নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঐতিহ্যবাহী পরীর পাহাড়ে সরকারি ভবনের বাইরে সাড়ে তিনশ অবৈধ স্থাপনা রয়েছে। সরকারি নির্দেশনায় এসব অবৈধ স্থাপনা খুব শিগগিরই উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘শুধু পরীর পাহাড় নয়, চট্টগ্রাম শহরের সব পাহাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংরক্ষণ করা হবে। আমরা শিগগিরই উচ্ছেদে যাচ্ছি। পরীর পাহাড়কে হেরিটেজ ঘোষণা করা হবে।'
পরীর পাহাড়ে থাকা জেলা আইনজীবী সমিতির ভবনগুলো উচ্ছেদ করার বিষয়ে প্রশ্ন করা হলে মমিনুর রহমান বলেন, 'পরিবেশ সংরক্ষণ আইন-২০১০ অনুযায়ী কোন পাহাড় বা টিলার ওপর কোনোরূপ স্থাপনা করা যাবে না। আইন সবার জন্য সমান। আমরা শুধু সরকারি নির্দেশনা পালন করছি।'
মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রতিবেদনে জানা গেছে, জেলা আইনজীবী সমিতি পাহাড় এবং টিলা কেটে অবৈধভাবে পাঁচটি ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণ করেছে। এ সব স্থাপনাকে পাহাড় ধস, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ইত্যাদির জন্য অতি ঝুঁকিপূর্ণ স্থাপনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আবারও সরকারের কোনো সংস্থার অনুমোদন না নিয়ে ‘বঙ্গবন্ধু আইনজীবী ভবন’ ও ‘একুশে আইনজীবী ভবন' নামক দুইটি ১২ তলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। ৬০০টি চেম্বার বরাদ্দের জন্য আইনজীবীদের নিকট থেকে দুই লাখ টাকা করে ১২ কোটি টাকা আদায় করেছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়।
এছাড়াও কোর্ট বিল্ডিংয়ে আইনজীবীরা অর্ধশতাধিক অবৈধ ও ঝুঁকিপূর্ণ দোকানপাট, খাবার হোটেল, ছাত্রাবাস, বস্তি ও মুদি দোকান তৈরি করে ভাড়া আদায় করছে এবং এই স্থাপনাটিকে একটি অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত করেছে।
আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, 'প্রধানমন্ত্রীর কাছে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আইনজীবী সমিতির সব ভবনই বৈধ। নতুন যে দুটি ভবন হচ্ছে, তার মধ্যে একটি অনুমোদন নেওয়া আছে। অন্যটি অনুমোদনের অপেক্ষায়।'
পরীর পাহাড় থেকে ডিসির লোকজনই টাকা তোলেন দাবি করে তিনি বলেন, 'অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে কোনো আইনজীবী জড়িত নয়।'

ঐতিহ্যবাহী পরীর পাহাড়ে সরকারি ভবনের বাইরে সাড়ে তিনশ অবৈধ স্থাপনা রয়েছে। সরকারি নির্দেশনায় এসব অবৈধ স্থাপনা খুব শিগগিরই উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘শুধু পরীর পাহাড় নয়, চট্টগ্রাম শহরের সব পাহাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংরক্ষণ করা হবে। আমরা শিগগিরই উচ্ছেদে যাচ্ছি। পরীর পাহাড়কে হেরিটেজ ঘোষণা করা হবে।'
পরীর পাহাড়ে থাকা জেলা আইনজীবী সমিতির ভবনগুলো উচ্ছেদ করার বিষয়ে প্রশ্ন করা হলে মমিনুর রহমান বলেন, 'পরিবেশ সংরক্ষণ আইন-২০১০ অনুযায়ী কোন পাহাড় বা টিলার ওপর কোনোরূপ স্থাপনা করা যাবে না। আইন সবার জন্য সমান। আমরা শুধু সরকারি নির্দেশনা পালন করছি।'
মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রতিবেদনে জানা গেছে, জেলা আইনজীবী সমিতি পাহাড় এবং টিলা কেটে অবৈধভাবে পাঁচটি ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণ করেছে। এ সব স্থাপনাকে পাহাড় ধস, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ইত্যাদির জন্য অতি ঝুঁকিপূর্ণ স্থাপনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আবারও সরকারের কোনো সংস্থার অনুমোদন না নিয়ে ‘বঙ্গবন্ধু আইনজীবী ভবন’ ও ‘একুশে আইনজীবী ভবন' নামক দুইটি ১২ তলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। ৬০০টি চেম্বার বরাদ্দের জন্য আইনজীবীদের নিকট থেকে দুই লাখ টাকা করে ১২ কোটি টাকা আদায় করেছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়।
এছাড়াও কোর্ট বিল্ডিংয়ে আইনজীবীরা অর্ধশতাধিক অবৈধ ও ঝুঁকিপূর্ণ দোকানপাট, খাবার হোটেল, ছাত্রাবাস, বস্তি ও মুদি দোকান তৈরি করে ভাড়া আদায় করছে এবং এই স্থাপনাটিকে একটি অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত করেছে।
আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, 'প্রধানমন্ত্রীর কাছে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আইনজীবী সমিতির সব ভবনই বৈধ। নতুন যে দুটি ভবন হচ্ছে, তার মধ্যে একটি অনুমোদন নেওয়া আছে। অন্যটি অনুমোদনের অপেক্ষায়।'
পরীর পাহাড় থেকে ডিসির লোকজনই টাকা তোলেন দাবি করে তিনি বলেন, 'অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে কোনো আইনজীবী জড়িত নয়।'

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে