে না। চিন্তার কারণ নেই।’
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা দশটি কলেজের জায়গায় হয়তো কম কলেজ পছন্দক্রম হিসেবে দিয়েছে। মেধাতালিকা অনুযায়ী এসব শিক্ষার্থী যেসব কলেজ পাবে না, তারা সেসব কলেজই পছন্দক্রম হিসেবে দিয়েছে হয়তো। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১১ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে