চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শিক্ষা কর্মকর্তা এমরান হোসেনের ওপর হামলার প্রতিবাদে সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষকেরা। আজ বুধবার দুপুরে সোনাইমুড়ী উপজেলা পরিষদের প্রবেশপথে সড়কে বিপুলসংখ্যক শিক্ষক হাতে হাত রেখে মানববন্ধনে অংশ নেন।
এ সময় শিক্ষকেরা হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষা কর্মকর্তার ওপর হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তাঁরা এ ঘটনার বিচার দাবি করেন।
শিক্ষকেরা বলেন, যেখানে একজন সরকারি কর্মকর্তার নিরাপত্তা নেই, সেখানে আমরা শিক্ষকেরা বর্তমানে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছি। তাই অবিলম্বে সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে হামলার বিচার করতে হবে।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সোনাইমুড়ী শাখার সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতি সোনাইমুড়ী শাখার সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন, প্রদান শিক্ষক মিজানুর রহমান কামাল, মতিউর রহমান ও জাফর ইকবাল।
এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠন।
জানা যায়, সোনাইমুড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা এমরান হোসেন গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায় অসুস্থ মাকে দেখতে রওনা দেন। পথে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে একজন অটোরিকশাচালকের নেতৃত্বে ১৫ থেকে ১৬ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত আক্রমণ করে। দুর্বৃত্তরা তাঁর মাথায় আঘাত করাসহ কিল, ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে পিঠে ছুরি মারে। আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেও আক্রমণকারীরা তাঁকে টেনে-হিঁচড়ে তুলে বাজারের অভ্যন্তরে নিয়ে আবারও মারধর করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। শিক্ষা কর্মকর্তার ভাই বাদী হয়ে মামলা করায় তাঁকে সন্ত্রাসী হুমকি দিচ্ছেন।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শিক্ষা কর্মকর্তা এমরান হোসেনের ওপর হামলার প্রতিবাদে সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষকেরা। আজ বুধবার দুপুরে সোনাইমুড়ী উপজেলা পরিষদের প্রবেশপথে সড়কে বিপুলসংখ্যক শিক্ষক হাতে হাত রেখে মানববন্ধনে অংশ নেন।
এ সময় শিক্ষকেরা হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষা কর্মকর্তার ওপর হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তাঁরা এ ঘটনার বিচার দাবি করেন।
শিক্ষকেরা বলেন, যেখানে একজন সরকারি কর্মকর্তার নিরাপত্তা নেই, সেখানে আমরা শিক্ষকেরা বর্তমানে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছি। তাই অবিলম্বে সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে হামলার বিচার করতে হবে।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সোনাইমুড়ী শাখার সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতি সোনাইমুড়ী শাখার সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন, প্রদান শিক্ষক মিজানুর রহমান কামাল, মতিউর রহমান ও জাফর ইকবাল।
এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠন।
জানা যায়, সোনাইমুড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা এমরান হোসেন গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায় অসুস্থ মাকে দেখতে রওনা দেন। পথে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে একজন অটোরিকশাচালকের নেতৃত্বে ১৫ থেকে ১৬ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত আক্রমণ করে। দুর্বৃত্তরা তাঁর মাথায় আঘাত করাসহ কিল, ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে পিঠে ছুরি মারে। আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেও আক্রমণকারীরা তাঁকে টেনে-হিঁচড়ে তুলে বাজারের অভ্যন্তরে নিয়ে আবারও মারধর করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। শিক্ষা কর্মকর্তার ভাই বাদী হয়ে মামলা করায় তাঁকে সন্ত্রাসী হুমকি দিচ্ছেন।

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
২১ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে