Ajker Patrika

কাপ্তাইয়ে নানার প্রতি নানা মানুষের ভালোবাসা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
কাপ্তাইয়ে নানার প্রতি নানা মানুষের ভালোবাসা

রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সদরের একজন ক্ষুদ্র ব্যবসায়ী আবু বক্কর ফকির। যিনি স্থানীয়দের কাছে ‘নানা’ নামে পরিচিত। কিছুদিন আগেও তাঁর দোকানের অবস্থা ছিল খুবই করুণ। দোকানে তেমন মালামাল ছিল না। খুব কষ্টে দিনাতিপাত করে জরাজীর্ণ দোকানটিতে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তিনি। হঠাৎই তাঁর ভাগ্যের চাকা ঘুরেছে। 

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কাপ্তাই ফোরামের অ্যাডমিন আলিব রেজা লিমনের উদ্যোগে ‘নানা’র দোকান নতুনভাবে সুসজ্জিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিব রেজা লিমনের পোস্ট দেখে এগিয়ে এসেছেন অনেক হৃদয়বান ব্যক্তি। 

আলিব রেজা লিমন জানান, বয়োজ্যেষ্ঠ আবু বক্কর ফকিরের দোকানের জরাজীর্ণ অবস্থা দেখে তাঁর কষ্ট অনুভব হয়। তিনি দোকানটি নতুন করে সাজানোর উদ্যোগ নেন। পরে কিছু হৃদয়বান ব্যক্তির সহযোগিতা নিয়ে পেপসি কোম্পানির লোগো সংবলিত দোকানটি সম্প্রতি ওই বৃদ্ধকে উপহার দেওয়া হয়। নতুন দোকানের সঙ্গে বিক্রয়ের জন্য কিছু মালামাল ও কাপ্তাই ফোরামের পক্ষ হতে কিছু নগদ টাকা ওই বৃদ্ধকে দেওয়া হয়েছে। 

মানবিক এই কর্মযজ্ঞে অংশ নেন কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। তিনি দোকানের উদ্বোধন করেন। তিনি নিজেও বৃদ্ধ আবু বক্কর ফকিরকে কিছু সহযোগিতা করেন। ‘নানার দোয়ান’ নামে দোকানটির নামকরণ করা হয়েছে। 

নতুন করে সাজানো দোকান দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন নানা নামে খ্যাত আবু বক্কর ফকির। তিনি হয়তো কখনো কল্পনাও করেননি তাঁর দোকানটি এভাবে নতুন প্রাণ পাবে। 

দোকান উদ্বোধনের সময় কাপ্তাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই খোকন, সাবেক ছাত্রলীগ নেতা নোমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলেই নানার দোকানের সফলতা কামনা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত