থানচি (বান্দরবান) প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পাহাড়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর অগাধ ভালোবাসা ও আন্তরিকতা রয়েছে। দলমত-নির্বিশেষে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার এবং আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ এখন বিশ্বদরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক ও অগাধ ভালোবাসা রয়েছে বলেই আজ দুর্গম থানচি উপজেলায় স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ মঙ্গলবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডে যৌথ অর্থায়নের মোট ২ কোটি টাকা ব্যয়ের থানচি উপজেলা বলিপাড়া ইউনিয়নের মংনাইপাড়া স্বধম্মাশ্রী বৌদ্ধ বিহারের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। একই স্থানে থানচি সদর ইউনিয়নের যিহোবা যিড়ি ছাত্রাবাসে যাওয়ার রাস্তা, থানচি বাজারে অভ্যন্তরীণ সড়ক, আপ্রুমংপাড়া বৌদ্ধবিহার ক্যাংঘর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করেন।
মংনাইপাড়া বৌদ্ধবিহার প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা. আবুল মনসুর সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপসচিব প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআরও হারুন অর রশিদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. অংচালু, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিমউদ্দিন, উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইয়াসির আরাফাত, বান্দরবান জেলা পরিষদে সদস্য ক্যসাপ্রু মারমা, তিংতিংম্যা মারমা, সিমিয়ন ম্রো, বাশৈচিং হেডম্যান, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায়, বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা প্রমুখ।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পাহাড়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর অগাধ ভালোবাসা ও আন্তরিকতা রয়েছে। দলমত-নির্বিশেষে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার এবং আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ এখন বিশ্বদরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক ও অগাধ ভালোবাসা রয়েছে বলেই আজ দুর্গম থানচি উপজেলায় স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ মঙ্গলবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডে যৌথ অর্থায়নের মোট ২ কোটি টাকা ব্যয়ের থানচি উপজেলা বলিপাড়া ইউনিয়নের মংনাইপাড়া স্বধম্মাশ্রী বৌদ্ধ বিহারের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। একই স্থানে থানচি সদর ইউনিয়নের যিহোবা যিড়ি ছাত্রাবাসে যাওয়ার রাস্তা, থানচি বাজারে অভ্যন্তরীণ সড়ক, আপ্রুমংপাড়া বৌদ্ধবিহার ক্যাংঘর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করেন।
মংনাইপাড়া বৌদ্ধবিহার প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা. আবুল মনসুর সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপসচিব প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআরও হারুন অর রশিদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. অংচালু, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিমউদ্দিন, উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইয়াসির আরাফাত, বান্দরবান জেলা পরিষদে সদস্য ক্যসাপ্রু মারমা, তিংতিংম্যা মারমা, সিমিয়ন ম্রো, বাশৈচিং হেডম্যান, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায়, বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা প্রমুখ।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে