চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় এক কলেজছাত্রকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মুবিনুল ইসলাম বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে বলে জানা গেছে। মামলায় পুলিশ কর্মকর্তা মুবিনুলসহ তাঁর বাবা, ভাই ও চাচাকে আসামি করা হয়েছে।
আদালতের বিচারক মো. জাহেদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলমকে নির্দেশ দিয়েছেন। আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মিফতাহ্ উদ্দিন আহমদ। আজ রোববার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন লক্ষ্যারচর ইউনিয়নের উত্তর লক্ষ্যারচর মণ্ডলপাড়ার হাবিবুর রহমান। মামলার অপর আসামিরা হলেন—এসআই মুবিনুল ইসলামের ছোট ভাই মো. রনি (২০), বাবা নুরুল আমিন সওদাগর (৫৫) ও তাঁর চাচা আবদুল হক (৩৬)।
মামলার এজাহারের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মামলার প্রধান আসামি মো. রনির সঙ্গে বাদীর ছোট ভাই কক্সবাজার সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমানের খেলাধুলার বিষয়কে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। পরে ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়। ওই দিন রাত ৯টার দিকে হাবিবুর রহমান ও তাঁর ছোট ভাই মোস্তাফিজুর রহমান চিরিংগা পৌরশহরে যাচ্ছিলেন। এ সময় এসআই মুবিনুল ইসলামসহ তাঁর ছোট ভাই, বাবা ও চাচা মিলে লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট বাজারের মোটরসাইকেল গতিরোধ করে। এ সময় মুবিনুল নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে হাতুড়ি দিয়ে মোস্তাফিজুর রহমানকে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে চোয়ালের একটি দাঁত পড়ে যায়। আরও তিনটি দাঁত গুরুতর জখম হয়। গলায় শ্বাসরোধ করে অন্য আসামিরা তাঁকে হত্যার চেষ্টা করে। নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। আসামিদের হাতে থাকা লোহা রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি জখম করা হয়। স্থানীয় লোকজন মোস্তাফিজুর রহমানকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।
অভিযোগের বিষয়ে জানতে হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মুবিনুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
এদিকে এসআই মুবিনুল ইসলাম এদিন কোথায় ছিলেন, ছুটিতে ছিলেন কীনা জানতে চাইলে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, ‘৪ আগস্ট এসআই মুবিনুল ইসলাম ছুটিতে ছিলেন না। বিস্তারিত আমার খবর নিয়ে জানতে হবে।’
এ বিষয়ে চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম বলেন, ‘আদালত থেকে এই রকম কোনো নির্দেশনা পায়নি। আদালতের নির্দেশ পেলে এ ব্যাপারে তদন্ত শেষে করে প্রতিবেদন দেওয়া হবে।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (পশ্চিম) মো. আবদুল ওয়ারীশ বলেন, ‘ছুটি না নিয়ে স্টেশন ত্যাগ করা বিভাগীয় অপরাধ। ঘটনার দিন তিনি কোথায় ছিলেন তা তদন্ত করে বের করা হবে। চকরিয়া গিয়ে ফৌজদারি অপরাধে মামলা হলে আইন অনুযায়ী বিচার করবে আদালত। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজারের চকরিয়ায় এক কলেজছাত্রকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মুবিনুল ইসলাম বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে বলে জানা গেছে। মামলায় পুলিশ কর্মকর্তা মুবিনুলসহ তাঁর বাবা, ভাই ও চাচাকে আসামি করা হয়েছে।
আদালতের বিচারক মো. জাহেদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলমকে নির্দেশ দিয়েছেন। আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মিফতাহ্ উদ্দিন আহমদ। আজ রোববার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন লক্ষ্যারচর ইউনিয়নের উত্তর লক্ষ্যারচর মণ্ডলপাড়ার হাবিবুর রহমান। মামলার অপর আসামিরা হলেন—এসআই মুবিনুল ইসলামের ছোট ভাই মো. রনি (২০), বাবা নুরুল আমিন সওদাগর (৫৫) ও তাঁর চাচা আবদুল হক (৩৬)।
মামলার এজাহারের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মামলার প্রধান আসামি মো. রনির সঙ্গে বাদীর ছোট ভাই কক্সবাজার সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমানের খেলাধুলার বিষয়কে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। পরে ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়। ওই দিন রাত ৯টার দিকে হাবিবুর রহমান ও তাঁর ছোট ভাই মোস্তাফিজুর রহমান চিরিংগা পৌরশহরে যাচ্ছিলেন। এ সময় এসআই মুবিনুল ইসলামসহ তাঁর ছোট ভাই, বাবা ও চাচা মিলে লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট বাজারের মোটরসাইকেল গতিরোধ করে। এ সময় মুবিনুল নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে হাতুড়ি দিয়ে মোস্তাফিজুর রহমানকে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে চোয়ালের একটি দাঁত পড়ে যায়। আরও তিনটি দাঁত গুরুতর জখম হয়। গলায় শ্বাসরোধ করে অন্য আসামিরা তাঁকে হত্যার চেষ্টা করে। নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। আসামিদের হাতে থাকা লোহা রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি জখম করা হয়। স্থানীয় লোকজন মোস্তাফিজুর রহমানকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।
অভিযোগের বিষয়ে জানতে হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মুবিনুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
এদিকে এসআই মুবিনুল ইসলাম এদিন কোথায় ছিলেন, ছুটিতে ছিলেন কীনা জানতে চাইলে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, ‘৪ আগস্ট এসআই মুবিনুল ইসলাম ছুটিতে ছিলেন না। বিস্তারিত আমার খবর নিয়ে জানতে হবে।’
এ বিষয়ে চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম বলেন, ‘আদালত থেকে এই রকম কোনো নির্দেশনা পায়নি। আদালতের নির্দেশ পেলে এ ব্যাপারে তদন্ত শেষে করে প্রতিবেদন দেওয়া হবে।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (পশ্চিম) মো. আবদুল ওয়ারীশ বলেন, ‘ছুটি না নিয়ে স্টেশন ত্যাগ করা বিভাগীয় অপরাধ। ঘটনার দিন তিনি কোথায় ছিলেন তা তদন্ত করে বের করা হবে। চকরিয়া গিয়ে ফৌজদারি অপরাধে মামলা হলে আইন অনুযায়ী বিচার করবে আদালত। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার ময়নামতি রেলস্টেশন এলাকায় চলন্ত সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি ময়নামতি স্টেশনের আউটার অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
ঝালকাঠির নলছিটি উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে মোট ১১ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কয়েকটি ইটভাটার কিলন ও চিমনি ভেঙে দেওয়া হয়, দুটি ইটভাটার স মিল গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।
২৮ মিনিট আগে
পতেঙ্গার গুপ্তখাল এলাকায় অবস্থিত স্ক্যাডা (নিয়ন্ত্রণ) সেন্টারে চাপের অস্বাভাবিকতা ধরা পড়লে বিষয়টি নজরে আসে। পরে জানা যায়, মহাসড়কের পাশে প্রায় ১২ ফুট মাটির নিচে স্থাপিত পাইপলাইনে ছিদ্র করে তেল চুরির চেষ্টা চালানো হচ্ছিল।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ফুলবাড়ী পৌরসভার পশ্চিম গৌরীপাড়া বউবাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে