মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে ঘুরতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। আজ বুধবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় মেলখুম ট্রেইল থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মৃত শিক্ষার্থীরা হলেন সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের আরফান গালিব (২০) ও ঢাকার যাত্রাবাড়ীর ধুনয়ালাপাড়া এলাকার ইব্রাহিম হৃদয় (২২। উভয়েই ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। আর আহত শিক্ষার্থীরা হলেন মো. সায়েম, রায়হান ও মিরাজ।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে ফেনী থেকে তিন বন্ধু মিলে ঘুরতে যান মেলখুম ট্রেইলে। পথে স্থানীয় দুই পর্যটক তাঁদের সঙ্গে যুক্ত হন। তবে রাত থেকে তাঁরা নিখোঁজ হন।
খবর পেয়ে আজ সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে নামেন। বেলা আড়াইটার দিকে দুজনকে মৃত ও তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
আহত মো. সায়েম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বেলা ১১টায় ফেনী থেকে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে বেড়াতে যাই আমরা। বিকেলের দিকে ট্রেইল এলাকায় ভারী বৃষ্টি হলে আমাদের সঙ্গে থাকা আরফান গালিব ও ইব্রাহিম হৃদয় স্রোতে তলিয়ে যায়।
‘আমরা তিনজনও পথ হারিয়ে বিচ্ছিন্নভাবে সারা রাত কাটাই ওখানকার পাহাড়ি এলাকায়। পরে আজ সকালে আমাদের পরিচিত কিছু বন্ধু ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে আমাদের উদ্ধার করে।’
বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচ পর্যটক নিখোঁজের পর আজ বেলা আড়াইটার দিকে গালিব ও হৃদয়ের মরদেহ উদ্ধার করি। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ জোরারগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর হয়েছে।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আর্য রাজ দত্ত বলেন, ‘আমাদের হাসপাতালে আহত অবস্থায় মিরাজ, রায়হান, সায়েম নামের তিনজনকে স্থানীয় বাসিন্দারা নিয়ে আসেন। তাঁরা এখন পুরোপুরি সুস্থ আছেন।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, মেলখুম ট্রেইলে বেড়াতে আসা দুই শিক্ষার্থীর মরদেহ থানায় আনা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গতকাল সকালে কক্সবাজার হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী ভেসে যান। এর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে ঘুরতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। আজ বুধবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় মেলখুম ট্রেইল থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মৃত শিক্ষার্থীরা হলেন সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের আরফান গালিব (২০) ও ঢাকার যাত্রাবাড়ীর ধুনয়ালাপাড়া এলাকার ইব্রাহিম হৃদয় (২২। উভয়েই ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। আর আহত শিক্ষার্থীরা হলেন মো. সায়েম, রায়হান ও মিরাজ।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে ফেনী থেকে তিন বন্ধু মিলে ঘুরতে যান মেলখুম ট্রেইলে। পথে স্থানীয় দুই পর্যটক তাঁদের সঙ্গে যুক্ত হন। তবে রাত থেকে তাঁরা নিখোঁজ হন।
খবর পেয়ে আজ সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে নামেন। বেলা আড়াইটার দিকে দুজনকে মৃত ও তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
আহত মো. সায়েম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বেলা ১১টায় ফেনী থেকে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে বেড়াতে যাই আমরা। বিকেলের দিকে ট্রেইল এলাকায় ভারী বৃষ্টি হলে আমাদের সঙ্গে থাকা আরফান গালিব ও ইব্রাহিম হৃদয় স্রোতে তলিয়ে যায়।
‘আমরা তিনজনও পথ হারিয়ে বিচ্ছিন্নভাবে সারা রাত কাটাই ওখানকার পাহাড়ি এলাকায়। পরে আজ সকালে আমাদের পরিচিত কিছু বন্ধু ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে আমাদের উদ্ধার করে।’
বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচ পর্যটক নিখোঁজের পর আজ বেলা আড়াইটার দিকে গালিব ও হৃদয়ের মরদেহ উদ্ধার করি। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ জোরারগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর হয়েছে।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আর্য রাজ দত্ত বলেন, ‘আমাদের হাসপাতালে আহত অবস্থায় মিরাজ, রায়হান, সায়েম নামের তিনজনকে স্থানীয় বাসিন্দারা নিয়ে আসেন। তাঁরা এখন পুরোপুরি সুস্থ আছেন।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, মেলখুম ট্রেইলে বেড়াতে আসা দুই শিক্ষার্থীর মরদেহ থানায় আনা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গতকাল সকালে কক্সবাজার হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী ভেসে যান। এর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৩ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৪ ঘণ্টা আগে