Ajker Patrika

চট্টগ্রামে দ্বিতীয় ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত, বসছে মেডিকেল বোর্ড 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে দ্বিতীয় ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত, বসছে মেডিকেল বোর্ড 

চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরেক রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তির বয়স ৪৮ বছর। তিনি পেশায় একজন পরিবহন ব্যবসায়ী বলে জানান চিকিৎসকেরা।

৬ আগস্ট ৪৮ বছর বয়স্ক ওই পুরুষ রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাঁর আগের দিন পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, আক্রান্ত রোগী দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার। তিনি বর্তমানে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন।

এস এম হুমায়ুন কবীর আরও বলেন, আমরা তাঁকে নিয়ে সোমবার চিকিৎসকদের একটি বোর্ড মিটিংয়ে বসছি। মিটিংয়ে তাঁর শারীরিক অবস্থা এবং চিকিৎসার বিষয়টি আলোচনা হবে। এরপর আমরা সম্মিলিত সিদ্ধান্ত অনুসারে চিকিৎসা শুরু করব।

হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সুযত পাল জানান, তিনি দুই ডোজ করোনার টিকা নিয়েও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা আছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

এর আগে গত ২৮ জুলাই চমেক হাসপাতালে চট্টগ্রামে প্রথম এক নারী রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। তাঁর বাড়ি পটিয়ায়। এ নিয়ে দুজনের শরীরে রোগটি ধরা পড়ল।

এ রোগের চিকিৎসা ব্যয়বহুল তবে চমেক হাসপাতালে চিকিৎসাধীন প্রথম রোগীর জটিল অপারেশন সোমবার হওয়ার কথা রয়েছে বলে জানান চিকিৎসকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত