প্রতিনিধি, সন্দীপ (চট্টগ্রাম)

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে ইউপি সদস্য পদে অংশ নিতে প্রার্থীর বয়স নির্ধারণ করা হয়েছে ২৫ বছর। সন্দ্বীপ উপজেলার এক ইউপি সদস্য প্রার্থীর ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেছে। আইন অমান্য করে ২৩ বছর বয়সের এক প্রার্থীকে বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দ দিয়েছেন দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন স্থগিত হওয়ার কারণে সেই প্রার্থী ভোটে অংশ নিতে পারেনি। তবে ভোটের আশায় প্রার্থীদের দ্বারেদ্বারে ঘুরে বেড়াচ্ছে সেই প্রার্থী।
ঘটনাটি ঘটেছে সন্দ্বীপ উপজেলার আমানউল্ল্যা ইউনিয়নে। মোহাম্মদ শাফায়েত (২৩) ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে পানির কল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে আরও তিনজন।
মোহাম্মদ শাফায়েত হোসেনের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম তারিখ ১২ মার্চ ১৯৯৮। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মনোনয়ন পত্রে সেই জন্ম তারিখ এবং বয়স উল্লেখ করা হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ২৬ (১) ধারা অনুযায়ী বলা হয়েছে, প্রার্থীর বয়স ২৫ বছর পূর্ণ হলে তবেই তিনি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হওয়ার যোগ্য হবেন। কিন্তু তাঁর মনোনয়ন পত্রে বয়স ২৩ বছর ০৭ দিন লেখা থাকার পরেও তাঁকে রিটার্নিং কর্মকর্তা বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার নির্বাচনে আমানউল্ল্যা ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাছেদ সবুজ বলেন, বয়সের বিষয়টি আমার পুরোপুরি জানা নেই। তবে এটি হয়তো ভুলে হতে পারে। বিষয়টি দেখতে হবে। তবে শাফায়েতের বয়স ২৩ বছর ০৭ দিন দেখার পর আর কোন মন্তব্য করেননি তিনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল কাদের জানান, এমন ভুল তো হওয়ার কথা নয়। আমি নতুন এসেছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে ইউপি সদস্য পদে অংশ নিতে প্রার্থীর বয়স নির্ধারণ করা হয়েছে ২৫ বছর। সন্দ্বীপ উপজেলার এক ইউপি সদস্য প্রার্থীর ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেছে। আইন অমান্য করে ২৩ বছর বয়সের এক প্রার্থীকে বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দ দিয়েছেন দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন স্থগিত হওয়ার কারণে সেই প্রার্থী ভোটে অংশ নিতে পারেনি। তবে ভোটের আশায় প্রার্থীদের দ্বারেদ্বারে ঘুরে বেড়াচ্ছে সেই প্রার্থী।
ঘটনাটি ঘটেছে সন্দ্বীপ উপজেলার আমানউল্ল্যা ইউনিয়নে। মোহাম্মদ শাফায়েত (২৩) ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে পানির কল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে আরও তিনজন।
মোহাম্মদ শাফায়েত হোসেনের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম তারিখ ১২ মার্চ ১৯৯৮। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মনোনয়ন পত্রে সেই জন্ম তারিখ এবং বয়স উল্লেখ করা হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ২৬ (১) ধারা অনুযায়ী বলা হয়েছে, প্রার্থীর বয়স ২৫ বছর পূর্ণ হলে তবেই তিনি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হওয়ার যোগ্য হবেন। কিন্তু তাঁর মনোনয়ন পত্রে বয়স ২৩ বছর ০৭ দিন লেখা থাকার পরেও তাঁকে রিটার্নিং কর্মকর্তা বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার নির্বাচনে আমানউল্ল্যা ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাছেদ সবুজ বলেন, বয়সের বিষয়টি আমার পুরোপুরি জানা নেই। তবে এটি হয়তো ভুলে হতে পারে। বিষয়টি দেখতে হবে। তবে শাফায়েতের বয়স ২৩ বছর ০৭ দিন দেখার পর আর কোন মন্তব্য করেননি তিনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল কাদের জানান, এমন ভুল তো হওয়ার কথা নয়। আমি নতুন এসেছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।

গাইবান্ধা সদর উপজেলায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুই বোন হলো রঘুনাথপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে ফিহামনি (১১) ও জান্নাতি খাতুন (২)।
২৭ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হন আরও দুজন। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার ফাঁসিতলা বাজারের ব্র্যাক অফিসের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৭ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৭ ঘণ্টা আগে