Ajker Patrika

মহিউদ্দিন চৌধুরী ছিলেন পুরো চট্টগ্রামের অভিভাবক: চবি উপাচার্য

চবি প্রতিনিধি
মহিউদ্দিন চৌধুরী ছিলেন পুরো চট্টগ্রামের অভিভাবক: চবি উপাচার্য

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করে ছাত্রলীগের উপ-গ্রুপ বিজয়। 

স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী ছিলেন পুরো চট্টগ্রামের অভিভাবক। তাঁর দরজা সব সময় সবার জন্য উন্মুক্ত ছিল। এমন নেতা ক্ষণজন্মা। তাঁর মৃত্যুতে পুরো চট্টগ্রাম অভিভাবক শূন্য হয়ে গেছে।’ 

উপাচার্য আরও বলেন, ‘নীতি-নৈতিকতা এবং আদর্শের সাথে মহিউদ্দিন চৌধুরী কোনো দিন আপস করেননি। যেকোনো দুঃসময়ে চট্টলাবাসী তাঁকে কাছে পেয়েছে। চট্টগ্রামের উন্নয়ন নিয়ে তিনি সর্বদায় সোচ্চার ছিলেন। চট্টগ্রামের মানুষের অধিকার আদায়ের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। মহিউদ্দিন চৌধুরী তার কর্মের কারণে আজীবন বেঁচে থাকবেন চট্টলার মানুষের হৃদয়ে।’ 

স্মরণসভায় সভাপতিত্ব করেন শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ ও যৌথভাবে সঞ্চালনা করেন সাবেক অর্থ সম্পাদক জাহেদুল আউয়াল ও ছাত্রলীগ নেতা সৈয়দ জাহেদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. বেনু কুমার দেসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রুশ পতাকাবাহী ট্যাংকারটি ধরেই ফেলল মার্কিন বাহিনী, আটলান্টিকে টানটান উত্তেজনা

ঘুষের লাখ টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

বাংলাদেশের কাছে পাকিস্তানের ‘থান্ডার’ যুদ্ধবিমান বিক্রির আলোচনা, ভারতে উদ্বেগ কেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত