চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহার করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
গতকাল রোববার রাত ৮টার দিকে এই আদেশ জারি করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ।
এর আগে গত শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে ওসি মনঞ্জুরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন স্থানীয় সংবাদকর্মী মনসুর আলম। তিনি জানান, ওসির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া, একজন সাংবাদিককে তুলে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ আছে। ওসিকে অপসারণের দাবিতে স্থানীয়দের মানববন্ধন ও ঝাড়ু মিছিল হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন করে চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করতে নির্দেশ দেন। তবে ওই দিন রাতে এক আদেশে চকরিয়া থানার ওসি মনঞ্জুরকে প্রত্যাহার না করে কক্সবাজারের উখিয়া থানায় বদলি করা হয়। একই আদেশে উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইনকে চকরিয়ায় দায়িত্ব দেওয়া হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টার মৌখিক নির্দেশ অনুযায়ী ওসি মনঞ্জুরকে প্রত্যাহার না করে উখিয়ায় বদলি করায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ছাড়া দুই ডজন মামলার আসামি শাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোছাইনকে থানার ভেতর ওসির নিজ হাতে খাবার পরিবেশনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাকিল আহমেদ জানান, চকরিয়া থানার ওসি মনঞ্জুরকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্তির আদেশ জারি করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান বলেন, ‘ওসি মনঞ্জুর কাদেরকে প্রথম কক্সবাজারের উখিয়া থানায় বদলি করা হয়। আগের আদেশটি বাতিল করে আবার তাঁকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে।’

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহার করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
গতকাল রোববার রাত ৮টার দিকে এই আদেশ জারি করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ।
এর আগে গত শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে ওসি মনঞ্জুরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন স্থানীয় সংবাদকর্মী মনসুর আলম। তিনি জানান, ওসির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া, একজন সাংবাদিককে তুলে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ আছে। ওসিকে অপসারণের দাবিতে স্থানীয়দের মানববন্ধন ও ঝাড়ু মিছিল হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন করে চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করতে নির্দেশ দেন। তবে ওই দিন রাতে এক আদেশে চকরিয়া থানার ওসি মনঞ্জুরকে প্রত্যাহার না করে কক্সবাজারের উখিয়া থানায় বদলি করা হয়। একই আদেশে উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইনকে চকরিয়ায় দায়িত্ব দেওয়া হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টার মৌখিক নির্দেশ অনুযায়ী ওসি মনঞ্জুরকে প্রত্যাহার না করে উখিয়ায় বদলি করায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ছাড়া দুই ডজন মামলার আসামি শাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোছাইনকে থানার ভেতর ওসির নিজ হাতে খাবার পরিবেশনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাকিল আহমেদ জানান, চকরিয়া থানার ওসি মনঞ্জুরকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্তির আদেশ জারি করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান বলেন, ‘ওসি মনঞ্জুর কাদেরকে প্রথম কক্সবাজারের উখিয়া থানায় বদলি করা হয়। আগের আদেশটি বাতিল করে আবার তাঁকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩০ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে