
সুবিধাবঞ্চিত সাড়ে ৩ হাজারেরও বেশি রোহিঙ্গা পরিবারের সাহায্যের জন্য রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য পোস্ট ক্যাম্প চালু করেছে হোপ’ ৮৭ বাংলাদেশ। সম্প্রতি কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই স্বাস্থ্য ক্যাম্প চালু করেছে প্রতিষ্ঠানটি।
জেডএফ হিলফট এবং ইউ ফাউন্ডেশন, হোপ’ ৮৭ বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে দাতা সংস্থা হিসেবে কাজ করছে।
প্রায় ১ হাজার জন কমিউনিটি সদস্যদের সঙ্গে হোপ’ ৮৭ বাংলাদেশ তাদের স্বাস্থ্য পোস্টে রোহিঙ্গা পরিবারের স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা দিচ্ছে। স্বাস্থ্য পোস্টে যে সুবিধাগুলো প্রদান করা হচ্ছে তা হল-বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ, পরিবার পরিকল্পনার পরামর্শ, শিশুর যত্ন, গর্ভাবস্থা, স্বাস্থ্যবিধি, পুষ্টি, বুকের দুধ খাওয়ানো ইত্যাদি।
এ ছাড়া হোপ’ ৮৭ কমিউনিটি টিম প্রতিদিন ডাক্তারদের দ্বারা রোহিঙ্গা পরিবারদের ভিজিট প্রদান করছে। অসংক্রামক রোগের চিকিৎসা সুবিধাও রয়েছে স্বাস্থ্য পোস্টে।
হোপ’ ৮৭ বাংলাদেশের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার এস এম নাজমুস সাকিব এবং যুব প্রতিনিধি ফায়েদ করিম কক্সবাজারের উখিয়ায় হেলথ পোস্ট পরিদর্শন করেছেন। একজন স্বাস্থ্যকর্মী রোহিঙ্গা ক্যাম্পের কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করেছেন এবং বলেছেন যে, ‘রোহিঙ্গা জনগণ অনেক বিষয়ে কুসংস্কারাচ্ছন্ন এবং ইতিবাচক পরিবর্তনগুলি গ্রহণ করতে ইচ্ছুক নয়। হেলথ পোস্ট ক্যাম্পে সুবিধাবঞ্চিত পরিবারগুলো স্বাস্থ্য সুবিধা পাচ্ছে।’
হোপ’ ৮৭ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মো. রেজাউল করিম রোহিঙ্গা ক্যাম্প সম্পর্কে বলেন, ‘আমরা আমাদের দাতা সংস্থাগুলোর সহযোগিতায় তাদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কার্যকর কাউন্সেলিং সেশন প্রদানের লক্ষ্যে কাজ করছি। যাতে তারা সকল কুসংস্কার দূর করে পরিবার পরিকল্পনা সম্পর্কে অবগত হয়।’

সুবিধাবঞ্চিত সাড়ে ৩ হাজারেরও বেশি রোহিঙ্গা পরিবারের সাহায্যের জন্য রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য পোস্ট ক্যাম্প চালু করেছে হোপ’ ৮৭ বাংলাদেশ। সম্প্রতি কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই স্বাস্থ্য ক্যাম্প চালু করেছে প্রতিষ্ঠানটি।
জেডএফ হিলফট এবং ইউ ফাউন্ডেশন, হোপ’ ৮৭ বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে দাতা সংস্থা হিসেবে কাজ করছে।
প্রায় ১ হাজার জন কমিউনিটি সদস্যদের সঙ্গে হোপ’ ৮৭ বাংলাদেশ তাদের স্বাস্থ্য পোস্টে রোহিঙ্গা পরিবারের স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা দিচ্ছে। স্বাস্থ্য পোস্টে যে সুবিধাগুলো প্রদান করা হচ্ছে তা হল-বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ, পরিবার পরিকল্পনার পরামর্শ, শিশুর যত্ন, গর্ভাবস্থা, স্বাস্থ্যবিধি, পুষ্টি, বুকের দুধ খাওয়ানো ইত্যাদি।
এ ছাড়া হোপ’ ৮৭ কমিউনিটি টিম প্রতিদিন ডাক্তারদের দ্বারা রোহিঙ্গা পরিবারদের ভিজিট প্রদান করছে। অসংক্রামক রোগের চিকিৎসা সুবিধাও রয়েছে স্বাস্থ্য পোস্টে।
হোপ’ ৮৭ বাংলাদেশের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার এস এম নাজমুস সাকিব এবং যুব প্রতিনিধি ফায়েদ করিম কক্সবাজারের উখিয়ায় হেলথ পোস্ট পরিদর্শন করেছেন। একজন স্বাস্থ্যকর্মী রোহিঙ্গা ক্যাম্পের কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করেছেন এবং বলেছেন যে, ‘রোহিঙ্গা জনগণ অনেক বিষয়ে কুসংস্কারাচ্ছন্ন এবং ইতিবাচক পরিবর্তনগুলি গ্রহণ করতে ইচ্ছুক নয়। হেলথ পোস্ট ক্যাম্পে সুবিধাবঞ্চিত পরিবারগুলো স্বাস্থ্য সুবিধা পাচ্ছে।’
হোপ’ ৮৭ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মো. রেজাউল করিম রোহিঙ্গা ক্যাম্প সম্পর্কে বলেন, ‘আমরা আমাদের দাতা সংস্থাগুলোর সহযোগিতায় তাদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কার্যকর কাউন্সেলিং সেশন প্রদানের লক্ষ্যে কাজ করছি। যাতে তারা সকল কুসংস্কার দূর করে পরিবার পরিকল্পনা সম্পর্কে অবগত হয়।’

রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
৩ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
৫ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
৩৯ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১ ঘণ্টা আগে