Ajker Patrika

চাঁদপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চাঁদপুর জেলা কারাগারের শ্বাস কষ্টে কয়েদি আবদুল বাতেনের (৫৬) মৃত্যু খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। কারারক্ষীরা তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাতেন জেলার ফরিদগঞ্জ উপজেলার ৯ নম্বর উত্তর গোবিন্দপুর ইউনিয়নের শোভান গ্রামের বাসিন্দা। তিনি মাদক মামলার আসামি ছিলেন।

হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, হাসপাতালে নেওয়ার আগেই কয়েদি বাতেনের মৃত্যু হয়েছে। তবে তিনি শ্বাস কষ্ট জনিত রোগে আক্রান্ত ছিলেন।

নিহতের চাচাতো ভাই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘গত ২৩ অক্টোবর রাতে তাকে বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ গাঁজাসহ বাতেনকে আটক করে। সে গাঁজা সেবন করত জানতে তবে মাদকের ব্যবসা করত না।’

চাঁদপুর জেলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক মো. গোলাম দস্তগীর বলেন, ভোরে বাতেন নামে এক কয়েদি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। সেখানে তাঁর মৃত্যু হয়। দুপুরে তার সুরতহাল হয়েছে। ময়নাতদন্তের পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, গত ২৪ অক্টোবর তাঁকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। তিনি আগে থেকেই শ্বাস কষ্ট জনিত রোগে আক্রান্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত