Ajker Patrika

কক্সবাজারে একসঙ্গে চার সন্তানের জন্ম

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে একসঙ্গে চার সন্তানের জন্ম
জন্ম নেওয়া শিশুদেরকে হাসপাতালের নবজাতক পরিচর্যা ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার শহরে ইউনিয়ন হসপিটাল নামে একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চারটি শিশু জন্ম দিয়েছেন ইয়াছমিন আক্তার (২৫) নামের এক নারী। এর মধ্যে তিন ছেলে ও এক মেয়ে। এই বিরল জন্মের ঘটনায় পরিবার, চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

মঙ্গলবার সোয়া ১টার দিকে ইউনিয়ন হসপিটালের গাইনি বিভাগের চিকিৎসকেরা সফল অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতক প্রসব করান।

প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ ডা. আরিফা মেহের রুমীর নেতৃত্বে অস্ত্রোপচার করেন ডা. মোসাম্মৎ রোকসানা আক্তার, ডা. নুর মোহাম্মদ ও ডা. কৌশিক দত্ত। এর আগে সকাল ১০টার দিকে হাসপাতালে ভর্তি করানো হয় এই প্রসূতিকে।

ইয়াছমিন আক্তার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মুছারহলা গ্রামের সৌদিপ্রবাসী রবিউল আলমের স্ত্রী। তিনি তাঁর সন্তানদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

দাদা নুর আহমদ বলেন, ‘আমি একসঙ্গে চারটা নাতি পেয়েছি, তিনটা ছেলে, একটা মেয়ে। আমার অনেক খুশি লাগছে, আমার ছেলেও অনেক খুশি। সবার কাছে নাতিদের জন্য দোয়া চাই।’

অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসক রোকসানা আক্তার বলেন, ‘সফল অস্ত্রোপচারে মা ও চার নবজাতক সুস্থ অবস্থায় আছে—এটি আমাদের জন্যও অত্যন্ত আনন্দের।’

তিনি বলেন, ‘জন্ম নেওয়া শিশুদের ওজন কোনোটার ৭০০ গ্রাম, কোনোটার ৬০০ গ্রাম, একটির সর্বনিম্ন ওজন ৫৮০ গ্রাম। তাদের বর্তমানে হাসপাতালের নবজাতক পরিচর্যা ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

এ ব্যাপারে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মুকিত চৌধুরী বলেন, ‘কক্সবাজারের ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে চার সন্তানের সফল প্রসব সম্পন্ন হয়েছে। আমাদের গাইনি বিভাগ দক্ষতার সঙ্গে অস্ত্রোপচারটি পরিচালনা করেন। বিষয়টা সত্যিই আনন্দের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত