নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম-১৫ আসনের বর্তমান সংসদ সদস্য এবং আগামী নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হলফনামা জমা দিয়েছেন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন তিনি।
হলফনামা অনুযায়ী, আইআইইউসি থেকে তাঁর বার্ষিক আয় এক কোটি ৩৭ লাখ ৬১ হাজার ৪৪২ টাকা। অর্থাৎ মাসে ১১ লাখ ৪৬ হাজার ৭৮৬ টাকা। তাঁর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী এই বিশ্ববিদ্যালয় থেকে বার্ষিক আয় করেন ৪৪ লাখ ২২ হাজার ৪৪৬ টাকা। আইআইইউসি থেকে নদভী ঋণ নিয়েছেন ৪৬ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
নদভীর স্বর্ণ রয়েছে ৯০ ভরি এবং তাঁর স্ত্রীর রয়েছে ৫০ ভরি। হলফনামায় নদভী নগদ অর্থ দেখিয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৯৪১ টাকা। তাঁর স্ত্রীর নগদ আছে ২০ লাখ ২১ হাজার ২৪৬ টাকা। নদভী ব্যাংক ও আর্থিক খাতে প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ দেখিয়েছেন ১ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৩৪৪ টাকা। এই খাতে তাঁর স্ত্রীর অর্থের পরিমাণ ১৩ লাখ ৪১ হাজার ৯৫ টাকা।
নদভীর ব্যাংকে এফডিআর আছে ২ কোটি ৭২ লাখ ৯৯৪ টাকা। ডিপিএস আছে ২ লাখ ৭২ হাজার ৯৯৪ টাকা। তাঁর স্ত্রীর ডিপিএস রয়েছে ৭ লাখ ৯৮ হাজার ৭৮ ও এফডিআর ১৮ লাখ ৯৩ হাজার ৮৭৬ টাকা।
চট্টগ্রাম-১৫ আসনের বর্তমান সংসদ সদস্য এবং আগামী নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হলফনামা জমা দিয়েছেন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন তিনি।
হলফনামা অনুযায়ী, আইআইইউসি থেকে তাঁর বার্ষিক আয় এক কোটি ৩৭ লাখ ৬১ হাজার ৪৪২ টাকা। অর্থাৎ মাসে ১১ লাখ ৪৬ হাজার ৭৮৬ টাকা। তাঁর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী এই বিশ্ববিদ্যালয় থেকে বার্ষিক আয় করেন ৪৪ লাখ ২২ হাজার ৪৪৬ টাকা। আইআইইউসি থেকে নদভী ঋণ নিয়েছেন ৪৬ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
নদভীর স্বর্ণ রয়েছে ৯০ ভরি এবং তাঁর স্ত্রীর রয়েছে ৫০ ভরি। হলফনামায় নদভী নগদ অর্থ দেখিয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৯৪১ টাকা। তাঁর স্ত্রীর নগদ আছে ২০ লাখ ২১ হাজার ২৪৬ টাকা। নদভী ব্যাংক ও আর্থিক খাতে প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ দেখিয়েছেন ১ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৩৪৪ টাকা। এই খাতে তাঁর স্ত্রীর অর্থের পরিমাণ ১৩ লাখ ৪১ হাজার ৯৫ টাকা।
নদভীর ব্যাংকে এফডিআর আছে ২ কোটি ৭২ লাখ ৯৯৪ টাকা। ডিপিএস আছে ২ লাখ ৭২ হাজার ৯৯৪ টাকা। তাঁর স্ত্রীর ডিপিএস রয়েছে ৭ লাখ ৯৮ হাজার ৭৮ ও এফডিআর ১৮ লাখ ৯৩ হাজার ৮৭৬ টাকা।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার এতথ্য নিশ্চিত করে বলেন, ’মতিন সরকারের বিরুদ্ধে ডজনখানেক হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। জেলা ডিবির একটি টিম গোপন সংবাদে
১৪ মিনিট আগেবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বোরহানউদ্দিন উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দেউলা ইউনিয়ন শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো: রাকিব ব্যাপারি ও একই উপজেলার টবগী ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: তুহিন ফরাজীকে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠন
১৬ মিনিট আগেশনিবার (২১ জুন) রাত পৌনে ১০টার দিকে জহুরপুর বেলপাড়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিজিবি সদস্যকে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
৩২ মিনিট আগেভবন নির্মাণের পর আর তেমন কোনো সংস্কার না হওয়ায় বর্তমানে ভবনগুলো ভেঙে পড়ার মতো ঝুঁকিতে রয়েছে। একাডেমিক ভবনের তৃতীয় তলায় অবস্থিত ছাত্রদের আবাসিক হোস্টেলে বড় বড় ফাটল থাকায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শ্রেণিকক্ষে পাঠদানের সময় পলেস্তারা খসে পড়ে, কোথাও কোথাও রড বের হয়ে গেছে।
১ ঘণ্টা আগে