Ajker Patrika

কক্সবাজারে ৭১০ জন এইচআইভি বাহকের ৬১২ জনই রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ৭১০ জন এইচআইভি বাহকের ৬১২ জনই রোহিঙ্গা

‘পর্যটন নগরী কক্সবাজারের স্পা সেন্টারে কর্মরত সদস্যদের সঙ্গে এইডস সচেতনতা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার কক্সবাজার টুরিস্ট পুলিশের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে পর্যটন জোন এলাকার ১৬টি স্পা সেন্টারের প্রতিনিধিরা অংশ নেন।

টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মো. জিললুর রহমান প্রধান অতিথি হিসেবে এ কর্মশালায় উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জিললুর রহমান বলেন, ‘সম্প্রতি কক্সবাজারে ৭১০ জন এইচআইভি রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে রোহিঙ্গা রয়েছে ৬১২ জন। এটা পর্যটনের জন্য হুমকি। স্পা সেন্টারগুলো থেকে এইডস ছড়ানো হচ্ছে বলে তথ্য রয়েছে।’ এ লক্ষ্যে প্রতিটি স্পা সেন্টারে কর্মী নিয়োগের ক্ষেত্রে এইচআইভি পরীক্ষা করিয়ে তাদের নিয়োগ দেওয়ার ওপর তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ ছাড়া এ কর্মশালার আলোচনায় অংশ নেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান ও নারী কল্যাণ কক্সবাজারের প্রধান শাহেদা পারভীন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ