নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে প্রতারণার মাধ্যমে সিএনজিচালিত অটোরিকশা বিক্রির অভিযোগে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের বিরুদ্ধে মামলা করেছেন এক ক্রেতা। আজ রোববার চট্টগ্রাম মহানগর ষষ্ঠ হাকিম কাজী শরীফুল ইসলামের আদালতে মামলাটি করা হয়। এ সময় আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।
অভিযুক্ত ওই সার্জেন্টের নাম মোস্তাফিজুর রহমান (৩৮)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগে কর্মরত আছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।
মামলার নথি থেকে জানা গেছে, নগরীর চান্দগাঁওতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আবদুল্লাহ আল মামুন অনলাইন সাইট বিক্রয় ডট কমের মাধ্যমে অটোরিকশা বিক্রির বিজ্ঞাপন দেখতে পান। এ সময় বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে সার্জেন্ট মোস্তাফিজুর রহমান নিজেকে ওই অটোরিকশার মালিক বলে পরিচয় দেন। পরে আবদুল্লাহ আল মামুন অভিযুক্ত সার্জেন্টের হেফাজতে থাকা গাড়িটি দেখার পর পছন্দ হলে ৬ লাখ ৩০ হাজার টাকায় গাড়ির দরদাম ঠিক করেন।
মামলায় উল্লেখ করা হয়, মূল মালিকানার বিষয়ে জানতে চাইলে ওই সার্জেন্ট মো. রুবেল নামে একজনের কাছ থেকে গাড়িটি কিনলেও তাঁর নামে এখনো গাড়িটি স্থানান্তর হয়নি বলে জানান। এ সময় গাড়ি কিনলে আগামী ৩০ দিনের মধ্যে গাড়ির মালিকানার নাম পরিবর্তন করে দেবে বলে জানান সার্জেন্ট মোস্তাফিজুর রহমান। কথামতো আবদুল্লাহ রাজি হন এবং ৬ লাখ ৩০ হাজার টাকা দিয়ে অটোরিকশাটি কেনেন। ১৫ দিন পর গাড়ির মালিকানার নাম পরিবর্তনের কথা বলে অভিযুক্ত পুলিশ সদস্য আরও ১ লাখ টাকা নেন আবদুল্লাহর কাছ থেকে। পরে ত্রিশ দিন পেরিয়ে গেলেও গাড়ির মালিকানার নাম পরিবর্তন না হওয়ায় সার্জেন্টের সঙ্গে যোগাযোগ করলে কালক্ষেপণ করতে থাকেন।
এদিকে অটোরিকশাটির ট্যাক্স টোকেন মেয়াদ যাচাই করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এতে গেলে গাড়িটির মালিকানা মিন্টু হাওলাদার নামে আরেকজনের নাম দেখতে পান। এসব দেখে বাদী ওই সার্জেন্টের কাছে অটোরিকশা কেনার টাকা ফেরত চাইলে নানাভাবে কাল ক্ষেপণ করার পাশাপাশি তাঁকেকে প্রাণনাশের হুমকিও দেন।
বাদী আবদুল্লাহ আল মামুন অভিযোগ করেন, এ ঘটনা নিয়ে মামলা করতে গেলে থানা-পুলিশ আদালতে মামলার পরামর্শ দেয়।

চট্টগ্রামে প্রতারণার মাধ্যমে সিএনজিচালিত অটোরিকশা বিক্রির অভিযোগে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের বিরুদ্ধে মামলা করেছেন এক ক্রেতা। আজ রোববার চট্টগ্রাম মহানগর ষষ্ঠ হাকিম কাজী শরীফুল ইসলামের আদালতে মামলাটি করা হয়। এ সময় আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।
অভিযুক্ত ওই সার্জেন্টের নাম মোস্তাফিজুর রহমান (৩৮)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগে কর্মরত আছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।
মামলার নথি থেকে জানা গেছে, নগরীর চান্দগাঁওতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আবদুল্লাহ আল মামুন অনলাইন সাইট বিক্রয় ডট কমের মাধ্যমে অটোরিকশা বিক্রির বিজ্ঞাপন দেখতে পান। এ সময় বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে সার্জেন্ট মোস্তাফিজুর রহমান নিজেকে ওই অটোরিকশার মালিক বলে পরিচয় দেন। পরে আবদুল্লাহ আল মামুন অভিযুক্ত সার্জেন্টের হেফাজতে থাকা গাড়িটি দেখার পর পছন্দ হলে ৬ লাখ ৩০ হাজার টাকায় গাড়ির দরদাম ঠিক করেন।
মামলায় উল্লেখ করা হয়, মূল মালিকানার বিষয়ে জানতে চাইলে ওই সার্জেন্ট মো. রুবেল নামে একজনের কাছ থেকে গাড়িটি কিনলেও তাঁর নামে এখনো গাড়িটি স্থানান্তর হয়নি বলে জানান। এ সময় গাড়ি কিনলে আগামী ৩০ দিনের মধ্যে গাড়ির মালিকানার নাম পরিবর্তন করে দেবে বলে জানান সার্জেন্ট মোস্তাফিজুর রহমান। কথামতো আবদুল্লাহ রাজি হন এবং ৬ লাখ ৩০ হাজার টাকা দিয়ে অটোরিকশাটি কেনেন। ১৫ দিন পর গাড়ির মালিকানার নাম পরিবর্তনের কথা বলে অভিযুক্ত পুলিশ সদস্য আরও ১ লাখ টাকা নেন আবদুল্লাহর কাছ থেকে। পরে ত্রিশ দিন পেরিয়ে গেলেও গাড়ির মালিকানার নাম পরিবর্তন না হওয়ায় সার্জেন্টের সঙ্গে যোগাযোগ করলে কালক্ষেপণ করতে থাকেন।
এদিকে অটোরিকশাটির ট্যাক্স টোকেন মেয়াদ যাচাই করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এতে গেলে গাড়িটির মালিকানা মিন্টু হাওলাদার নামে আরেকজনের নাম দেখতে পান। এসব দেখে বাদী ওই সার্জেন্টের কাছে অটোরিকশা কেনার টাকা ফেরত চাইলে নানাভাবে কাল ক্ষেপণ করার পাশাপাশি তাঁকেকে প্রাণনাশের হুমকিও দেন।
বাদী আবদুল্লাহ আল মামুন অভিযোগ করেন, এ ঘটনা নিয়ে মামলা করতে গেলে থানা-পুলিশ আদালতে মামলার পরামর্শ দেয়।

জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
১২ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
২৬ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
৩২ মিনিট আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে