কুমিল্লা প্রতিনিধি

‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা।
আজ বুধবার দুপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, ‘প্রতিদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত। এটা আমি বিশ্বাস করি। কারণ, তিনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি।’
কামরুল হুদা বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম মহানায়ক ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অন্য দিকে শেখ পরিবারে কোনো মুক্তিযোদ্ধা নেই।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস পালিয়ে যাওয়ার ইতিহাস। গত ১৭ বছর আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। জাতীয়তাবাদী দলের আন্দোলনে তাদের সেই উদ্দেশ্য নস্যাৎ হয়েছে। দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। জাতীয়তাবাদী দল কোনো ষড়যন্ত্রের পা দেবে না। সব ষড়যন্ত্র নস্যাৎ করে আগামীতে বিএনপিই সরকার গঠন করবে।’
এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনা সৃষ্টি হয়। পরে এ বিষয়ে জানতে চাইলে কামরুল হুদা মোবাইল ফোনে বলেন, ‘আমি সঠিক বলেছি। জিয়াউর রহমান যে মক্কা শরিফে হাজিদের সুবিধার্থে গাছ লাগিয়েছেন তা কি জানেন? এতে হাজিদের সুবিধা হচ্ছে। পবিত্র মক্কা শরিফে নিমগাছ লাগানোর কারণে প্রতিদিন তাঁর নাম নিলে বেহেশত নিশ্চিত।’
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবুল হাসনাত মিয়া মো. জোবায়ের। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু।

‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা।
আজ বুধবার দুপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, ‘প্রতিদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত। এটা আমি বিশ্বাস করি। কারণ, তিনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি।’
কামরুল হুদা বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম মহানায়ক ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অন্য দিকে শেখ পরিবারে কোনো মুক্তিযোদ্ধা নেই।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস পালিয়ে যাওয়ার ইতিহাস। গত ১৭ বছর আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। জাতীয়তাবাদী দলের আন্দোলনে তাদের সেই উদ্দেশ্য নস্যাৎ হয়েছে। দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। জাতীয়তাবাদী দল কোনো ষড়যন্ত্রের পা দেবে না। সব ষড়যন্ত্র নস্যাৎ করে আগামীতে বিএনপিই সরকার গঠন করবে।’
এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনা সৃষ্টি হয়। পরে এ বিষয়ে জানতে চাইলে কামরুল হুদা মোবাইল ফোনে বলেন, ‘আমি সঠিক বলেছি। জিয়াউর রহমান যে মক্কা শরিফে হাজিদের সুবিধার্থে গাছ লাগিয়েছেন তা কি জানেন? এতে হাজিদের সুবিধা হচ্ছে। পবিত্র মক্কা শরিফে নিমগাছ লাগানোর কারণে প্রতিদিন তাঁর নাম নিলে বেহেশত নিশ্চিত।’
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবুল হাসনাত মিয়া মো. জোবায়ের। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১৬ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১৯ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে