কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে ১ হাজার ৩০০ যাত্রী নিয়ে পর্যটকবাহী জাহাজ ১১ ঘণ্টা গভীর সমুদ্রে আটকা পড়েছিল। আটকে থাকার পর ওই জাহাজের যাত্রীদের বার আউলিয়া নামের অপর একটি জাহাজে তুলে আজ বুধবার ভোর ৪টায় ঘাটে পৌঁছানো হয়েছে।
গত মঙ্গলবার বিকেল ৩টায় বে ওয়ান জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিন থেকে যাত্রা শুরু করে। জাহাজটি কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে রাত ৮টায় পৌঁছার কথা ছিল। কিন্তু জাহাজটি গভীর সমুদ্র আটকা পড়ে যায়।
অবশ্যই জাহাজ কর্তৃপক্ষের দাবি, বে ওয়ান জাহাজ মূলত কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচল করে না। গত ১৬ ডিসেম্বর থেকে কর্ণফুলী জাহাজের ত্রুটির কারণে বিশেষ ব্যবস্থায় বে ওয়ানে করে পর্যটক যাতায়াত করছে।
এদিকে দীর্ঘ সময় ধরে জাহাজ সাগরে আটকে থাকার কারণে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পর্যটকদের অভিযোগ, জাহাজ কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা আর অসহযোগিতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। জাহাজে তীব্র খাবার সংকটও দেখা দেয়।
আবদুল কাইয়ুম নামের এক যাত্রী বলেন, ‘জাহাজের মাত্র ১৫ শতাংশ যাত্রীকে খাবার দেওয়া হয়েছে। অন্যরা খাবার পাননি। এমনকি জাহাজে দায়িত্বে থাকা লোকজন চরম অসহযোগিতা করেছেন।’
শহীদুল ইসলাম নামের এক যাত্রী অভিযোগ করেন, ‘উত্তাল সমুদ্রের মধ্যে বারবার বলার পরও জাহাজ কর্তৃপক্ষ লাইফ জ্যাকেট সরবরাহ করেনি। জাহাজে খাবারের দাম রাখা হয়েছে কয়েক গুন।’
আরেক যাত্রী অভিযোগ করেন, ‘সাড়ে ৭ হাজার টাকা দিয়ে তিনি কেবিন নিয়েছিলেন। কিন্তু তাকে খাবারও দেওয়া হয়নি।’
জাহাজটির কক্সবাজার কার্যালয়ের ব্যবস্থাপক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, বে ওয়ান গভীর সমুদ্রে নোঙর থাকে। সেখান থেকে ৫ দিন ধরে যাত্রী ওঠা-নামা করা হচ্ছে। কিন্তু মঙ্গলবার সাগরে বাতাস ও ঢেউয়ের তোড়ে বার আউলিয়া জাহাজটি বেওয়ানের কাছে যেতে পারেনি। এতে যাত্রীদের যথাসময়ে ঘাটে আনা সম্ভব হয়নি।
জাহাজটির যান্ত্রিক ক্রুটির অভিযোগ স্বীকার করে হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, ঝুঁকি নিয়ে যাত্রীদের জাহাজ পরিবর্তন সাগরে অসম্ভব হয়ে যায়। ফলে সাগর শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। জাহাজে অব্যবস্থাপনার অভিযোগ তিনি অস্বীকার করেন।
এদিকে গত শনিবারও একই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিন ভোর ৫টায় পর্যটকেরা সেন্টমার্টিন যাওয়ার জন্য ঘাটে আসেন। পরদিন ভোর ৪টায় ফেরেন। পর্যটকেরা মাত্র ৪৫ মিনিট সেন্টমার্টিনে অবস্থান করার সুযোগ হয়েছিল।

কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে ১ হাজার ৩০০ যাত্রী নিয়ে পর্যটকবাহী জাহাজ ১১ ঘণ্টা গভীর সমুদ্রে আটকা পড়েছিল। আটকে থাকার পর ওই জাহাজের যাত্রীদের বার আউলিয়া নামের অপর একটি জাহাজে তুলে আজ বুধবার ভোর ৪টায় ঘাটে পৌঁছানো হয়েছে।
গত মঙ্গলবার বিকেল ৩টায় বে ওয়ান জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিন থেকে যাত্রা শুরু করে। জাহাজটি কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে রাত ৮টায় পৌঁছার কথা ছিল। কিন্তু জাহাজটি গভীর সমুদ্র আটকা পড়ে যায়।
অবশ্যই জাহাজ কর্তৃপক্ষের দাবি, বে ওয়ান জাহাজ মূলত কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচল করে না। গত ১৬ ডিসেম্বর থেকে কর্ণফুলী জাহাজের ত্রুটির কারণে বিশেষ ব্যবস্থায় বে ওয়ানে করে পর্যটক যাতায়াত করছে।
এদিকে দীর্ঘ সময় ধরে জাহাজ সাগরে আটকে থাকার কারণে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পর্যটকদের অভিযোগ, জাহাজ কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা আর অসহযোগিতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। জাহাজে তীব্র খাবার সংকটও দেখা দেয়।
আবদুল কাইয়ুম নামের এক যাত্রী বলেন, ‘জাহাজের মাত্র ১৫ শতাংশ যাত্রীকে খাবার দেওয়া হয়েছে। অন্যরা খাবার পাননি। এমনকি জাহাজে দায়িত্বে থাকা লোকজন চরম অসহযোগিতা করেছেন।’
শহীদুল ইসলাম নামের এক যাত্রী অভিযোগ করেন, ‘উত্তাল সমুদ্রের মধ্যে বারবার বলার পরও জাহাজ কর্তৃপক্ষ লাইফ জ্যাকেট সরবরাহ করেনি। জাহাজে খাবারের দাম রাখা হয়েছে কয়েক গুন।’
আরেক যাত্রী অভিযোগ করেন, ‘সাড়ে ৭ হাজার টাকা দিয়ে তিনি কেবিন নিয়েছিলেন। কিন্তু তাকে খাবারও দেওয়া হয়নি।’
জাহাজটির কক্সবাজার কার্যালয়ের ব্যবস্থাপক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, বে ওয়ান গভীর সমুদ্রে নোঙর থাকে। সেখান থেকে ৫ দিন ধরে যাত্রী ওঠা-নামা করা হচ্ছে। কিন্তু মঙ্গলবার সাগরে বাতাস ও ঢেউয়ের তোড়ে বার আউলিয়া জাহাজটি বেওয়ানের কাছে যেতে পারেনি। এতে যাত্রীদের যথাসময়ে ঘাটে আনা সম্ভব হয়নি।
জাহাজটির যান্ত্রিক ক্রুটির অভিযোগ স্বীকার করে হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, ঝুঁকি নিয়ে যাত্রীদের জাহাজ পরিবর্তন সাগরে অসম্ভব হয়ে যায়। ফলে সাগর শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। জাহাজে অব্যবস্থাপনার অভিযোগ তিনি অস্বীকার করেন।
এদিকে গত শনিবারও একই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিন ভোর ৫টায় পর্যটকেরা সেন্টমার্টিন যাওয়ার জন্য ঘাটে আসেন। পরদিন ভোর ৪টায় ফেরেন। পর্যটকেরা মাত্র ৪৫ মিনিট সেন্টমার্টিনে অবস্থান করার সুযোগ হয়েছিল।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে