ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞায় শিক্ষকেরা অপমান করায় এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফারজানা আক্তার (১৪) নামে ওই শিক্ষার্থী উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমুভূঞারহাট হাছানিয়া দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণিতে পড়ত। সে রাজাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে।
খোঁজ জানা যায়, দুদিন ধরে মাদ্রাসা সুপার মাওলানা বেলাল হোসেন ওই ছাত্রীকে তার অভিভাবককে নিয়ে আসার জন্য বলছিলেন। তার বাবা চাকরির সুবাদে ঢাকা ও মা অসুস্থ থাকায় কেউ যেতে পারেননি।
আজ বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী মাদ্রাসায় গেলে সুপার মাওলানা বেলাল হোসেন, সহকারী শিক্ষক মো. আলমগীর ও গিয়াস উদ্দিন মিঞা তাকে বকাঝকা করে ক্লাস থেকে বের করে দেন। তখনই সে বাড়ি চলে যায়। আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে জানতে সহকারী শিক্ষক মো. আলমগীর ও গিয়াস উদ্দিন মিঞার মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলে দুজনের নম্বরই বন্ধ পাওয়া যায়।
আমুভূঞারহাট হাছানিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা বেলাল হোসেন বলেন, ‘ছাত্রীর বিষয়ে কিছু অভিযোগ রয়েছে। সে জন্য তাকে তার অভিভাবককে নিয়ে আসার জন্য গত কয়েক দিন ধরে বলতেছি। কিন্তু কোনো অভিভাবকই আসে নাই। আজ ক্লাসে তাকে জিজ্ঞেস করলে সে বলে তার মাকে মাদ্রাসায় আসার জন্য বললে তিনি তাকে বকাঝকা করেন। পরে আমি ও সহকারী শিক্ষক মো. আলমগীর ও গিয়াস উদ্দিন মিঞা তাকে বলি অভিভাবক নিয়ে না আসা পর্যন্ত ক্লাস করার দরকার নেই। তখন সে বাড়ি চলে যায়। তাকে কোনো বকাঝকা করিনি।’
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যদি কেউ লিখিত অভিযোগ করে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীর দাগনভূঞায় শিক্ষকেরা অপমান করায় এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফারজানা আক্তার (১৪) নামে ওই শিক্ষার্থী উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমুভূঞারহাট হাছানিয়া দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণিতে পড়ত। সে রাজাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে।
খোঁজ জানা যায়, দুদিন ধরে মাদ্রাসা সুপার মাওলানা বেলাল হোসেন ওই ছাত্রীকে তার অভিভাবককে নিয়ে আসার জন্য বলছিলেন। তার বাবা চাকরির সুবাদে ঢাকা ও মা অসুস্থ থাকায় কেউ যেতে পারেননি।
আজ বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী মাদ্রাসায় গেলে সুপার মাওলানা বেলাল হোসেন, সহকারী শিক্ষক মো. আলমগীর ও গিয়াস উদ্দিন মিঞা তাকে বকাঝকা করে ক্লাস থেকে বের করে দেন। তখনই সে বাড়ি চলে যায়। আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে জানতে সহকারী শিক্ষক মো. আলমগীর ও গিয়াস উদ্দিন মিঞার মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলে দুজনের নম্বরই বন্ধ পাওয়া যায়।
আমুভূঞারহাট হাছানিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা বেলাল হোসেন বলেন, ‘ছাত্রীর বিষয়ে কিছু অভিযোগ রয়েছে। সে জন্য তাকে তার অভিভাবককে নিয়ে আসার জন্য গত কয়েক দিন ধরে বলতেছি। কিন্তু কোনো অভিভাবকই আসে নাই। আজ ক্লাসে তাকে জিজ্ঞেস করলে সে বলে তার মাকে মাদ্রাসায় আসার জন্য বললে তিনি তাকে বকাঝকা করেন। পরে আমি ও সহকারী শিক্ষক মো. আলমগীর ও গিয়াস উদ্দিন মিঞা তাকে বলি অভিভাবক নিয়ে না আসা পর্যন্ত ক্লাস করার দরকার নেই। তখন সে বাড়ি চলে যায়। তাকে কোনো বকাঝকা করিনি।’
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যদি কেউ লিখিত অভিযোগ করে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে