মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে ঘুরতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। আজ বুধবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় মেলখুম ট্রেইল থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মৃত শিক্ষার্থীরা হলেন সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের আরফান গালিব (২০) ও ঢাকার যাত্রাবাড়ীর ধুনয়ালাপাড়া এলাকার ইব্রাহিম হৃদয় (২২। উভয়েই ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। আর আহত শিক্ষার্থীরা হলেন মো. সায়েম, রায়হান ও মিরাজ।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে ফেনী থেকে তিন বন্ধু মিলে ঘুরতে যান মেলখুম ট্রেইলে। পথে স্থানীয় দুই পর্যটক তাঁদের সঙ্গে যুক্ত হন। তবে রাত থেকে তাঁরা নিখোঁজ হন।
খবর পেয়ে আজ সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে নামেন। বেলা আড়াইটার দিকে দুজনকে মৃত ও তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
আহত মো. সায়েম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বেলা ১১টায় ফেনী থেকে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে বেড়াতে যাই আমরা। বিকেলের দিকে ট্রেইল এলাকায় ভারী বৃষ্টি হলে আমাদের সঙ্গে থাকা আরফান গালিব ও ইব্রাহিম হৃদয় স্রোতে তলিয়ে যায়।
‘আমরা তিনজনও পথ হারিয়ে বিচ্ছিন্নভাবে সারা রাত কাটাই ওখানকার পাহাড়ি এলাকায়। পরে আজ সকালে আমাদের পরিচিত কিছু বন্ধু ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে আমাদের উদ্ধার করে।’
বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচ পর্যটক নিখোঁজের পর আজ বেলা আড়াইটার দিকে গালিব ও হৃদয়ের মরদেহ উদ্ধার করি। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ জোরারগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর হয়েছে।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আর্য রাজ দত্ত বলেন, ‘আমাদের হাসপাতালে আহত অবস্থায় মিরাজ, রায়হান, সায়েম নামের তিনজনকে স্থানীয় বাসিন্দারা নিয়ে আসেন। তাঁরা এখন পুরোপুরি সুস্থ আছেন।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, মেলখুম ট্রেইলে বেড়াতে আসা দুই শিক্ষার্থীর মরদেহ থানায় আনা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গতকাল সকালে কক্সবাজার হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী ভেসে যান। এর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে ঘুরতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। আজ বুধবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় মেলখুম ট্রেইল থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মৃত শিক্ষার্থীরা হলেন সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের আরফান গালিব (২০) ও ঢাকার যাত্রাবাড়ীর ধুনয়ালাপাড়া এলাকার ইব্রাহিম হৃদয় (২২। উভয়েই ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। আর আহত শিক্ষার্থীরা হলেন মো. সায়েম, রায়হান ও মিরাজ।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে ফেনী থেকে তিন বন্ধু মিলে ঘুরতে যান মেলখুম ট্রেইলে। পথে স্থানীয় দুই পর্যটক তাঁদের সঙ্গে যুক্ত হন। তবে রাত থেকে তাঁরা নিখোঁজ হন।
খবর পেয়ে আজ সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে নামেন। বেলা আড়াইটার দিকে দুজনকে মৃত ও তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
আহত মো. সায়েম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বেলা ১১টায় ফেনী থেকে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে বেড়াতে যাই আমরা। বিকেলের দিকে ট্রেইল এলাকায় ভারী বৃষ্টি হলে আমাদের সঙ্গে থাকা আরফান গালিব ও ইব্রাহিম হৃদয় স্রোতে তলিয়ে যায়।
‘আমরা তিনজনও পথ হারিয়ে বিচ্ছিন্নভাবে সারা রাত কাটাই ওখানকার পাহাড়ি এলাকায়। পরে আজ সকালে আমাদের পরিচিত কিছু বন্ধু ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে আমাদের উদ্ধার করে।’
বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচ পর্যটক নিখোঁজের পর আজ বেলা আড়াইটার দিকে গালিব ও হৃদয়ের মরদেহ উদ্ধার করি। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ জোরারগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর হয়েছে।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আর্য রাজ দত্ত বলেন, ‘আমাদের হাসপাতালে আহত অবস্থায় মিরাজ, রায়হান, সায়েম নামের তিনজনকে স্থানীয় বাসিন্দারা নিয়ে আসেন। তাঁরা এখন পুরোপুরি সুস্থ আছেন।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, মেলখুম ট্রেইলে বেড়াতে আসা দুই শিক্ষার্থীর মরদেহ থানায় আনা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গতকাল সকালে কক্সবাজার হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী ভেসে যান। এর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
৮ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১০ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২০ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
৩২ মিনিট আগে