চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাইমুম ইফতেখার মারা গেছেন। সাইমুম দীর্ঘ ৬ বছর ধরে হাঁটু ও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক সাতটার দিকে নিজ বাড়িতে মারা যান সাইমুম। নগরীর টাইগার পাস মোড়ের মামা-ভাগিনা মসজিদে জোহরের নামাজের পর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সাতকানিয়ায় তাঁর গ্রামের বাড়িতে আসরের নামাজের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
২০১৬ সালে সাইমুমের প্রথম ক্যানসার ধরা পড়ে। হাঁটুতে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম অঙ্গ ব্যবহার করে চলাচল করে আসছিলেন সাইমুম। সেই থেকে প্রতি বছর দুই বার ভারতে চিকিৎসার জন্য দীর্ঘদিন অবস্থান করেও ফিরে এসেও একাডেমিক ফলাফলে মেধার সাক্ষর রাখেন তিনি। স্নাতকে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অধিকার করেন। স্বপ্ন ছিল দেশের বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার।
৫ বছর হাঁটুর ক্যানসারের সঙ্গে লড়াই করে যখন প্রায় জিতে গিয়েছিলেন সাইমুম তখনই ধরা পরে মরণব্যাধি ফুসফুসের ক্যানসার। করোনা মহামারির কারণে লকডাউন থাকায় সঠিক সময়ে ভারতে যাওয়া যায়নি। নেওয়া হয়নি চিকিৎসা। পরে যখন সাইমুম চিকিৎসার জন্য ভারতে যান তত দিনে ক্যানসার ডালপালা মেলেছে ফুসফুসের বিরাট অংশজুড়ে, কেটে ফেলতে হয় একটি অংশ। তবুও আত্মবিশ্বাসী সাইমুম বেঁচে থাকার স্বপ্ন দেখতেন।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী আজকের পত্রিকাকে বলেন, ‘সাইমুম ইফতেখার শ্যামলবরণ ছিপছিপে তরুণ। শাটল ট্রেন, ঝুপড়ি, ক্লাসরুমে ক্লান্তিহীন বিচরণ ছিল তাঁর। কখনো পাঞ্জাবি, কখনো টিশার্টে দেখা যেতো তাঁকে। সিনেমা, কবিতা, গল্প, রাজনীতি সবকিছুতেই ছিল জবরদস্ত বোঝাপড়া। চোস্ত হিন্দি-ইংরেজি-বাংলা-উর্দু মিলিয়ে তুবড়ি ছোটানো সাইমুম ছিল আড্ডার মধ্যমণি। নিজ বিভাগের পড়ালেখায় তো বটেই, সমকালীন সমাজভাবনায়ও বেশ সপ্রতিভ এক শিক্ষার্থী। এত সব গুণে গুণান্বিত সাইমুমকে এত দ্রুত হারিয়ে ফেলব, তা কখনো কল্পনাও করতে পারিনি আমরা।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাইমুম ইফতেখার মারা গেছেন। সাইমুম দীর্ঘ ৬ বছর ধরে হাঁটু ও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক সাতটার দিকে নিজ বাড়িতে মারা যান সাইমুম। নগরীর টাইগার পাস মোড়ের মামা-ভাগিনা মসজিদে জোহরের নামাজের পর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সাতকানিয়ায় তাঁর গ্রামের বাড়িতে আসরের নামাজের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
২০১৬ সালে সাইমুমের প্রথম ক্যানসার ধরা পড়ে। হাঁটুতে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম অঙ্গ ব্যবহার করে চলাচল করে আসছিলেন সাইমুম। সেই থেকে প্রতি বছর দুই বার ভারতে চিকিৎসার জন্য দীর্ঘদিন অবস্থান করেও ফিরে এসেও একাডেমিক ফলাফলে মেধার সাক্ষর রাখেন তিনি। স্নাতকে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অধিকার করেন। স্বপ্ন ছিল দেশের বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার।
৫ বছর হাঁটুর ক্যানসারের সঙ্গে লড়াই করে যখন প্রায় জিতে গিয়েছিলেন সাইমুম তখনই ধরা পরে মরণব্যাধি ফুসফুসের ক্যানসার। করোনা মহামারির কারণে লকডাউন থাকায় সঠিক সময়ে ভারতে যাওয়া যায়নি। নেওয়া হয়নি চিকিৎসা। পরে যখন সাইমুম চিকিৎসার জন্য ভারতে যান তত দিনে ক্যানসার ডালপালা মেলেছে ফুসফুসের বিরাট অংশজুড়ে, কেটে ফেলতে হয় একটি অংশ। তবুও আত্মবিশ্বাসী সাইমুম বেঁচে থাকার স্বপ্ন দেখতেন।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী আজকের পত্রিকাকে বলেন, ‘সাইমুম ইফতেখার শ্যামলবরণ ছিপছিপে তরুণ। শাটল ট্রেন, ঝুপড়ি, ক্লাসরুমে ক্লান্তিহীন বিচরণ ছিল তাঁর। কখনো পাঞ্জাবি, কখনো টিশার্টে দেখা যেতো তাঁকে। সিনেমা, কবিতা, গল্প, রাজনীতি সবকিছুতেই ছিল জবরদস্ত বোঝাপড়া। চোস্ত হিন্দি-ইংরেজি-বাংলা-উর্দু মিলিয়ে তুবড়ি ছোটানো সাইমুম ছিল আড্ডার মধ্যমণি। নিজ বিভাগের পড়ালেখায় তো বটেই, সমকালীন সমাজভাবনায়ও বেশ সপ্রতিভ এক শিক্ষার্থী। এত সব গুণে গুণান্বিত সাইমুমকে এত দ্রুত হারিয়ে ফেলব, তা কখনো কল্পনাও করতে পারিনি আমরা।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে