চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহার করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
গতকাল রোববার রাত ৮টার দিকে এই আদেশ জারি করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ।
এর আগে গত শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে ওসি মনঞ্জুরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন স্থানীয় সংবাদকর্মী মনসুর আলম। তিনি জানান, ওসির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া, একজন সাংবাদিককে তুলে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ আছে। ওসিকে অপসারণের দাবিতে স্থানীয়দের মানববন্ধন ও ঝাড়ু মিছিল হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন করে চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করতে নির্দেশ দেন। তবে ওই দিন রাতে এক আদেশে চকরিয়া থানার ওসি মনঞ্জুরকে প্রত্যাহার না করে কক্সবাজারের উখিয়া থানায় বদলি করা হয়। একই আদেশে উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইনকে চকরিয়ায় দায়িত্ব দেওয়া হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টার মৌখিক নির্দেশ অনুযায়ী ওসি মনঞ্জুরকে প্রত্যাহার না করে উখিয়ায় বদলি করায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ছাড়া দুই ডজন মামলার আসামি শাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোছাইনকে থানার ভেতর ওসির নিজ হাতে খাবার পরিবেশনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাকিল আহমেদ জানান, চকরিয়া থানার ওসি মনঞ্জুরকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্তির আদেশ জারি করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান বলেন, ‘ওসি মনঞ্জুর কাদেরকে প্রথম কক্সবাজারের উখিয়া থানায় বদলি করা হয়। আগের আদেশটি বাতিল করে আবার তাঁকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে।’

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহার করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
গতকাল রোববার রাত ৮টার দিকে এই আদেশ জারি করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ।
এর আগে গত শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে ওসি মনঞ্জুরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন স্থানীয় সংবাদকর্মী মনসুর আলম। তিনি জানান, ওসির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া, একজন সাংবাদিককে তুলে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ আছে। ওসিকে অপসারণের দাবিতে স্থানীয়দের মানববন্ধন ও ঝাড়ু মিছিল হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন করে চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করতে নির্দেশ দেন। তবে ওই দিন রাতে এক আদেশে চকরিয়া থানার ওসি মনঞ্জুরকে প্রত্যাহার না করে কক্সবাজারের উখিয়া থানায় বদলি করা হয়। একই আদেশে উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইনকে চকরিয়ায় দায়িত্ব দেওয়া হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টার মৌখিক নির্দেশ অনুযায়ী ওসি মনঞ্জুরকে প্রত্যাহার না করে উখিয়ায় বদলি করায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ছাড়া দুই ডজন মামলার আসামি শাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোছাইনকে থানার ভেতর ওসির নিজ হাতে খাবার পরিবেশনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাকিল আহমেদ জানান, চকরিয়া থানার ওসি মনঞ্জুরকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্তির আদেশ জারি করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান বলেন, ‘ওসি মনঞ্জুর কাদেরকে প্রথম কক্সবাজারের উখিয়া থানায় বদলি করা হয়। আগের আদেশটি বাতিল করে আবার তাঁকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে।’

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১৩ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১৫ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
১৭ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে