
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামে কমিউনিটি ক্লিনিকটি কার্যক্রম আজও শুরু করেনি। ২০২২ সালে নাল্লা কমিউনিটি ক্লিনিকের ভার্চুয়ালি উদ্বোধন হলেও এর কার্যক্রম শুরু না হওয়ায় এখানকার হাজারো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, ক্লিনিকটির দরজায় এখনো ঝুলছে তালা, আর ভেতরে অবস্থা বেশ করুণ। বখাটেদের আড্ডা চলছে এখানে, জানালার গ্লাস ভেঙে গেছে, পানির ট্যাংক চুরি হয়ে গেছে এবং শুরুতে বিদ্যুৎ-সংযোগ থাকলেও বর্তমানে তাও নেই। দেয়ালের প্লাস্টার ঝরঝর হয়ে যাচ্ছে এবং দেয়ালে ফাটল ধরেছে। ধুলাবালু ও মাকড়শার জালে ভরে গেছে কক্ষগুলো। এই অবস্থায়, এলাকার মানুষ চিকিৎসাসেবা পেতে প্রয়োজনীয় পদক্ষেপের আশায় সরকারের প্রতি আবেদন জানিয়েছেন।
স্থানীয়রা জানান, কমিউনিটি ক্লিনিকটির নির্মাণকাজ ২০১৮ সালে শেষ হলেও ২০২২ সালে ভার্চুয়ালি এর উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের পরও কার্যক্রম শুরু হয়নি। এতে করে এলাকার মানুষদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে, বয়স্ক, শিশুসহ নানা রোগে আক্রান্ত লোকজনের জন্য স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। এই ক্লিনিকটি কার্যক্রম শুরু না হওয়ার কারণে তাদের চিকিৎসাসেবার জন্য দূরবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে বাধ্য হচ্ছে, যা তাদের জন্য অনেকটাই কষ্টকর।
এলাকার বাসিন্দারা বলছেন, এই এলাকার মানুষরা অনেক দিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। কমিউনিটি ক্লিনিকটি তাদের একমাত্র আশার জায়গা ছিল। তবে এটি উদ্বোধনের চার বছর পরও এর কার্যক্রম শুরু না হওয়ায় তারা হতাশ। তাঁরা আরও বলেন, এখনো পর্যন্ত ক্লিনিকটি চালু না হওয়ায়, স্থানীয়ভাবে জরুরি চিকিৎসা প্রয়োজন এমন কোনো ব্যক্তিকে চিকিৎসা দিতে না পারার কারণে মৃত্যু হতে পারে। এলাকার বাসিন্দারা আশা করছেন, সরকার শিগগিরই এই কমিউনিটি ক্লিনিকটি চালু করবে। এলাকার জনগণের জন্য কমিউনিটি ক্লিনিকটি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে রয়েছে। সরকারের দ্রুত উদ্যোগে এটি সঠিকভাবে চালু হলে, এলাকার মানুষ তাঁদের স্বাস্থ্যসেবা পেতে পারবেন এবং বিপদের সময় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
এ বিষয়ে স্থানীয় দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া বলেন, ‘আমরা অনেকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি, তবে আজও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এলাকার জনগণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। আমরা চাই, দ্রুত এ ক্লিনিকটি চালু হোক, যাতে এলাকার মানুষ সঠিক চিকিৎসাসেবা পেতে পারেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, ‘কমিউনিটি ক্লিনিকটি চালু করতে বেশ কিছু প্রশাসনিক জটিলতা ছিল। তবে আমরা দ্রুত এ ক্লিনিকটি সচল করার জন্য পদক্ষেপ নিচ্ছি। আশা করছি, শিগগিরই এ ক্লিনিকটি পূর্ণরূপে চালু হয়ে এলাকার জনগণকে সেবা দিতে সক্ষম হবে।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৮ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে