Ajker Patrika

রিজার্ভ নিয়ে মিথ্যাচার করছে বিএনপি: হানিফ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
রিজার্ভ নিয়ে মিথ্যাচার করছে বিএনপি: হানিফ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিভিন্ন সমাবেশে রিজার্ভ নিয়ে মিথ্যাচার করছেন। অথচ বর্তমানে দেশের রিজার্ভ আছে ৪৯ বিলিয়ন ডলার। অপরদিকে, বিএনপির আমলে রিজার্ভ ছিল মাত্র সাড়ে ৩ বিলিয়ন ডলার। এসব উল্টোপাল্টা কথা বলার জন্য তাঁর লজ্জা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। 

আজ সোমবার বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। 

মাহবুবুল আলম হানিফ বলেন, সম্প্রতি বিএনপির কয়েকজন নেতা-কর্মী মারা যাওয়ায় মির্জা ফখরুলকে কান্নাকাটি করতে দেখা গেছে। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের প্রায় ১০ হাজার নেতা-কর্মী মারা যাওয়ার সময় আপনার এই চোখের পানি কোথায় ছিল? 

ত্রিবার্ষিক সম্মেলনে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু পরিচালনায় আরও উপস্থিত ছিলেন-বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির আহমেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত