
চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত সাত বছরের শিশু আরাধ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে আরাধ্যকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এর আগে সে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন।
তিনি বলেন, শিশুটির অবস্থা অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
চিকিৎসকেরা জানান, শিশু আরাধ্যের মাথায় আঘাত লেগেছে। শরীরের অন্যান্য স্থানেও জখম হয়েছে। মাঝেমধ্যে তার জ্ঞান ফিরলেও অবস্থা এখনো আশঙ্কাজনক। ঢাকার স্কয়ার হাসপাতালের মালিক আরাধ্যের চিকিৎসা ব্যয়ভার বহন করছেন।
এর আগে ২ এপ্রিল সকাল ৭টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী বাস ও কক্সবাজারমুখী মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে ও হাসপাতালে মারা যান ১০ জন। এই ঘটনায় শিশু আরাধ্যসহ আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই চমেক হাসপাতালে আনা হয়।
আজ ১৮ বছর বয়সী তরুণী তাসনিয়া ইসলাম প্রেমা নামে আহতদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। ওই দুর্ঘটনায় শিশু আরাধ্য ও আজ মারা যাওয়া প্রেমা দুজনই পরিবারের সব সদস্যকে হারিয়েছেন।
দুর্ঘটনায় দুটি পরিবারের সব সদস্যই অকালে মৃত্যুবরণ করায় শোকে বাকরুদ্ধ চট্টগ্রামবাসী।
পুলিশ জানায়, নিহতরা ঈদের ছুটিতে দুটি মাইক্রোবাসে করে কক্সবাজার ভ্রমণের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৩ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩ ঘণ্টা আগে