চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের জানালার গ্রিল চুরি করে নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ নেতা মোহাম্মদ জুয়েলকে আটক করে নিরাপত্তাকর্মীরা। পরে প্রক্টর বরাবর মুচলেকা দিলে তাঁকে ছেড়ে দেয় প্রক্টরিয়াল বডি।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল থেকে গ্রিল চুরি করে বিক্রির জন্য ক্যাম্পাসের বাইরে নিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ জুয়েল। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে নিরাপত্তা কর্মীরা তাঁকে আটক করেন।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোহাম্মদ জুয়েল ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং উপ গ্রুপ সিক্সটি নাইনের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।
প্রক্টর বরাবর দেওয়া মুচলেকায় ছাত্রলীগ নেতা মোহাম্মদ জুয়েল উল্লেখ বলেন, ‘এই মর্মে অঙ্গীকার করছি যে, আমি মোহাম্মদ জুয়েল, সেশন ১৭-১৮, ডিপার্টমেন্ট ব্যাংকিং ও বিমা, শাহজালাল হল, রুম নম্বর ৩৩৬-তে থাকি। ভুলবশত পরিত্যক্ত জানালার দুটি গ্রিল অটোরিকশাযোগে বিক্রির উদ্দেশ্যে শাহজালাল হল থেকে বাইরে নেওয়ার পথে জিরো পয়েন্ট গেটে আটকা পড়ি এবং প্রক্টর মহোদয় উপস্থিত হলে ভবিষ্যতে এ ধরনের কাজ করব না মর্মে অঙ্গীকার করলাম। যদি ভবিষ্যতে করি, পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেবে, তা আমি স্বচ্ছন্দে মেনে নেব।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জুয়েল বলেন, ‘গ্রিল দুটি অনেক পুরোনো। এগুলো কোনো কাজে আসবে না ভেবে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলাম। কিন্তু পরবর্তী সময়ে বিষয়টি অনেক বড় হয়ে যায়।’
চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, ‘এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন। আমাদের উপস্থিতিতে মুচলেকা দেওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘একজন শিক্ষার্থী শাহজালাল হল থেকে জানালার গ্রিল বাইরে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল। তবে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে আমাদের খবর দিলে দ্রুত ঘটনাস্থলে যাই। পরিত্যক্ত হোক আর যা-ই হোক, একজন শিক্ষার্থী কখনো বিশ্ববিদ্যালয়ের সম্পদ বাইরে নিয়ে যেতে পারে না। ভুল স্বীকার করে অঙ্গীকার করলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের জানালার গ্রিল চুরি করে নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ নেতা মোহাম্মদ জুয়েলকে আটক করে নিরাপত্তাকর্মীরা। পরে প্রক্টর বরাবর মুচলেকা দিলে তাঁকে ছেড়ে দেয় প্রক্টরিয়াল বডি।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল থেকে গ্রিল চুরি করে বিক্রির জন্য ক্যাম্পাসের বাইরে নিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ জুয়েল। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে নিরাপত্তা কর্মীরা তাঁকে আটক করেন।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোহাম্মদ জুয়েল ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং উপ গ্রুপ সিক্সটি নাইনের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।
প্রক্টর বরাবর দেওয়া মুচলেকায় ছাত্রলীগ নেতা মোহাম্মদ জুয়েল উল্লেখ বলেন, ‘এই মর্মে অঙ্গীকার করছি যে, আমি মোহাম্মদ জুয়েল, সেশন ১৭-১৮, ডিপার্টমেন্ট ব্যাংকিং ও বিমা, শাহজালাল হল, রুম নম্বর ৩৩৬-তে থাকি। ভুলবশত পরিত্যক্ত জানালার দুটি গ্রিল অটোরিকশাযোগে বিক্রির উদ্দেশ্যে শাহজালাল হল থেকে বাইরে নেওয়ার পথে জিরো পয়েন্ট গেটে আটকা পড়ি এবং প্রক্টর মহোদয় উপস্থিত হলে ভবিষ্যতে এ ধরনের কাজ করব না মর্মে অঙ্গীকার করলাম। যদি ভবিষ্যতে করি, পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেবে, তা আমি স্বচ্ছন্দে মেনে নেব।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জুয়েল বলেন, ‘গ্রিল দুটি অনেক পুরোনো। এগুলো কোনো কাজে আসবে না ভেবে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলাম। কিন্তু পরবর্তী সময়ে বিষয়টি অনেক বড় হয়ে যায়।’
চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, ‘এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন। আমাদের উপস্থিতিতে মুচলেকা দেওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘একজন শিক্ষার্থী শাহজালাল হল থেকে জানালার গ্রিল বাইরে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল। তবে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে আমাদের খবর দিলে দ্রুত ঘটনাস্থলে যাই। পরিত্যক্ত হোক আর যা-ই হোক, একজন শিক্ষার্থী কখনো বিশ্ববিদ্যালয়ের সম্পদ বাইরে নিয়ে যেতে পারে না। ভুল স্বীকার করে অঙ্গীকার করলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
৫ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
১৮ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২০ মিনিট আগে