Ajker Patrika

সমুদ্র সৈকতে ব্যবহৃত প্লাস্টিক-বর্জ্য জমা দিলেই উপহার 

কক্সবাজার প্রতিনিধি
সমুদ্র সৈকতে ব্যবহৃত প্লাস্টিক-বর্জ্য জমা দিলেই উপহার 

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াডিতে ছুড়ে ফেলা বা ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য জমা দিলেই উপহার দেওয়া হবে। সমুদ্রের দূষণ রোধ ও সৈকতের সৌন্দর্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৈকতে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ‘প্লাস্টিকের বিনিময়ে উপহার নিন’ নামের এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার থেকে এ কার্যক্রমের শুরু হয়েছে। সৈকতের লাবণী পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান।

প্রতি শুক্র ও শনিবার সৈকতের লাবণি, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে এ কর্মসূচি পালন করা হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত দুই মাস ব্যাপী এ কর্মসূচি চালু থাকবে। সৈকতে প্লাস্টিক পণ্য বর্জন ও পরিবেশ-প্রতিবেশ রক্ষায় এ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।

 ‘প্লাস্টিকের বিনিময়ে উপহার নিন’ শিরোনামে কর্মসূচির উদ্বোধন। ছবি: আজকের পত্রিকাঅতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, সমুদ্র সৈকতে প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হয়। এতে সৈকতের সৌন্দর্য হানি ঘটছে। এসব বর্জ্য পরিষ্কারের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্লাস্টিক বর্জ্য জমা দিলেই পর্যটকদের হাতে উপহার তুলে দেওয়া কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দুই দিনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এ সময় উপস্থিত ছিলেন—টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত