Ajker Patrika

বাঁশখালীতে কয়লা বিদ্যুৎ প্রকল্পের এক চীনা শ্রমিক নিখোঁজ

প্রতিনিধি, বাঁশখালী, (চট্টগ্রাম) 
বাঁশখালীতে কয়লা বিদ্যুৎ প্রকল্পের এক চীনা শ্রমিক নিখোঁজ

পাইপলাইনের কাজ করতে গিয়ে চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পের এক চীনা শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে তিনি সাগর পড়ে যান। নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। 

নিখোঁজ চীনা শ্রমিকের নাম জি কুইনজেন। তিনি বিদ্যুৎ কেন্দ্রের পাইপ লাইনের কাজে নিয়োজিত মাউমিং কোম্পানির উপ ঠিকাদার সিপিপি কোম্পানির কর্মরত শ্রমিক ছিলেন। 

কয়লা বিদ্যুৎ প্রকল্প সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে তিনি কাজ করার সময় সাগরে পড়ে যান। বাঁশখালী থানা–পুলিশ নিখোঁজ চীনা শ্রমিককে উদ্ধারের জন্য দুপুর থেকে অভিযান অব্যাহত রেখেছে। 

এ বিষয়ে এস এস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়ক মো. ফারুক আহমদ বলেন, নিখোঁজ চীনা শ্রমিককে খোঁজার জন্য বাঁশখালী থানা-পুলিশ ও প্রকল্পের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। 

চীনা শ্রমিক নিখোঁজ ঘটনার সত্যতা স্বীকার করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল কবীর জানান, বাঁশখালী গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রের চীনা শ্রমিককে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এখনো তিনি নিখোঁজ রয়েছেন। বাঁশখালী থানা–পুলিশ এ প্রকল্প এলাকায় রয়েছে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত