কুমিল্লা প্রতিনিধি
সারা দেশে ধর্ষণ ও নারীদের যৌন নিপীড়নের প্রতিবাদে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। পরে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের কোটবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। বেলা সাড়ে ১১টায় অবরোধ শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা মহাসড়ক আটকে স্লোগান দিতে থাকেন। অবরোধে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অবরোধের কারণে মহাসড়কে আটকে পড়া যাত্রী ও যানবাহনের চালক-শ্রমিকেরা ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে বেলা পৌনে ১টার দিকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে শিক্ষার্থীদের অবরোধ তুলে নিয়ে অনুরোধ করে। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে পরবর্তী আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ার দিয়ে অবরোধ তুলে নেন।
কর্মসূচিতে কুমিল্লা মডার্ন হাইস্কুল, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
অবরোধকালে শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘ধর্ষকের সাজা একটাই মৃত্যু ছাড়া কথা নাই’, ‘ডিজিটাল বাংলাদেশ চাই না, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষক সমাজের ঘুণ পোকা আর ধর্ষণ হলো ব্যাধি’, ‘ধর্ষকের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়’ ইত্যাদি।
সারা দেশে ধর্ষণ ও নারীদের যৌন নিপীড়নের প্রতিবাদে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। পরে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের কোটবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। বেলা সাড়ে ১১টায় অবরোধ শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা মহাসড়ক আটকে স্লোগান দিতে থাকেন। অবরোধে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অবরোধের কারণে মহাসড়কে আটকে পড়া যাত্রী ও যানবাহনের চালক-শ্রমিকেরা ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে বেলা পৌনে ১টার দিকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে শিক্ষার্থীদের অবরোধ তুলে নিয়ে অনুরোধ করে। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে পরবর্তী আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ার দিয়ে অবরোধ তুলে নেন।
কর্মসূচিতে কুমিল্লা মডার্ন হাইস্কুল, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
অবরোধকালে শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘ধর্ষকের সাজা একটাই মৃত্যু ছাড়া কথা নাই’, ‘ডিজিটাল বাংলাদেশ চাই না, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষক সমাজের ঘুণ পোকা আর ধর্ষণ হলো ব্যাধি’, ‘ধর্ষকের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়’ ইত্যাদি।
রাজশাহীতে এক ব্যক্তির ৬৮ বছর আগে কেনা জমি দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার আগেই এলাকার একটি প্রভাবশালী মহল ওই জমিতে ইট-বালু ফেলে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেছেন। ভুক্তভোগী ব্যক্তিকে দেওয়া হচ্ছে হুমকিও।
৩ ঘণ্টা আগে‘জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি, সিলেট’র গঠনতন্ত্র লঙ্ঘন করে ক্ষমতার জোরে অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের বিরুদ্ধে। সদস্যরা বলছেন, সমিতির বাইরের লোকজন দিয়ে আট সদস্যের ‘মনগড়া’ এই কমিটির আহ্বায়ক ডিসি নিজেই।
৩ ঘণ্টা আগেনেত্রকোনার আটপাড়ায় নিয়মবহির্ভূতভাবে সারের সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষকের নাম নুরুল আমিন তালুকদার। তিনি উপজেলার সীতারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
৩ ঘণ্টা আগেনরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মাধবদী রেস্টহাউসের কেয়ারটেকার হাবিবুর রহমান শূন্য থেকে কোটিপতি বনে গেছেন। ভুয়া স্থায়ী ঠিকানা ও ভুয়া সনদে চাকরি নিয়ে দালালি আর অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটিপতি হওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে