Ajker Patrika

৬ বছর ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে হার মানলেন চবির সাইমুম

চবি প্রতিনিধি
৬ বছর ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে হার মানলেন চবির সাইমুম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাইমুম ইফতেখার মারা গেছেন। সাইমুম দীর্ঘ ৬ বছর ধরে হাঁটু ও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক সাতটার দিকে নিজ বাড়িতে মারা যান সাইমুম। নগরীর টাইগার পাস মোড়ের মামা-ভাগিনা মসজিদে জোহরের নামাজের পর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সাতকানিয়ায় তাঁর গ্রামের বাড়িতে আসরের নামাজের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

২০১৬ সালে সাইমুমের প্রথম ক্যানসার ধরা পড়ে। হাঁটুতে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম অঙ্গ ব্যবহার করে চলাচল করে আসছিলেন সাইমুম। সেই থেকে প্রতি বছর দুই বার ভারতে চিকিৎসার জন্য দীর্ঘদিন অবস্থান করেও ফিরে এসেও একাডেমিক ফলাফলে মেধার সাক্ষর রাখেন তিনি। স্নাতকে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অধিকার করেন। স্বপ্ন ছিল দেশের বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার।

৫ বছর হাঁটুর ক্যানসারের সঙ্গে লড়াই করে যখন প্রায় জিতে গিয়েছিলেন সাইমুম তখনই ধরা পরে মরণব্যাধি ফুসফুসের ক্যানসার। করোনা মহামারির কারণে লকডাউন থাকায় সঠিক সময়ে ভারতে যাওয়া যায়নি। নেওয়া হয়নি চিকিৎসা। পরে যখন সাইমুম চিকিৎসার জন্য ভারতে যান তত দিনে ক্যানসার ডালপালা মেলেছে ফুসফুসের বিরাট অংশজুড়ে, কেটে ফেলতে হয় একটি অংশ। তবুও আত্মবিশ্বাসী সাইমুম বেঁচে থাকার স্বপ্ন দেখতেন।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী আজকের পত্রিকাকে বলেন, ‘সাইমুম ইফতেখার শ্যামলবরণ ছিপছিপে তরুণ। শাটল ট্রেন, ঝুপড়ি, ক্লাসরুমে ক্লান্তিহীন ‍বিচরণ ছিল তাঁর। কখনো পাঞ্জাবি, কখনো টিশার্টে দেখা যেতো তাঁকে। সিনেমা, কবিতা, গল্প, রাজনীতি সবকিছুতেই ছিল জবরদস্ত বোঝাপড়া। চোস্ত হিন্দি-ইংরেজি-বাংলা-উর্দু মিলিয়ে তুবড়ি ছোটানো সাইমুম ছিল আড্ডার মধ্যমণি। নিজ বিভাগের পড়ালেখায় তো বটেই, সমকালীন সমাজভাবনায়ও বেশ সপ্রতিভ এক শিক্ষার্থী। এত সব গুণে গুণান্বিত সাইমুমকে এত দ্রুত হারিয়ে ফেলব, তা কখনো কল্পনাও করতে পারিনি আমরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত