নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া জামালপুর অভিমুখী বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ৫ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। একটি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। বাকিগুলো ২ থেকে ৩ ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে।
আজ রোববার দুপুর ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর রেলওয়ে স্টেশনের আগে ঢালুয়া ইউনিয়নের তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ওই ট্রেনের ১৪টি বগির মধ্যে ৯টি বগি উল্টে গেছে। এই ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। পরে, দুটি উদ্ধারকারী ট্রেন উদ্ধার কার্যক্রম চালায়। সন্ধ্যা ৭টার দিকে একটি রেললাইন ক্লিয়ার করার পর চট্টগ্রাম থেকে সোনার বাংলা, কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ও মেঘনা এক্সপ্রেস ট্রেন সাড়ে ৭টায় ছেড়ে যায়। একই সঙ্গে ঢাকাগামী ৭০৩ মহানগর গোধূলি এক্সপ্রেস এবং ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ৭৪২ তূর্ণা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে ৷ এই সব ট্রেনের টাকাও যাত্রীদের ফেরত দিয়েছে রেলওয়ে।
তবে এখনো দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করা যায়নি। ওই রুটে একটি লাইন ক্লিয়ার করে ট্রেনগুলো চালানো হচ্ছে। ছেড়ে যাওয়া ট্রেনগুলো ধীর গতিতে চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে চট্টগ্রাম থেকে যাওয়া ট্রেনগুলো নির্ধারিত ৬ ঘণ্টার চেয়ে বেশি সময়ে ঢাকায় পৌঁছবে।
রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি রাত ১১ টায়ও উদ্ধার করা যায়নি। আমরা ডাবল লাইনের মধ্যে একটি লাইন ক্লিয়ার করেছি। ওই লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেছি।
দুর্ঘটনার ফলে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষায় থাকা শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। অনেকে বিকল্প উপায়ে ঢাকায় গেছেন।
উল্লেখ্য, বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম-জামালপুর রুটে চলাচলকারী প্রথম আন্তনগর ট্রেন। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে জামালপুর পর্যন্ত বাড়ানোর আগে এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলছিল।

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া জামালপুর অভিমুখী বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ৫ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। একটি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। বাকিগুলো ২ থেকে ৩ ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে।
আজ রোববার দুপুর ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর রেলওয়ে স্টেশনের আগে ঢালুয়া ইউনিয়নের তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ওই ট্রেনের ১৪টি বগির মধ্যে ৯টি বগি উল্টে গেছে। এই ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। পরে, দুটি উদ্ধারকারী ট্রেন উদ্ধার কার্যক্রম চালায়। সন্ধ্যা ৭টার দিকে একটি রেললাইন ক্লিয়ার করার পর চট্টগ্রাম থেকে সোনার বাংলা, কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ও মেঘনা এক্সপ্রেস ট্রেন সাড়ে ৭টায় ছেড়ে যায়। একই সঙ্গে ঢাকাগামী ৭০৩ মহানগর গোধূলি এক্সপ্রেস এবং ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ৭৪২ তূর্ণা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে ৷ এই সব ট্রেনের টাকাও যাত্রীদের ফেরত দিয়েছে রেলওয়ে।
তবে এখনো দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করা যায়নি। ওই রুটে একটি লাইন ক্লিয়ার করে ট্রেনগুলো চালানো হচ্ছে। ছেড়ে যাওয়া ট্রেনগুলো ধীর গতিতে চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে চট্টগ্রাম থেকে যাওয়া ট্রেনগুলো নির্ধারিত ৬ ঘণ্টার চেয়ে বেশি সময়ে ঢাকায় পৌঁছবে।
রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি রাত ১১ টায়ও উদ্ধার করা যায়নি। আমরা ডাবল লাইনের মধ্যে একটি লাইন ক্লিয়ার করেছি। ওই লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেছি।
দুর্ঘটনার ফলে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষায় থাকা শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। অনেকে বিকল্প উপায়ে ঢাকায় গেছেন।
উল্লেখ্য, বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম-জামালপুর রুটে চলাচলকারী প্রথম আন্তনগর ট্রেন। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে জামালপুর পর্যন্ত বাড়ানোর আগে এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলছিল।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
১৯ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে