নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মাইলেজ দাবিতে আবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। আগামী ৩০ জানুয়ারির মধ্যে অর্থ মন্ত্রণালয় রেলওয়ে কোড ও বিধিবিধান মতে দ্রুত পেনশন কেস নিষ্পত্তিসহ অর্জিত মাইলেজ প্রদান না করলে আগামী ৩১ জানুয়ারি থেকে কাজ না করার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের পাহাড়তলী লোকোশেডের পাশে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন নেতারা।
রেলওয়ের কর্মচারীরা ৩০ দিনের বেশি কাজ করলে বেতন ভাতা পেতেন, অর্থ মন্ত্রণালয়ের সূত্রস্থ ১ নম্বর পত্রের ‘খ’ ধারায় তা বাতিল করা হয়। অন্যদিকে ‘গ’ ধারায় অবসরের পরের সুযোগ-সুবিধাগুলো বাতিল করা হয়।
এর আগে একই দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার পর থেকে ট্রেন না চালানোর ঘোষণা দিয়েছিল সংগঠনটি। কিন্তু বিকেলে বৈঠক করে ওই সিদ্ধান্ত পরিবর্তন করে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষকে সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নিলে ৩১ জানুয়ারি থেকে কাজ না করার ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
এ সম্পর্কে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের দাবিগুলো জানিয়েছি। আগামী ৩০ জানুয়ারির মধ্যে দাবি মেনে না নিলে আগামী ৩১ জানুয়ারি থেকে আমরা কাজ করবো না।’
একই এ ঘটনায় রেলওয়ের মহাপরিচালককে ৭ দফা দাবিতে চিঠি দিয়েছে সংগঠনটি। চিঠিতে উল্লেখ করা হয়, রেলওয়ে রানিং কর্মচারীদের মাইলেজ বা রানিং অ্যালাউন্স রেলওয়ের কোড ও বিধিবিধানে পর্ট অব পে হিসেবে গণ্য এবং যুগ যুগ ধরে রেলওয়ে কোড বিধিবিধান মতে রানিং স্টাফগণ তা পেয়ে আসছেন। এ নিয়ে বৃটিশ, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের ৫০ বছরেও কোনো জটিলতা দেখা দেয়নি।

মাইলেজ দাবিতে আবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। আগামী ৩০ জানুয়ারির মধ্যে অর্থ মন্ত্রণালয় রেলওয়ে কোড ও বিধিবিধান মতে দ্রুত পেনশন কেস নিষ্পত্তিসহ অর্জিত মাইলেজ প্রদান না করলে আগামী ৩১ জানুয়ারি থেকে কাজ না করার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের পাহাড়তলী লোকোশেডের পাশে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন নেতারা।
রেলওয়ের কর্মচারীরা ৩০ দিনের বেশি কাজ করলে বেতন ভাতা পেতেন, অর্থ মন্ত্রণালয়ের সূত্রস্থ ১ নম্বর পত্রের ‘খ’ ধারায় তা বাতিল করা হয়। অন্যদিকে ‘গ’ ধারায় অবসরের পরের সুযোগ-সুবিধাগুলো বাতিল করা হয়।
এর আগে একই দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার পর থেকে ট্রেন না চালানোর ঘোষণা দিয়েছিল সংগঠনটি। কিন্তু বিকেলে বৈঠক করে ওই সিদ্ধান্ত পরিবর্তন করে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষকে সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নিলে ৩১ জানুয়ারি থেকে কাজ না করার ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
এ সম্পর্কে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের দাবিগুলো জানিয়েছি। আগামী ৩০ জানুয়ারির মধ্যে দাবি মেনে না নিলে আগামী ৩১ জানুয়ারি থেকে আমরা কাজ করবো না।’
একই এ ঘটনায় রেলওয়ের মহাপরিচালককে ৭ দফা দাবিতে চিঠি দিয়েছে সংগঠনটি। চিঠিতে উল্লেখ করা হয়, রেলওয়ে রানিং কর্মচারীদের মাইলেজ বা রানিং অ্যালাউন্স রেলওয়ের কোড ও বিধিবিধানে পর্ট অব পে হিসেবে গণ্য এবং যুগ যুগ ধরে রেলওয়ে কোড বিধিবিধান মতে রানিং স্টাফগণ তা পেয়ে আসছেন। এ নিয়ে বৃটিশ, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের ৫০ বছরেও কোনো জটিলতা দেখা দেয়নি।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে