চট্টগ্রাম প্রতিনিধি

বান্দরবানে আবারও সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকালের দিকে বিস্ফোরণে গুরুতর আহত হলে ওই সেনাসদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বান্দরবান জেলার রুমা উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন রুমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন।
নিহত সেনাসদস্যের নাম তুজাম হোসেন (৩০)। তিনি রাজবাড়ী জেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়া এলাকায় কেএনএফের একটি প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে বলে অভিযোগ পান রুমা সেনা জোনের সদস্যরা। ওই এলাকার বসবাসরত স্থানীয় বাসিন্দাদের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সকালের দিকে সেখানে অভিযান চালান তাঁরা। দলটি কেএনএফ প্রশিক্ষণ ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে সশস্ত্র সন্ত্রাসী দলটি পালিয়ে যায়। তবে এ সময় তাঁদের পুঁতে রাখা আইইডি মাইন (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে সেনাসদস্য তুজাম গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রুমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রেমাক্রি প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়ায় এ ঘটনা ঘটে। কেএনএফের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে সেনাসদস্য তুজাম হোসেন আহত হন। পরে তাঁকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই সেনাসদস্যের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
এর আগে ২৩ মে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী ধোপানিছড়া বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকায় মাইন বিস্ফোরণে মো. রাশেদ (১৮) নামে এক শ্রমিক নিহত হন এবং দুলাল (৩৫) নামে আরেক শ্রমিক আহত হন।

বান্দরবানে আবারও সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকালের দিকে বিস্ফোরণে গুরুতর আহত হলে ওই সেনাসদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বান্দরবান জেলার রুমা উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন রুমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন।
নিহত সেনাসদস্যের নাম তুজাম হোসেন (৩০)। তিনি রাজবাড়ী জেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়া এলাকায় কেএনএফের একটি প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে বলে অভিযোগ পান রুমা সেনা জোনের সদস্যরা। ওই এলাকার বসবাসরত স্থানীয় বাসিন্দাদের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সকালের দিকে সেখানে অভিযান চালান তাঁরা। দলটি কেএনএফ প্রশিক্ষণ ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে সশস্ত্র সন্ত্রাসী দলটি পালিয়ে যায়। তবে এ সময় তাঁদের পুঁতে রাখা আইইডি মাইন (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে সেনাসদস্য তুজাম গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রুমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রেমাক্রি প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়ায় এ ঘটনা ঘটে। কেএনএফের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে সেনাসদস্য তুজাম হোসেন আহত হন। পরে তাঁকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই সেনাসদস্যের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
এর আগে ২৩ মে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী ধোপানিছড়া বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকায় মাইন বিস্ফোরণে মো. রাশেদ (১৮) নামে এক শ্রমিক নিহত হন এবং দুলাল (৩৫) নামে আরেক শ্রমিক আহত হন।

প্রায় ৯০ বছর বয়সী এই অসহায় বৃদ্ধা বসবাস করেন নেছারাবাদ উপজেলার কামারকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। কামারকাঠি গ্রামের সন্ধ্যা নদীর পাড়ঘেঁষা একটি ছোট, জীর্ণ ঘরই তাঁর একমাত্র আশ্রয়। নদীর তীরবর্তী হওয়ায় বৃষ্টি ও বন্যার দিনে দুর্ভোগ যেন আরও বেড়ে যায়। জীবনের শেষ বয়সে তাঁর ভরসা বলতে একমাত্র ছেলে।
২ মিনিট আগে
ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৬ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৬ ঘণ্টা আগে