নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নানা পরাশক্তি চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। আজ রোববার (২০ জুলাই) রাতে নগরীর বিপ্লবী উদ্যানে এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘নানা পরাশক্তি চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকাচ্ছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই—চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অংশ, চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি। এই চট্টগ্রামের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তা হলে সারা দেশের মানুষ একসঙ্গে বিদ্রোহ ঘোষণা করবে।’
নাহিদ বলেন, ‘এই চট্টগ্রামে বহু জাতি, বহু সম্প্রদায় যুগ যুগ ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। বাংলাদেশে একমাত্র কসমোপলিটন নগরী হচ্ছে চট্টগ্রাম। অর্থনীতি ও বাণিজ্যের লাইফলাইন হচ্ছে চট্টগ্রাম। কিন্তু আমরা দেখছি, চট্টগ্রামকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে।’ এ সময় তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ঢাকার পর দ্বিতীয় দুর্গ চট্টগ্রাম। চট্টগ্রাম ফ্যাসিস্টদের তাড়িয়েছে, নতুন করে ফ্যাসিবাদের উত্থান হতে দেবে না।’
স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের নাম উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘চট্টগ্রাম বিদ্রোহের নগরী। বারবার বিদ্রোহ হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রাম সাহসের ভূমিকা রাখবে এটা আমাদের কাছে নতুন কিছু নয়। আমরা জানি, চট্টগ্রামে সেই সিপাহী বিদ্রোহের কথা, হাবিলদার রজব আলী সাহসিকতার কথা। আমরা জানি, সূর্য সেন-প্রীতিলতার কথা। আমরা জানি, ১৯৭১ সালে এই চট্টগ্রাম থেকে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই চট্টগ্রামের কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা এসেছিল। মানে চট্টগ্রাম আমাদের স্বাধীনতার জোয়ার, সার্বভৌমত্বের জোয়ার।’
কক্সবাজারে এনসিপির পদযাত্রায় বাধা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা দেখেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন। সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের বাধা দেওয়া হচ্ছে। বাঁশখালীতে আমাদের সহযোদ্ধার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম, বাধা দিলে বাধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। আমরা আজও বলতে চাই, বাধা দিলে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রামের তারুণ্যের শক্তিকে থামানো যাবে না।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা বলতে চাই, বহুদ্দিন খাইয়্য, আর ন খাইয়্য। আমরা আর কাউকে খাবার সুযোগ দেব না। আমরা চট্টগ্রামকে নাগরিকের চট্টগ্রাম-জনগণের চট্টগ্রাম হিসেবে ঘোষণা করলাম। চট্টগ্রামে আমরা গুটিকয়েক ব্যক্তির কাছে ছেড়ে দেব না।’ জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামকে শক্তিশালী করবে বলে জানান তিনি।
এ সময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নানা পরাশক্তি চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। আজ রোববার (২০ জুলাই) রাতে নগরীর বিপ্লবী উদ্যানে এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘নানা পরাশক্তি চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকাচ্ছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই—চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অংশ, চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি। এই চট্টগ্রামের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তা হলে সারা দেশের মানুষ একসঙ্গে বিদ্রোহ ঘোষণা করবে।’
নাহিদ বলেন, ‘এই চট্টগ্রামে বহু জাতি, বহু সম্প্রদায় যুগ যুগ ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। বাংলাদেশে একমাত্র কসমোপলিটন নগরী হচ্ছে চট্টগ্রাম। অর্থনীতি ও বাণিজ্যের লাইফলাইন হচ্ছে চট্টগ্রাম। কিন্তু আমরা দেখছি, চট্টগ্রামকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে।’ এ সময় তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ঢাকার পর দ্বিতীয় দুর্গ চট্টগ্রাম। চট্টগ্রাম ফ্যাসিস্টদের তাড়িয়েছে, নতুন করে ফ্যাসিবাদের উত্থান হতে দেবে না।’
স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের নাম উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘চট্টগ্রাম বিদ্রোহের নগরী। বারবার বিদ্রোহ হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রাম সাহসের ভূমিকা রাখবে এটা আমাদের কাছে নতুন কিছু নয়। আমরা জানি, চট্টগ্রামে সেই সিপাহী বিদ্রোহের কথা, হাবিলদার রজব আলী সাহসিকতার কথা। আমরা জানি, সূর্য সেন-প্রীতিলতার কথা। আমরা জানি, ১৯৭১ সালে এই চট্টগ্রাম থেকে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই চট্টগ্রামের কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা এসেছিল। মানে চট্টগ্রাম আমাদের স্বাধীনতার জোয়ার, সার্বভৌমত্বের জোয়ার।’
কক্সবাজারে এনসিপির পদযাত্রায় বাধা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা দেখেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন। সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের বাধা দেওয়া হচ্ছে। বাঁশখালীতে আমাদের সহযোদ্ধার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম, বাধা দিলে বাধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। আমরা আজও বলতে চাই, বাধা দিলে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রামের তারুণ্যের শক্তিকে থামানো যাবে না।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা বলতে চাই, বহুদ্দিন খাইয়্য, আর ন খাইয়্য। আমরা আর কাউকে খাবার সুযোগ দেব না। আমরা চট্টগ্রামকে নাগরিকের চট্টগ্রাম-জনগণের চট্টগ্রাম হিসেবে ঘোষণা করলাম। চট্টগ্রামে আমরা গুটিকয়েক ব্যক্তির কাছে ছেড়ে দেব না।’ জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামকে শক্তিশালী করবে বলে জানান তিনি।
এ সময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৩৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৪৩ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে