রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড . হাছান মাহমুদ বলেছেন, ‘এখনো টেলিভিশন চ্যানেল আছে বলে বিএনপির অস্তিত্ব দেখা যাচ্ছে। টেলিভিশন চ্যানেল না থাকলে বিএনপির অস্তিত্বই থাকত না।’
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘যখন পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়, তখন বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছে, গুজব ছড়িয়েছে। পদ্মা সেতুর সকল কাজ প্রায় শেষ, শুধু উদ্বোধনের অপেক্ষা। করোনাকালীন যখন করোনার টিকা দেওয়া শুরু করেছে সরকার, তখনো তারা বিভ্রান্তি ছড়িয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীর ১৩০টা দেশ যখন করোনার টিকা দেওয়া শুরু করতে পারেনি, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। সরকার করোনা যেভাবে মোকাবিলা করেছে, এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসা করেছে, জাতিসংঘ প্রশংসা করেছে, বিশ্ব নেতৃবৃন্দ প্রশংসা করেছে। কিন্তু বিএনপি প্রশংসা না করে উল্টো বিভ্রান্তি ছড়িয়েছে। অন্যদিকে দেখা গেছে, বিভ্রান্তি ছড়িয়ে বিএনপির নেতৃবৃন্দ টিকা নিতে লাইনে দাঁড়িয়েছেন। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর যখন কিছু পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, তখনো সারা দেশে বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছে। অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের তারা উৎসাহ দিয়েছে, যাতে পণ্য মজুত করে রাখে এবং পণ্যের মূল্য বৃদ্ধি করে। বিএনপির কাজ কেবল বিভ্রান্তি ছড়ানো।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জহির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম চিশতি, পৌরসভা মেয়র শাহাজাহান সিকদার, গিয়াস উদ্দিন খান স্বপন, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার প্রমুখ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড . হাছান মাহমুদ বলেছেন, ‘এখনো টেলিভিশন চ্যানেল আছে বলে বিএনপির অস্তিত্ব দেখা যাচ্ছে। টেলিভিশন চ্যানেল না থাকলে বিএনপির অস্তিত্বই থাকত না।’
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘যখন পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়, তখন বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছে, গুজব ছড়িয়েছে। পদ্মা সেতুর সকল কাজ প্রায় শেষ, শুধু উদ্বোধনের অপেক্ষা। করোনাকালীন যখন করোনার টিকা দেওয়া শুরু করেছে সরকার, তখনো তারা বিভ্রান্তি ছড়িয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীর ১৩০টা দেশ যখন করোনার টিকা দেওয়া শুরু করতে পারেনি, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। সরকার করোনা যেভাবে মোকাবিলা করেছে, এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসা করেছে, জাতিসংঘ প্রশংসা করেছে, বিশ্ব নেতৃবৃন্দ প্রশংসা করেছে। কিন্তু বিএনপি প্রশংসা না করে উল্টো বিভ্রান্তি ছড়িয়েছে। অন্যদিকে দেখা গেছে, বিভ্রান্তি ছড়িয়ে বিএনপির নেতৃবৃন্দ টিকা নিতে লাইনে দাঁড়িয়েছেন। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর যখন কিছু পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, তখনো সারা দেশে বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছে। অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের তারা উৎসাহ দিয়েছে, যাতে পণ্য মজুত করে রাখে এবং পণ্যের মূল্য বৃদ্ধি করে। বিএনপির কাজ কেবল বিভ্রান্তি ছড়ানো।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জহির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম চিশতি, পৌরসভা মেয়র শাহাজাহান সিকদার, গিয়াস উদ্দিন খান স্বপন, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে