Ajker Patrika

চট্টগ্রামে পৌঁছেছে সিনোফার্মের টিকা, কাল থেকে প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৮ জুন ২০২১, ১৪: ২৫
চট্টগ্রামে পৌঁছেছে সিনোফার্মের টিকা, কাল থেকে প্রয়োগ

চট্টগ্রাম: অপেক্ষার পালা ফুরাল। চট্টগ্রামে এসেছে পৌঁছেছে চীনা কোম্পানি সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকা। আগামীকাল শনিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কেন্দ্রে টিকা দেওয়া শুরু হবে। সংকটের কারণে গত মে মাসের শুরুতে সারা দেশের মতো চট্টগ্রামেও টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ভারতের সেরাম ইনস্টিটিউট চুক্তি অনুযায়ী অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা না দেওয়ায় এই সংকট তৈরি হয়।

আজ শুক্রবার সকালে সিনোফার্মের টিকা চট্টগ্রামে পৌঁছায়। এসব টিকা গ্রহণ করেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি। এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ডস্টোরে সংরক্ষণ করা হয়েছে।

জানা গেছে, চট্টগ্রামের পাঁচ জেলার জন্য মোট ১ লাখ ১৪ হাজার ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার জন্য ৯১ হাজার ২০০ ডোজ, কক্সবাজার জেলার জন্য ১০ হাজার ৮০০ ডোজ, রাঙামাটি জেলার জন্য ৪ হাজার ৮০০ ডোজ, খাগড়াছড়ি জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ এবং বান্দরবান জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজকের পত্রিকাকে বলেন, ৯১ হাজার ২০০ ডোজ টিকা পেয়েছি। শনিবার থেকে চমেক কেন্দ্রে টিকা দেওয়া কার্যক্রম শুরু হবে। মেডিকেল শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।

এর আগে দুই দফায় চট্টগ্রামে প্রায় ৮ লাখ টিকা এসেছিল। সেগুলো ছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা।

জানা গেছে, চট্টগ্রামে নিবন্ধন করে টিকার জন্য অপেক্ষায় আছেন ১ লাখ ১৫ হাজার মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

ইরানের এবারের বিক্ষোভ কেন অতীতের চেয়ে আলাদা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত