কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে ইউনিয়ন হসপিটাল নামে একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চারটি শিশু জন্ম দিয়েছেন ইয়াছমিন আক্তার (২৫) নামের এক নারী। এর মধ্যে তিন ছেলে ও এক মেয়ে। এই বিরল জন্মের ঘটনায় পরিবার, চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
মঙ্গলবার সোয়া ১টার দিকে ইউনিয়ন হসপিটালের গাইনি বিভাগের চিকিৎসকেরা সফল অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতক প্রসব করান।
প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ ডা. আরিফা মেহের রুমীর নেতৃত্বে অস্ত্রোপচার করেন ডা. মোসাম্মৎ রোকসানা আক্তার, ডা. নুর মোহাম্মদ ও ডা. কৌশিক দত্ত। এর আগে সকাল ১০টার দিকে হাসপাতালে ভর্তি করানো হয় এই প্রসূতিকে।
ইয়াছমিন আক্তার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মুছারহলা গ্রামের সৌদিপ্রবাসী রবিউল আলমের স্ত্রী। তিনি তাঁর সন্তানদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
দাদা নুর আহমদ বলেন, ‘আমি একসঙ্গে চারটা নাতি পেয়েছি, তিনটা ছেলে, একটা মেয়ে। আমার অনেক খুশি লাগছে, আমার ছেলেও অনেক খুশি। সবার কাছে নাতিদের জন্য দোয়া চাই।’
অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসক রোকসানা আক্তার বলেন, ‘সফল অস্ত্রোপচারে মা ও চার নবজাতক সুস্থ অবস্থায় আছে—এটি আমাদের জন্যও অত্যন্ত আনন্দের।’
তিনি বলেন, ‘জন্ম নেওয়া শিশুদের ওজন কোনোটার ৭০০ গ্রাম, কোনোটার ৬০০ গ্রাম, একটির সর্বনিম্ন ওজন ৫৮০ গ্রাম। তাদের বর্তমানে হাসপাতালের নবজাতক পরিচর্যা ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
এ ব্যাপারে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মুকিত চৌধুরী বলেন, ‘কক্সবাজারের ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে চার সন্তানের সফল প্রসব সম্পন্ন হয়েছে। আমাদের গাইনি বিভাগ দক্ষতার সঙ্গে অস্ত্রোপচারটি পরিচালনা করেন। বিষয়টা সত্যিই আনন্দের।’

কক্সবাজার শহরে ইউনিয়ন হসপিটাল নামে একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চারটি শিশু জন্ম দিয়েছেন ইয়াছমিন আক্তার (২৫) নামের এক নারী। এর মধ্যে তিন ছেলে ও এক মেয়ে। এই বিরল জন্মের ঘটনায় পরিবার, চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
মঙ্গলবার সোয়া ১টার দিকে ইউনিয়ন হসপিটালের গাইনি বিভাগের চিকিৎসকেরা সফল অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতক প্রসব করান।
প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ ডা. আরিফা মেহের রুমীর নেতৃত্বে অস্ত্রোপচার করেন ডা. মোসাম্মৎ রোকসানা আক্তার, ডা. নুর মোহাম্মদ ও ডা. কৌশিক দত্ত। এর আগে সকাল ১০টার দিকে হাসপাতালে ভর্তি করানো হয় এই প্রসূতিকে।
ইয়াছমিন আক্তার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মুছারহলা গ্রামের সৌদিপ্রবাসী রবিউল আলমের স্ত্রী। তিনি তাঁর সন্তানদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
দাদা নুর আহমদ বলেন, ‘আমি একসঙ্গে চারটা নাতি পেয়েছি, তিনটা ছেলে, একটা মেয়ে। আমার অনেক খুশি লাগছে, আমার ছেলেও অনেক খুশি। সবার কাছে নাতিদের জন্য দোয়া চাই।’
অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসক রোকসানা আক্তার বলেন, ‘সফল অস্ত্রোপচারে মা ও চার নবজাতক সুস্থ অবস্থায় আছে—এটি আমাদের জন্যও অত্যন্ত আনন্দের।’
তিনি বলেন, ‘জন্ম নেওয়া শিশুদের ওজন কোনোটার ৭০০ গ্রাম, কোনোটার ৬০০ গ্রাম, একটির সর্বনিম্ন ওজন ৫৮০ গ্রাম। তাদের বর্তমানে হাসপাতালের নবজাতক পরিচর্যা ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
এ ব্যাপারে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মুকিত চৌধুরী বলেন, ‘কক্সবাজারের ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে চার সন্তানের সফল প্রসব সম্পন্ন হয়েছে। আমাদের গাইনি বিভাগ দক্ষতার সঙ্গে অস্ত্রোপচারটি পরিচালনা করেন। বিষয়টা সত্যিই আনন্দের।’

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
২৯ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩২ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১ ঘণ্টা আগে