Ajker Patrika

বিজয়নগরে বিয়েবাড়িতে গানবাজনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়েবাড়িতে গানবাজনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে ময়না আক্তার নামের ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, বৃহস্পতিবার মনিপুর আতকাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়ার সঙ্গে একই গ্রামের হানিফ মিয়ার মেয়ে তাইবা আক্তারের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে পাশের গ্রাম চাউড়াখলা থেকে কয়েক যুবক গানবাজনা শুনতে আসেন। এ সময় বরপক্ষের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে চাউড়াখলার লোকজন বিষয়টি কনের চাচা হোসেন মিয়াকে জানান। তিনি বিষয়টির মীমাংসা না করে উল্টো চাউড়াখলার লোকজনের ওপর ক্ষুব্ধ হয়ে বেলাল মিয়া নামে এক যুবককে চড়-থাপ্পড় দেন।

এ ঘটনা নিয়ে চাউড়াখলা গ্রামের যুবকেরা সংঘবদ্ধ হয়ে কনেপক্ষের লোকজনের ওপর হামলা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়লে বল্লমের আঘাতে শিশু ময়না আক্তার গুরুতর আহত হয়। তাকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে অন্তত পাঁচজন আহত হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী আজকের পত্রিকাকে বলেন, সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। নিহত শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো মামলা হয়নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত