Ajker Patrika

আবারও কর্মবিরতির ঘোষণা রেল শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আবারও কর্মবিরতির ঘোষণা রেল শ্রমিকদের

মাইলেজ দাবিতে আবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। আগামী ৩০ জানুয়ারির মধ্যে অর্থ মন্ত্রণালয় রেলওয়ে কোড ও বিধিবিধান মতে দ্রুত পেনশন কেস নিষ্পত্তিসহ অর্জিত মাইলেজ প্রদান না করলে আগামী ৩১ জানুয়ারি থেকে কাজ না করার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের পাহাড়তলী লোকোশেডের পাশে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন নেতারা।

রেলওয়ের কর্মচারীরা ৩০ দিনের বেশি কাজ করলে বেতন ভাতা পেতেন, অর্থ মন্ত্রণালয়ের সূত্রস্থ ১ নম্বর পত্রের ‘খ’ ধারায় তা বাতিল করা হয়। অন্যদিকে ‘গ’ ধারায় অবসরের পরের সুযোগ-সুবিধাগুলো বাতিল করা হয়। 

এর আগে একই দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার পর থেকে ট্রেন না চালানোর ঘোষণা দিয়েছিল সংগঠনটি। কিন্তু বিকেলে বৈঠক করে ওই সিদ্ধান্ত পরিবর্তন করে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষকে সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নিলে ৩১ জানুয়ারি থেকে কাজ না করার ঘোষণা দেন সংগঠনটির নেতারা। 

এ সম্পর্কে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের দাবিগুলো জানিয়েছি। আগামী ৩০ জানুয়ারির মধ্যে দাবি মেনে না নিলে আগামী ৩১ জানুয়ারি থেকে আমরা কাজ করবো না।’ 

একই এ ঘটনায় রেলওয়ের মহাপরিচালককে ৭ দফা দাবিতে চিঠি দিয়েছে সংগঠনটি। চিঠিতে উল্লেখ করা হয়, রেলওয়ে রানিং কর্মচারীদের মাইলেজ বা রানিং অ্যালাউন্স রেলওয়ের কোড ও বিধিবিধানে পর্ট অব পে হিসেবে গণ্য এবং যুগ যুগ ধরে রেলওয়ে কোড বিধিবিধান মতে রানিং স্টাফগণ তা পেয়ে আসছেন। এ নিয়ে বৃটিশ, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের ৫০ বছরেও কোনো জটিলতা দেখা দেয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত