Ajker Patrika

টিকার দুই ডোজ নেওয়া থাকলে ভারত যেতে লাগবে না করোনা রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
টিকার দুই ডোজ নেওয়া থাকলে ভারত যেতে লাগবে না করোনা রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতে যাতায়াতে করোনা রিপোর্ট প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ প্রত্যাহার করে নেয় গত সোমবার থেকে আর গতকাল বুধবার করে নেয় ভারতের ত্রিপুরা। এর ফলে বুধবার থেকে এই চেকপোস্ট দিয়ে চলাচলকারী যাত্রীদের আরটি-পিসিআর রিপোর্ট লাগবে না। 

তবে তাদের করোনার দুই ডোজ টিকার সনদ থাকতে হবে। যাদের দুই ডোজ টিকার সনদ নেই তাদের জন্য আরটি-পিসিআর রিপোর্ট প্রযোজ্য হবে। আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ এই তথ্য জানিয়েছেন। 

পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ জানান, এর আগে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এই বিষয়ে নির্দেশনা জারি করে। যা গত সোমবার থেকে কার্যকর হয়েছে। ত্রিপুরার পরিবার কল্যাণ অধিদপ্তর এবং ত্রিপুরা সরকারের নির্দেশনায় গতকাল বুধবার থেকে এই নির্দেশ কার্যকর হচ্ছে। 

ইমিগ্রেশন কর্মকর্তা জানান, এখন প্রতিদিন গড়ে প্রায় সাড়ে তিন শ যাত্রী চলাচল করছেন। গত দুই দিন ভারত থেকে আগত যাত্রীদের শুধু করোনার দুই ডোজ টিকার সনদ দেখা হয়েছে। এখন বাংলাদেশ ও ভারতে যাতায়াতে দুই ডোজ টিকা সনদ থাকলেই চলবে। তবে টিকার এক ডোজ নেওয়া থাকলে আরটি-পিসিআর সার্টিফিকেট লাগবে। 

তবে খুব শিগগিরই দুই দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভ্রমণ ভিসা চালু হবে বলে আশা প্রকাশ করেন আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত